ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ নিখুতভাবে রিমুভ করুন ফটোশপ সিএস ৫ দিয়ে

সালাম আমার সকল টেকটিউনার ভাই ও বোনদের। আসলে টেকটিউনে আসি তবে অনকেদিন হলো কোন টিউন করা হয় নি। কারন টেকটিউনের চেহারা পুরপুরি চেন্স হয়ে গেছে। লোডিং হতে অনেক সময় নেয়। টেকটিউনে অনেক নতুন মুখ এসেছে দেখতি পাচ্ছি। যাক ভালই লাগছে। নতুন যারা আসছেন তারা অনেকেই খুব সুন্দর সুন্দর টিউন করেন। তাদের মধ্যে অন্যতম [পুদিনাপাতা]।

যাই হোক আমার টিউনের মূল প্রসংঙ্গে আসি। আমার আজকের টিউন ফটোশপ নিয়ে। আপনারা হয়তো কেহ কেহ জানেন যে ফটোশপ সিএস ৫ ছবি থেকে অপ্রয়োজনীয় আংশ রিমুভ করা যায়। আর যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন।

প্রথমেই এখান থেকে ছবিটি ডাউনলোড করে নিন।

ফটোশপ সিএস ৫ খুলে আমার দেয়া ইমেজটি open করুন।

কিবোর্ড থেকে P চাপুন পেনটুল আনার জন্য। খেয়াল রাখবেন যেন পাথ সিলেক্ট থাকে। পেনটুল দিয়ে ছবির যেই অংশটি তুলবেন তার চার পাশ পেন টুল দিয়ে পাথ তৈরি করে নিন।

এবার সিলেক্ট অংশে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে Make Selection  এ ক্লক করুন।

Make Selection  বক্সে feather Radius = 0 pixels আর বাকি যা আছে সব ঠিক থাকবে।

এবার Edit মেনু হতে Fill/ কি কিবোড হতে shift+F5 চাপুন।

Fill বক্স থেকে নিচের মত  Use: Content-Aware করে দিন মুড নরমাল থাকবে,, অপাসিটি ১০০% থাকবে।

আউটফুট নিচের মত পাবেন

আমার টিউনটি ভাল লাগলে মন্তব্য দিবেন এই আশা ব্যক্ত করে এখানেই আমার টিউনের ইতি টানলাম। আপনারা সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল জিনিস শিখাইলেন। অনেক ধন্যবাদ।

    ধন্যবাদ…………….. অনেক চেস্টা করেও প্রোফাইলের ছবি পরিবর্তন করতে পারলাম না। আপনি যদি জানেন তবে বলবেন।

    vai najmul doya kore biroktir karon hoben na…ata kono add deyar site na…parle valo comment korun…

    by d way darun jinis siklam…thnx…

Sei rakam Bosss…..Thanks For Nice Tunes

অনেক সুন্দর টিউন।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার কাজে দিবে।

Level 0

অনেক সুন্দর টিউন… ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ আপনাকে| Photoshop 8.0 দিয়ে তরী করছিলাম| Content Aware অপশনটি নাই| শেষে CS5 দিয়ে সফল………….

জটিল একটা জিনিস শিখালেন। আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

so many thanks

Level 0

really jotil

Level 0

ভাল লাগল। এভাবেই দিয়ে যান। ধন্যবাদ।