আসসালামু আলাইকুম,
আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে। টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য।
To See this tutorial in English, Please Visit here Photoshop Manipulation | How to Cast Realistic Shadows
আজকের টিউটোরিয়ালটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ মিস করবেন না।
গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটি মানসম্মত ও পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমরা করে যাচ্ছি ধারাবাহিক ভাবে, যেখানে থাকছে
1. Photoshop
2. Illustrator
3. Adobe In design
অনেক ভাই ফেসবুকে মেসেজ করে, কিভাবে গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার শুরু করবো?? তাদের জন্যই আজকের ভিডিওটি।
এই ভিডিও গুলো ফলো করে ৩ মাস সময় নিয়ে প্রতিনিয়ত প্র্যাকটিস করলে, আপনিও হয়ে যেতে পারেন একজন সফল গ্রাফিক্স ডিজাইনার। আর বাংলাদেশে একজন গ্রাফিক্স ডিজাইনারের বেতন মিনিমাম ৫০ হাজার। এবং অন্যান্য উন্নত দেশে কয়েক লক্ষ টাকা।
পরিচিত একজন বাংলাদেশী গ্রাফিক্স ডিজাইনারের এক মাসের ইনকামের একটি স্ক্রিনশট দিলাম, যা Upwork থেকে গত কয়েক দিনে ইনকাম করেছে।
ভিডিও টিউটোরিয়াল গুলো মিস না করতে চাইলে Youtube চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে ক্লিক করুন
নিচের ভিডিওটি Follow করে দেখে নিন কোন কোন মার্কেটপ্লেসে কিভাবে কাজ শুরু করবেন।
আজকের বিষয় ঃ
ভিডিওটি ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুন https://youtu.be/m8VJTQtUXJA
ভিডিওটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন আশা করি বন্ধুরা। আমি যতটুকু জানি, ততটুকু শেয়ার করার চেষ্টা করবো।
কোথাও বুঝতে সমস্যা হলে আমি আছি ফেসবুকে
ভিডিও টিউটোরিয়াল গুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে ক্লিক করুন
https://web.facebook.com/applegraphicstudio এখানে আমার সব ডিজাইন সাজানো আছে। দেখতে পারেন।
এই টিউটোরিয়াল গুলো Follow করলেই যে কোনো ডিজাইন আগ্রহীর Graphic Design সম্পর্কে ১০০% ধারনা আসবে ইনশাল্লাহ।
গত Episode গুলো যারা মিস করেছেন তাদের জন্য-
২। Adobe Illustrator ব্যবহার করে ১০ মিনিটে 3D Logo বানিয়ে নিন এবং শিখে নিন
৬। ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজেই চোখের কালার চেঞ্জ করে নেওয়া যায় দেখুন
৭। গ্রাফিক্স ডিজাইন শিখে নিন এখনি, চমৎকার একটি বিজনেস কার্ড ডিজাইন করে নিন ১০ মিনিটে
৮। গ্রাফিক্স ডিজাইনের জন্য নিয়ে নিন অসংখ্য সব চমৎকার Background ইমেজ কালেকশন।
৯। গ্রাফিক্স ডিজাইনে যারা আগ্রহী বা নতুন ক্যারিয়ার গড়তে চাচ্ছেন- শিখে নিন ফটোশপ (আপডেটেড ভার্সন)
১০। গ্রাফিক্স ডিজাইন করে মাসিক ২০,০০০/- ইনকাম- শিখে নিন Photo Manipulation
১২। Adsense ছাড়াই ইউটিউব থেকে প্রচুর পরিমান আয় করার গোপন টিপস
১৩। গ্রাফিক্স ডিজাইনার ও সফল ক্যারিয়ার – 10 মিনিটে শিখে ফেলুন স্টাইলিশ বিজনেস কার্ড ডিজাইন করা
১৪। Photoshop ব্যবহার করে মুভি টিউনার ডিজাইন করা শিখে নিন (গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল)
১৬। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল – (Photoshop CC 2015) একসাথে জলছাপ দেওয়া
১৯। ফটোশপের মাধ্যমে কিভাবে আপনার Body তে রিয়েলস্টিক ট্যাটু লাগাবেন দেখে নিন
২০। গ্রাফিক্স ডিজাইন শিখে গড়ুন সফল ক্যারিয়ার, সব চেয়ে সহজ উপায়ে – বিজনেস কার্ড ডিজাইন
২২। ফটোশপে গ্রাফিক্স ডিজাইন শিখে আয় করুন কয়েক লাখ টাকা – ফটোশপ Manipulation শিখে নিন এখনই
আমার ওয়েবসাইট Photoshop Manipulation | How to Cast Realistic Shadows এখানে আগে প্রকাশিত হয়েছে।
আমি রেজাউল ইসলাম রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 190 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tuner
“কোন কোন মার্কেট প্লেসে কিভাবে কাজ শুরু করবেন “এটা কোথায়