প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমি ফটোশপ এর যাদু নিয়ে প্রায় ৫০ টিউন করে ফেলেছি, আর অনেকে আমাকে রিকোষ্ট করতেছে হোছাইন ভাই আপনি যদি আমাদের ইলাস্ট্রের সম্পর্কে ধারনা অথবা টেকটিউনসে এই নিয়ে চেইন টিউন করেন এতে আমরা সবাই উপকার হব। মাঝ পথে মনে করেছিলাম করব কিন্তু সময় এর অভাবে আর হয়ে উঠেনিয়, তো যারা গ্রাফিক্স এর মধ্যে থেকে Adobe Illustrator শিখতে চান তারা কিন্তু টিউমেন্ট এ জানাতে ভুলবেন না কারন আপনাদের মতামত এর ভিত্তিতে চালু করা হবে আমার Adobe Illustrator এর উপর টিউন গুলো। আর আমার জন্য দোয়া করবেন যেন নিয়মিত চেইন টিউন গুলো চালিয়ে যেতে পারি।
আপনি তো ফটোশপ ভাল জানেন তাই না? তাহলে শুরু করে দিন Adobe Illustrator এর কাজ আমার সাথে!!! আর ধৈর্য্য ধরে কাজ করতে হবে কিন্তু।
তো শুরু করা যাক আজকের পর্ব।
আজ আমরা সবাই Adobe Illustrator ইন্টারফেসের এর সাথে পরিচয় হব, কারন এগুলো জানলে আপনার ডিজাইন তৈরি করতে সহজ হবে।
নিচের চারটি টুল নিয়ে আমাদের ডিজাইন গুলো তৈরি হবে- আসুন জেনে নিই এ ৪টি জিনিস কি?
১। মেনুবারঃ সবার উপরে থাকে: মেনুবার - যেখানে অনেক মেনুতে ভাগ করা বিভিন্ন অপশন আছে, ডিজাইন করতে মেনুবার কাজে আসবে, যেমনঃ নতুন কিছু আঁকার জন্য নতুন ইমেজ নেয়া, ইমেজ ওপেন করা, সেভ করা, বিভিন্ন ইফেক্ট যোগ করা ইত্যাদি কাজ করতে পারবেন।
২। টুলবক্স – ফটোশপের মতনই বামদিকে থাকে টুলবক্স - এখানে বিভিন্ন টুল আছে যেগুলো দিয়ে আপনি ডিজাইনের কাজে ব্যবহার করা হবে।
টুলবক্স - অর্থাৎ টুলের বাক্স। এখানে বিভিন্ন টুল (বা হাতিয়ার) থাকে। প্রতিটি টুলের নির্দিষ্ট কাজ আছে। এই টুলগুলো আপনার আঁকাআঁকিতে সাহায্য করবে। প্রতিটা টুলের একেকটা আইকন আছে। আইকনগুলোর উপরে মাউস নিয়ে রাখলে টুলগুলোর নাম এবং কিবোর্ড শর্টকাট দেখাবে। আস্তে আস্তে আমরা টুলবক্স এর টুল গুলো সম্পর্কে বিস্তারিত জানবো, কোনটার কি কাজ।
৩। প্যলেট - ডানদিকে থাকে : প্যালেটসমূহ - এখানে ডিজাইনের বিভিন্ন কাজকে কাস্টোমাইজ করে সাজাতে এই প্যালেটগুলো ব্যবহার করা হবে।
৪। ক্যানভাস - মাঝখানে স্থানকে: ক্যানভাস বলে, - আর্টিস্টরা যে কাগজে আঁকে সেটাকে ক্যানভাস বলে। আর এই ক্যানভাসে ডিজাইনের কাজ করবেন আপনি।
ক্যানভাসে আপনার ডিজাইনের ফলাফল দেখতে পারবেন। আপনি ছবি ওপেন করলে একটি উইন্ডোর মধ্যে ছবিটা পাবেন।
আপনি যতগুলো ছবি খুলবেন প্রতিটার জন্য একেকটি উইন্ডো খুলবে। প্রতিটি উইন্ডোই একেকটি ক্যানভাস।
আগামী পর্বের পর্যন্ত অপেক্ষা থাকুন, আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভালো লাগলো, চালিয়ে যান…