ডিজাইনার হতে হলে শিখতে হবে [পর্ব-০১] :: Adobe Illustrator বেসিক ধারনা শিখে রাখুন (ডিজাইনার হলে কাজে আসবে)

ডিজাইনার হতে হলে শিখতে হবে

প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমি ফটোশপ এর যাদু নিয়ে প্রায় ৫০ টিউন করে ফেলেছি, আর অনেকে আমাকে রিকোষ্ট করতেছে হোছাইন ভাই আপনি যদি আমাদের ইলাস্ট্রের সম্পর্কে ধারনা অথবা টেকটিউনসে এই নিয়ে চেইন টিউন করেন এতে আমরা সবাই উপকার হব। মাঝ পথে মনে করেছিলাম করব কিন্তু সময় এর অভাবে আর হয়ে উঠেনিয়, তো যারা গ্রাফিক্স এর মধ্যে থেকে Adobe Illustrator শিখতে চান তারা কিন্তু টিউমেন্ট এ জানাতে ভুলবেন না কারন আপনাদের মতামত এর ভিত্তিতে চালু করা হবে আমার Adobe Illustrator এর উপর টিউন গুলো। আর আমার জন্য দোয়া করবেন যেন নিয়মিত চেইন টিউন গুলো চালিয়ে যেতে পারি।

আপনি তো ফটোশপ ভাল জানেন তাই না? তাহলে শুরু করে দিন Adobe Illustrator এর কাজ আমার সাথে!!! আর ধৈর্য্য ধরে কাজ করতে হবে কিন্তু।

তো শুরু করা যাক আজকের পর্ব।

আজ আমরা সবাই Adobe Illustrator ইন্টারফেসের এর সাথে পরিচয় হব, কারন এগুলো জানলে আপনার ডিজাইন তৈরি করতে সহজ হবে।
নিচের চারটি টুল নিয়ে আমাদের ডিজাইন গুলো তৈরি হবে- আসুন জেনে নিই এ ৪টি জিনিস কি?


১। মেনুবারঃ সবার উপরে থাকে: মেনুবার - যেখানে অনেক মেনুতে ভাগ করা বিভিন্ন অপশন আছে, ডিজাইন করতে মেনুবার কাজে আসবে, যেমনঃ নতুন কিছু আঁকার জন্য নতুন ইমেজ নেয়া, ইমেজ ওপেন করা, সেভ করা, বিভিন্ন ইফেক্ট যোগ করা ইত্যাদি কাজ করতে পারবেন।

২। টুলবক্স – ফটোশপের মতনই বামদিকে থাকে টুলবক্স - এখানে বিভিন্ন টুল আছে যেগুলো দিয়ে আপনি ডিজাইনের কাজে ব্যবহার করা হবে।

টুলবক্স - অর্থাৎ টুলের বাক্স। এখানে বিভিন্ন টুল (বা হাতিয়ার) থাকে। প্রতিটি টুলের নির্দিষ্ট কাজ আছে। এই টুলগুলো আপনার আঁকাআঁকিতে সাহায্য করবে। প্রতিটা টুলের একেকটা আইকন আছে। আইকনগুলোর উপরে মাউস নিয়ে রাখলে টুলগুলোর নাম এবং কিবোর্ড শর্টকাট দেখাবে। আস্তে আস্তে আমরা টুলবক্স এর টুল গুলো সম্পর্কে বিস্তারিত জানবো, কোনটার কি কাজ।
৩। প্যলেট - ডানদিকে থাকে : প্যালেটসমূহ - এখানে ডিজাইনের বিভিন্ন কাজকে কাস্টোমাইজ করে সাজাতে এই প্যালেটগুলো ব্যবহার করা হবে।

৪। ক্যানভাস - মাঝখানে স্থানকে: ক্যানভাস বলে, - আর্টিস্টরা যে কাগজে আঁকে সেটাকে ক্যানভাস বলে। আর এই ক্যানভাসে ডিজাইনের কাজ করবেন আপনি।

ক্যানভাসে আপনার ডিজাইনের ফলাফল দেখতে পারবেন। আপনি ছবি ওপেন করলে একটি উইন্ডোর মধ্যে ছবিটা পাবেন।

