আসসালামুয়ালাইকুম,
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। নিত্য-নতুন টেকনোলজী পন্যের আবির্ভাব আর সহজলভ্যতার কারনে আমাদের দৈনন্দিন জীবন হয়ে উঠেছে আরো সহজ সরল ও প্রানবন্ত। এতে যেমন আমাদের জীবন জাপনের মান বেড়েছে ঠিক তেমনি সময়ের সাশ্রয়ও ঘটেছে বিপুল হারে। এই যেমন ধরুন মোবাইল টেকনোলজী, কম্পিউটার টেকনোলজী, ইত্যাদি ইত্যাদি। আর এরই মাঝে আরো একটা নিত্য ব্যাহার্য ও প্রয়োজনীয় গেজেট হল ডিজিটাল ক্যামেরা, আর এরই মাধ্যামে সকলেই কোন না কোন ভাবে উপকৃত হচ্ছেন, তা বলার অপেক্ষা রাখেনা। তো আজকের লেখের টপিকটা হল ইমেজ রিসাইজ। আর যখন ফটো এডিটিং টাইপের কথা আসে তখনই আমার মত ফটোশপ পাগলদের মাথায় আসে এডবির ফটোশপ সফটয়ারটির নাম। এর মাধ্যমে শটীল ইমেজে করা যায় না এমন কোন কাজ নেই। আর ঠিক এই কারনেই এই সফটটির আমি এত ভক্ত। আমার মত সক্লেই চান যে 'একের ভিতর সব' টাইপের প্লাটফর্ম, আর এই বাক্যটিরই ইমেজ এডিটিংএর ক্ষেত্রে বিকল্প নাম হল ফটোশপ। আশা করি এবেপারে সবাই একমত হবেন।
যাই হোক মূল টপিকে ফিরে আস যাক। তো আমাদের ডিজিটাল কযামেরায় বা মোবাইলে তোলা হাই রেজুলেশানের কাজে একসাথে হাজার হাজার ছবি রিসাইজ করার প্রয়োজন পড়তে পারে। এক্ষত্রে সিঙ্গেল ফাইলকে নিয়ে খুব দ্রুত কাজ করতে গেলেও প্রতি ইমেজে ৩০ সেকেন্ড করে লাগবে, তাহলে এবার হিসেব করতে বসে যান ১০,০০০ হাজার ছবি এডিত করতে কতক্ষন লাগবে........৩০০০০০ সেকেন্ড /৬০সেকেন্ড= ৫০০০ হাজার মিনিট মানে প্রায় ৪ দিন একটানা :O :O কিন্তু ফটশপের একটা একশানের মাধ্যমে আপনি মাত্র কয়েক মিনিটে সেই কাজ গুলো করে ফেলতে পারবেন।
যা করতে হবেঃ
১. নির্বাচিত ছবিসমূহকে একটা আলাদা ফোল্ডারে নিন
২. এবার ফটোশপ ওপেন করুন
৩. কোনকিছু ওপেন না করে File মেনু থেকে Scripts এ যান
অথবা সর্টকাট চাপুন কি-বোর্ড থেকে Alt+F+R চাপুন
৪. ইমেজ প্রসেসর(Image Processor) এ ক্লিক করুন
৫. ক) সেখান থেকে ১ এর ঘরে Select the Image to process এ সিলেক্ট ফোল্ডার থেকে আপনার তৈরী করা ছবিগুলোর ফোল্ডার লোকেশানে গিয়ে ফোল্ডারটি দেখিয়ে দিন, আর হা মেইন কথা হল আপনি ছবি সাইজ ছোট করতে চাইলে W এর জায়গায় ওয়াইডথ মানে চউড়া যেমন ১০২৪, H এর জায়গায় হাইট মানে উচ্চতা দিন যেমন ৭৬৮। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার সিলেক্টেড ছবিগুলো তার চেয়ে বড় হতে হবে, না হয় ছবির কোয়ালিটি গোল্লায় যাবে।
খ) ২ নাম্বার ঘরে ডিফল্ট ঘরে আপনার আগের ছবিগুলোর লোকেশানেই আউটপুট মানে রি-সাইজড ছবিগুলো তৈরি হবে্ ফোল্ডার আকারে, তবে আপনি চাইলে লোকশান চেঞ্জ করে নিতে পারেন সিলেক্ট ফোল্ডার দিয়ে।
গ) ৩ নাম্বার ঘরে আপনি ছবিগুলো আউট পুট কি আকারে চান তার অপশান পাবেন, যেমন JPEG(JPG), PSD(ফটোশপের ডিফল্ট ফরমেট), TIFF(Tagged Image File Format যা কিনা ইমেজ এর প্রফেশানাল স্টযান্ডার্ড, এবং এই ফরমেটটি ম্যাক, উইন্ডোজ সহ ইউনিক্স প্লাটফরমে ও ব্যবহারযোগ্য) এই তিন ধরনের ফরমেট।
ঘ) তারপর RUN এ চাপ দিন, ব্যাস আপনার কাজ শেষ 😀 ।
৬. এবার আপনার ছবিগুলো ফটোশপ আটোমেটিকালি কাজ করতে থাকবে, এবং কয়েক মুহুর্তে আপনার কাজ শেষ হয়ে যাবে। আপনি যখন দেখবেন ফটোশপে কোন ছবি ওপেন বা ক্লোজ হচ্ছেনা তখন বুঝবেন কাজ শেষ। কাজ চলার সময় কিন্তু ঠিক ওই ছবি ওপেন এন্ড ক্লোজ অটো চলতে থাকবে।
৭. ব্যাস হয়ে গেল গরম গরম ফটোসপিয় কায়দায় হাজার হাজার ছবি রান্না(সাইজ)।
আশা করি ভাল লেগেছে।
পরবর্তীতে আসছে ১৫০০ এরও বেশি প্লাগ-ইন নিয়ে, তাছাড়াও আসছে আরো অনেকে কিছু তাই চোখ রাখুন
পোষ্টটি পুর্বে কম্পিউট্রনিক্সবিডিতে প্রকাশিত
- আল্লাহ হাফেজ
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লাকি ভাই ধন্যবাদ।
অফ
আছেন কেমন? সামনে কিছু মানুষ কে দরকার হবে। আপনে অনেক একটিভ তাই আপনাকে দরকার হবে আপনে পাশে থাকতে পারবেন মন থেকে? সময় হলে পুরা কাহিনি জানতে পারবেন।
জানাবেন