গ্রাফিক ডিজাইনার প্রেমিরা কই? আসুন এই দিকে, এখন লোগো -ভিক্টর -পাথ -ফুল রেজুলেসন দিয়ে শেষ করুন সব ৫ মিনিট এ

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন?  আশা করি ভালই আছেন, আমি আলহুমদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি,কেমন হয় যদি আপনার ২ ঘন্টা কাজের সময় বেচে যায়, আর সেই কাজ হয়ে যায় ২ মিনিট অথবা ৫ মিনিট এ,  কেমন হয় যখন আপনার কোন Client এসে নিচের মতো কিছু ডিজাইন দিয়ে আপনাকে বলে ভাই হাতে সময় নাই এতা একটু করে দিন, অথবা বললো ভাই এই ভিক্টর টা হুবহুব করে দিন, আর আপনি দেখলেন এটা তো মহা ঝামেলা, পুরটাই একটু একটু করে পাথ করতে হবে, আর প্রতিদিন এমন সমস্যার মুখমুখি হচ্ছেন আমাদের ডিজাইনার বন্ধুরা / ভাইরা / সাথে বোনরা ও আছেন আর তাদের কথা মাথায় রেখেই আজকের এই টিউন

তো চলুন আসল কথায় আসি, ডিজাইনার রা অবশ্যই বুজতে পেরেছেন আমি কি নিয়ে এসেছি, আমি আসলে ডিজাইন এর কাজ জানি না কিন্তু সফটওয়্যার নিয়া ঘাটাঘাটি এটা আমার নিত্য দিনের অভ্যাস আবার বলতে গেলে আমার পেশা ও,   আমি নিজের দরকারে গুগল মামা থেকে একটা নরমাল ভিক্টর নিয়েছিলাম লোগো হিসেবে ব্যবহার করবো বলে, কিন্তু এটার রেজুলেসোন নাই বললেই চলে, তখন সুরু হোল খোজাখুজি  আর পেয়ে গেলাম সমাধান, যা পেলাম নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এবং আপনাদের জন্য একটা টিউটোরিয়াল ও করেছি আশা করি ভাল করে বুজবেন,

এই সফটওয়্যার টা দিয়ে আপনারা যা যা করতে পারবে।

  • যে কোন নরমাল রেজুলেসোন এর ভিক্টর আপনি ১ মিনিট এ রেজুলেসোন দিতে পারবেন।
  • আপনি যে কোন ফটো বা ভিক্টর কে Adobe illustrator পাথ করতে পারবেন।
  • Adobe Photoshop এর জন্য ও নরমাল ফটো কে HD করে নিতে পারবেন।
  • আপনি ফটো বা ভিক্টর কে অনেক গুলো ফরম্যাট এ Save করতে পারবেন। যেমন - Ai (Adobe illustrator) (DXF) (EPS) (EMF) (PDF) (SVG)
  • ৯০% ফটো ভিক্টর এটা দিয়ে কাজ সম্পূর্ণ করা যায়।

এতক্ষন অনেক বক বক করলাম কিন্তু এখনো সফটওয়্যার টার নাম ই বলি নাই ভিডিও দেখুন ডাউনলোড করুন, আপনার সময় টাকে এঞ্জয় করুন ভিডিও দেখুন টিউনের পাতায়।

আমার অন্য অন্য কিছু টিউন ঃ

আর বুজতে কোন সমস্যা হলে বা কিছু জানার থাকলে টিউন এর টিউমেন্ট বক্স এ অথবা আমার ফেসবুক এর পেজ এ ইনবক্স করুন, আপনার সকল টেক সমস্যার সমাধান ই দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাল থাকুন আবার আসবো অন্য কিছু নিয়ে  (আল্লাহ হাফেয)

Level 3

আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিংক কই..??

Software ti kibabe full version use korbo?

    Boro Bhai buy option theke kine nin othoba Amader FB Page a Inbox Korun . Thank you

প্রিয় MohammaD Younu$,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

    Priyo Bhai , ami apnar kotha onijai ami information Submit korechi . Thank You

software টা Download করেছি। কিন্তু File save করতে পারছি না।
সাহাজ্য করেন ভাই।