পাথরের দেওয়ালের উপর পাথর খচিত লেখা

ফটোশপ দিয়ে ডিজাইন করা আমার এক প্রকার শখ আর সেজন্য ফটোশপ নিয়ে একটু নাড়াচাড়া করি। আর আমি এই সাইটির একজন দারুন ভক্ত। অনেক দিন ধরে আমি এই সাইটির টিউনগুলো পড়ছি এবং শিখছি।কিন্তু কখনও টিউন করার সাহস পাইনি। তাই আমি আজ ফটোশপের এই সহজ টিউনটি করলাম।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন

ধাপ ১: প্রথমে ৬০০বাই ৪৫০পিস্কেল, সাথে সাদা ব্যাকগ্রাউন্ড এর একটি নতুন ডকুমেন্ট নিন।এরপর ডকুমেন্টটিকে #ae8c42 কালার সিলেক্ট করে(ALT+Backspace)ডকুমেন্টটিকে ফিল করুন।

ধাপ ২: এখন আপনি Filter>Noise>Add Noise এ গিয়ে নিম্নোক্ত ভাবে সেট করুন।

ঠিক দেখতে এরকম হবে:

ধাপ ৩: এখন আপনি Filter > Texture > Texturizer এ গিয়ে নিম্নোক্ত ভাবে সেট করুন।

ঠিক দেখতে এরকম হবে:

ধাপ ৪: এখন আপনি Filter > Sharpen > Sharpen করুন। দেখতে এরকম হবে:

ধাপ ৫: এখন এর ব্যাকগ্রাউন্ড-এ texture যুক্ত করতে হবে। Google image- এ background texture লিখে সার্চ দিলে অনেক ইমজে পাওয়া যাবে। আপনি সেখান থেকে নিয়েও কাজ করতে পারবনে।আমি এই background imageনিয়ে কাজ করেছি।

ধাপ ৬: এখন লেয়ারমুড-এ অপাচিটি/ফিল দিয়ে একে বিন্যাস্ত করতে হবে। আমি এখানে ৭০% দিয়ে ফিল করেছি।

ধাপ ৭: এখন লাইট ইফেক্টে দিতে হবে। তার জন্য Filter > Render > Lighting Effects গিয়ে নিচের মত সেটিং করতে হবে।

দেখুন পার্থক্যটা এরকম দেখা যায় কি না:

ধাপ ৮: এখন text যোগ করতে হবে।এর জন্য Horizontal Type Tool, কলার #867f60 সিলেক্ট করে আপনি এই লেখাটি লিখতে পারেন অথবা আপনার ইচ্ছামত যেকোন লেথা লিখতে পারেন।

এখানে Trajan Pro (Bold, 50pt, Crisp) এই ফন্টটা ব্যবহার করা হয়েছে।তারপর লেয়ার মুড পরিবর্তন করে Multiply করা হয়েছে।

ধাপ ৯: Ctrl+J দিয়ে লেয়ারটা কে duplicate করে নিন এবং অপাচিটি ০% দিয়ে ফিল করুন। তারপর লেয়ার এর উপর double click করে Bevel and Emboss গিয়ে নিচের সেটিং গুলো করুন:

ঠিক দেখতে এরকম:

ধাপ ১০: এখন নতুন একটা লেয়ার নিন এবং সবগুলো লেয়ার একত্রে করে একটি করুন।তারপর লাইটং ইফেক্ট পরিবর্তন করার জন্য Eraser Tool সিলেক্ট করুন এবং একটি soft round brush নিন যার Diameter 200px, সেট আপ অপাচিটি 40%।

দেখতে এরকম হবে:

ধাপ ১১: এখন আমাদের টিউটোরিয়াটি সম্পন্ন হয়েছে। ধন্যবাদ সবাইকে..

Level 2

আমি ফজলুল করিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I design web experiences and build brands, it has to be for minimal, simple and interactive pixels


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার প্রথম টিউন অনেক সুন্দর হইছে।
আশা করছি সামনেও ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে।
আপনার জন্য শুভ কামনা রইল।

    Level 2

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।………

Level 0

ভাই অাপনার টিউনটি খুব ভাল হয়েছে। অাশা করি অাপনি এ ধরণের অারো টিউন পোষ্ট করেবন।
অামি নতুন ইউজার।

I like it!!!!!!!!!!!!!!

go ahead…………….

thanks for tunes