আপনি যতগুলো ছবি খুলবেন প্রতিটার জন্য একেকটি উইন্ডো খুলবে। প্রতিটি উইন্ডোই একেকটি ক্যানভাস।
আগামী পর্বের পর্যন্ত অপেক্ষা থাকুন, আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো, চালিয়ে যান…

হ… ভাই আপনার এই বস্তা টিউনগুলা সত্যিই খুব কাজের… আপনি মনে হয় টিউন করার জন্য এক্কেবারে মুখিয়ে থাকেন? যাই হোক এই টিউনটি করার আগে একবার হলেও খোজ নিয়েছিলেন অ্যাডোবি তার কততম সংস্করণ রিসেন্টলী আপডেট দিয়েছে? আমার মতে আপনি সকল বিষয়ে বিজ্ঞ একটা লোক… এবং টিউন দিয়ে আপনি প্রমাণ করলেন, আপনি একজন মহান ডিজাইনার চালিয়ে যান, তবে আমার ভাল লাগেনি মানে আপনার টিউনগুলা “(ডিজাইনার হলে কাজে আসবে)” :পি

    @রাজার রাজা: জানি ভাই কোন কোন ভার্সন এখন জনপ্রিয় বা বের হয়েছে বা বের হচ্ছে @ সব ভার্সনই কাজ একই ! তবে কিছু কাজ মডিফাই করা হয়েছে, আপনার ভাল লাগুক আর নাই লাগুক তা নিয়ে আমার কিছু যায় আসে না। ডিজাইন করতে জানলে এই সফটটি যথেষ্ট । @ ধন্যবাদ টিউমেন্ট এর জন্য।

      @হোছাইন আহম্মদ: বোকার মত কথা বললেন, ভাই আর হইলেন সেন্ট্রি। সব ভার্সনে একই কাজ? তাহলে সফটওয়্যার কিংবা অপারেটিং সিস্টেমই বলেন; নিয়মিত আপডেট দেয়া হত না । আশা করছি আপনি এই লিংকটাতে গিয়ে চোখ বুলিয়ে নিবেনঃ http://www.adobe.com/products/illustrator/features.html এখানে পরিষ্কার করে বলা আছে কি কি ফিচার যোগ করা হয়েছে ইলাসট্রেটরের নতুন ভার্সনে। তো এখন কথা হচ্ছে… আপনি একজন নিয়মিত টিউনার আর ডিজাইনার। আপনারে ডিজাইন শেখাবার ইচ্ছে আমার নাই। আপনি টিউন করেন আমার ভাল লাগল না বা সেটা যুগের সাথে উপযুক্ত না তো আমি বলতেই পারি এটা আমার ভাল লাগেনি। আর অবশ্যই আপনার কিছু যায় আসে কারণ টেকটিউনস শুধু আপনার একার নয় কিংবা আপনার টিউন আপনি শুধুই একাই পড়েন। আশা করছি ভাল বিষয় নিয়ে ভাল টিউন করবেন, লাইক দিব মাস্ট।

        @রাজার রাজা: আমি বলি নাই যে সব এক, আমি বললাম মডিফাই করা হয়েছে আরে ভাই মডিফাই না হলে তো আপডেট হত না, জানি আপডেট ভার্সন এর অনেক ফিচার আছে, থেকে লাভ কি, যাদের পিসির কনফিগারেশন কম তাদের জন্য এই আপডেট ভার্সন গুলো অনেক স্লো করে দেয় পিসি, আমি সব ভার্সন ব্যবহার করি এবং কি যতই জায়গায় ডিজাইনার দেখলাম সবাই এই Adobe Illustrator ১০ সফটটি ব্যবহার করে। আমার কাছে আপডেট ভার্সন থেকে এই সফট টি অনেক দ্রুত কাজ করে এবং কি করতে পারি@ সবার পছন্দ তো আর এক না আমি ইনশাআল্লাহ আপডেট যত ভার্সন আসবে সবগুলো কাজই করে দিতে পারব কারন আমি Adobe Illustrator ১০ ভাল ভাবে আয়ত্তে করেছি।

