প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
Adobe Illustrator চেইন টিউন গুলো করতে মনে পড়ল একটি কভার ডিজাইন এর কথা, আর গুগল মামাকে কাজে লাগিয়ে পেয়ে গেলাম সুন্দর একটি ওয়েব সাইট যেখান থেকে বইয়ের / সিডি কভার সুন্দর করে তৈরি করা যায়, তো আসুন তৈরি করি নি। এভাবে আপনি একটি তৈরি করুন আপনার জন্য।
প্রথমে ফটোশপ চালু করে আপনার কভার গুলো তৈরি করে নিন। আমার মত করে।
এবার এখানে ক্লিক করে প্রবেশ করুন তাদের সাইটে। তাহলে নিচের মত আসবে।
Choose a cover বাটনে ক্লিক করে আপনার মেইড কভার টি দেখিয়ে দিন যেটি কিছুক্ষন ফটোসপে তৈরি করা হল।
Chooose a backside বেকসাইড কভার টি দেখিয়ে দিন।
Choose a book spine ফটোশপে তৈরি করা ২ নাম্বার ডিজাইন টি দেখিয়ে দিন।
তারপর Create 3d Box এ ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন। তাহলে নিচের মত দেখবেন সুন্দর একটি 3d কভার তৈরি হয়ে গেল যা আমরা ফটোশপে তৈরি করতে অনেক সময় লাগত।
এবার সেভ করার পালা দেখুন এখানে ৩টি সেভ ফাইলের ফরম্যাট আছে আপনার পছন্দের ফরম্যাট সিলেক্ট ক্লিক করুন।
এবার দেখুন কেমন হয়েছে আপনার ডিজাইন টি।
এভাবে আপনি সিডি বক্স ও তৈরি করতে পারবেন খুব সহজে।
আগামী পর্বের পর্যন্ত অপেক্ষা থাকুন, আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
দারুন হয়েছে ভাইজান।