          @হোছাইন আহম্মদ: আপনি এই লিংকে গিয়ে দেখেন আমি কিছু গ্রাফিক রিভারের প্রোডাক্ট কিনেছিঃ http://awesomescreenshot.com/0eb4q8o353 এখান প্রোডাক্ট গুলারে ওপেন করার জন্য ডিজাইনার দেখেন কি বলছে এই লিংকেঃ http://awesomescreenshot.com/04c4q8qpdc মিনিমাম পটোশপ কিংবা ইলাসট্রেটর ভার্সন হইতে হবে CS আর মোডিফাই কি বুঝলাম না। আপডেট হল আপডেট… সেখানে সফটওয়্যারের ইউ আই চেঞ্জ করা হয়, করা আরো বেশি ফার্স্ট, কর্ম উপযোগী ইত্যাদি…????!!!!

    @রাজার রাজা:
    ভাই একজনকে উৎসাহিত করতে না পারেন, নিরুৎসাহিত করছেন কেন!? উনি যাই জানেন (সেটা আপডেটেড হোক, অথবা নন-আপডেটেড) অন্ততঃ শেয়ার করছেন। আপনার যোগ্যতা থাকলে আপনি লেস্টেড সফটওয়্যার ব্যবহার করে শিখুন, টিউটোরিয়াল বানান, আপনাকে কেউ নিষেধ করেছে? মানসিকতাটাই আসল।

    অন্যকে শিখানোর জন্য একজন নিজের যোগ্যতা অনুযায়ী টিউন করেছেন, আরেকজন এসে সেই টিউন পড়ে তাকে ধন্যবাদ না দিয়ে উল্টো তিরস্কার করছেন – আপনিই বলুন কার মানসিকতা উন্নত?

      @মুসফিক ফাহাদ: ধন্যবাদ @ কিছু লোক আছে ভাই তাদের মুখ দিয়ে যা আসে তা বলে দেয় কিন্তু কাজের বেলায় কিছুই নাই এমন অনেক দেখেছি এবং দেখছি আপডেট ভার্সন দিয়ে অনেক কিছু করে ফেলেছে @ আর যদি বলি ভাই আমাদের কিছু শেখান তখন বলবে আমি কিছুই জানি না । এই হল তাদের শেখা।

        @হোছাইন আহম্মদ:
        ভাই আপনি চালিয়ে যান ইনশাল্লাহ্‌, উদ্যম হারাবেন না। “পাছে লোকে কিছু বলে”, কথাটা মনে রাখবেন। জ্ঞান বিতরণের এ যাত্রায় আল্লাহপাক আপনাকে সফল করুন, আমীন! 🙂

        @হোছাইন আহম্মদ: আর আপনি আপনার এইসব ফাউল জিনিস চালিয়ে যান আমি আপনার সাথে আছি। আমি কি পারি বা না পারি তা নিয়ে ভাববার দরকার নাই, আপনি কতটুকু পারেন বা কতটুকু জানেন সেটা ভাবেন তাহলে আরো্ ভাল কিছু শিথতে পারবেন।

      @মুসফিক ফাহাদ: মানসিকতা কি জিনিস সেইটা আপনি আমারে শেখান… এই জিনিসটি আপনার মাঝে অতিমাত্রায় বর্তমান। তো আমার কমেন্টস গুলা মনে হয় আপনি ভালভাবে পড়েননি আরে ভাই সর্ব বিষয়ে পরদর্শী আমাদের হোছাইন ভাইকে বললাম; আপনি আপডেট সফটওয়্যার দিয়ে টিটোরিয়াল বানান তাইলে আমার মত যারা নতুন ডিজাইন হবার অভিপ্রায়ে এইখানে ডু মারে তারা কিছু শিখতে পারবে।ঐ পুরানো জিনিসে আপনি ইমেজ ট্রেস পাবেন? না পাবেন ৩ডি রেন্ডার করার সুবিধা। তো তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন আর আপনি আমারে মানসিকতা শেখান।মানসিকতা কি জিনিস ভাই আবার বলছি… আপনি পোস্ট করলেন তো সেটাকে আমি ভাল বা মন্দ বলতেই পারি কিংবা তার খেকে ভাল কিছু জানলে সেটা শেয়ার করতে এটাই তো কমেন্টসের নিয়ম নাকি? বস্তা পচা পোস্ট দিয়ে টিটিরে ভরে ফেলছে তো সেটা খারাপ বলেছি তো আপনি আমার শেখান মানসিকতা :পি

        @রাজার রাজা:
        ভাই, আপনার চাপার জোরের মত যদি আপনার মানসিকতাটাও উন্নত হত, খুশি হতাম। আমি যা বুঝাতে চেয়েছি সেটা বুঝার মত মানসিকতা আপনার নেই, তাই চেষ্টা ক্ষান্ত দিলাম। এবার অপমানের পালা, যেটার আপনি যোগ্য… আপনার মত নেতিবাচক মানুষদের জন্যেই পৃথিবীটা মাঝে মাঝে অসুন্দর ঠ্যাকে, যারা সবসময় গ্লাস অর্ধেক খালি দেখে, ভরা দেখে না… বাংলা ভাষায় মাগনা মাগনা শিখাচ্ছে তো, মজা লাগে না! লিন্ডা-টুটপ্লাসের ভিডিও টরেন্ট থেকে চুরি করে ডাউনলোড করে দেখতে খুববব মজা লাগে, তাই না? তবে তাই শিখুন, এখানে এসেছেন কেন? এখানে সবাই আপনাকে ‘লেটেস্ট’ ভার্সনের টিউটোরিয়াল বানিয়ে ‘জ্ঞান’ গলাধঃকরণ করিয়ে দেয়ার জন্য বসে নেই! আপনার চেয়ে প্রায় অর্ধেক সময় ধরে টেকটিউনসে আছি, তাও একটা পোস্ট লিখেছি, আপনার প্রোফাইল তো ভাই গড়ের মাঠ! মিয়া খালি ফয়দাই লুটলেন (তাও মাগনা), কিছু তো আর দিতে পারলেন না! @হোছাইন আহম্মদ ভাইয়ের টিউন তো টেকটিউনসের ফার্স্ট পেজে জায়গা পায়, আপনার জায়গাটা কোই!? এই নাদান বান্দার তা জানতে বড়ই মন চায়! 😛 আকামের ঢেঁকি!

          @মুসফিক ফাহাদ: আমিও ক্ষান্ত দিলাম… জীবনে মাগনা নিয়েছি একটা জিনিস সেটা হচ্ছে নিউরিলিক এপিআই ইনস্টল দিয়ে টুটপ্লাসের ১ বছের সাবক্রিপশান আর সব টাকা দিয়ে কেনা। কামের ঢেঁকি কাম করেন যান… কি বলছি না বুঝে বেকুবের সাথে বেকুবগীরি আপনি ___ লাগেন তো তাই আপনি জানেন আমি কোথা টরেন্টে কি ডাউনলোড করি।:P 😛 😛 বোধ দিয়ে চিন্তা করেন আর কমেন্টস করেন।

দারুন ভাই , চালিয়ে যান সাথে আছি । ভাই একটা প্রশ্ন , আমি ফটোশপ বা ইলাস্ট্রেটর একদমই পারি না , এই ফটোশপ আর ইলাস্ট্রেটর এ দুয়ের মদ্ধে পার্থক্য কি ?

    @Ashikur Rahman Tomal: সাথে থাকুন আর আমার টিউন গুলো ফলো করুন @ একটি ডিজাইন খেয়াল করবেন তার মধ্যে ছবি এবং লেখা থাকে মোটকথা ডিজাইন গুলো লেখা আর ছবি দিয়ে হয় তো আমরা ছবি এর কাজ গুলো ফটোশপে করব আর লেখা গুলোর কাজ ইলাস্ট্রেটর এ করব। মোটকথাঃ ফটোশপ ছবির কাজে এবং ইলাস্ট্রেটর লেখার কাজে ব্যবহার করা হয়। আপনি ইচ্ছা করলে ফটোশপে ও লিখতে পারেন কিন্তু ফাইনাল আউটপুটে লেখা তেমন ভাল আসবে না। তাই ইলাস্ট্রেটর ব্যবহার করা @ ধন্যবাদ আর কিছু অজানা থাকলে বলতে পার।

Level 0

আল্লাহর নামে শুরু করে দিন আমরা আপনার সাথে আছি।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।