ভিডিও টিউটরিয়াল বানিয়েছেন? অথবা যেকোন ভিডিওতে আপনার ছবি অথবা নাম দেখতে চান? তাহলে এবার আপনার সাধের ভিডিওতে আপনার ছবি অথবা লেখা দিয়ে ওয়াটার মার্ক দিন শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ টিউটরিয়াল সাথে থাকছে ৩৫ ডলার মূল্যের ওয়াটার মার্ক দেওয়ার সফটওয়ার একদম ফ্রি! তবে আর দেরি কেন? [মেগা টিউন]

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ -

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

কিছুদিন আগে টেকটিউনসে আমার এই [ আসুন জেনে নেই বিভিন্ন ভিডিও কনটেইনার ফরমেট (FLV, MKV, AVI, MOV, MP4, WMV, MPG) এবং ভিডিও Codec আসলে কী? কেন এবং কিভাবে এগুলো ব্যবহার করবো এবং আমাদের জন্য কোনটা উপযোগী? [মেগা টিউন] ] টিউনটি প্রকাশিত হওয়ার পর কয়েকজন টিউমেন্টের মাধ্যমে এবং অনেকেই ফেসবুকে আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে একটি একটি ভিডিওতে আপনার কাঙ্খিত লেখা প্রদর্শন করবেন। আপনাদের অনুরোধের প্রেক্ষিতেই আমার আজকের টিউনটি। তাছাড়া আজকাল অনেকেই ভিডিও টিউটরিয়াল তেরী করছে, তাদের ভিডিওগুলোকে প্রটেকটেড রাখার জন্যও ওয়াটার মার্ক প্রয়োজন। তাই আজ আমি আপনাদের একদম হাতে ধরে শেখাবো কিভাবে আপনি একটি ছবি অথবা টেক্সট দিয়ে একটি ভিডিওতে ওয়াটার মার্ক দিবেন। আর টিউনের শুরুতেই থাকছে ওয়াটার মার্ক দেওয়ার জন্য ৩৫ ডলার মূল্যের একটি সফওয়ার একদম ফ্রি। চলুন তাহলে শুরু করা যাক।

WonderFox Video Watermark Full

আপনি প্রথমেই নিচের ডাউনলোড লিংক থেকে WonderFox Video Watermark সফটওয়ারটি ডাউনলোড করে নিন।

Wonderfox Video Watermark | Size 16MB

ডাউনলোড শেষ করার স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন এবং Full ভার্সনের জন্য জিপ ফাইলে দেওয়া ’সিরিয়াল কি’ ব্যবহার করুন।

যেভাবে একটি ভিডিওতে টেক্সট ওয়াটার মার্ক দিবেন

সফওয়ারটি চালু করার সাথে আপনি নিচের মতো চিত্র দেখতে পাবেন।

এখন চিহিৃত স্থানে ক্লিক করে আপনার কাঙ্খিত ভিডিওটি ওপেন করুন।

আপনার ভিডিওটি সিলেক্ট হয়েছে কিনা নিশ্চিত হয়ে বৃত্ত চিহিৃত Add Text অপশনে ক্লিক করুন। তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন।

এবার নিচের চিত্রের মতো করে দেখানো জায়গায় আপনার কাঙ্খিত টেক্সট লিখুন। যেমন আমি আমার নাম লিখেছি। আপনি অপশনগুলো থেকে কিছুটা কাস্টমাইজ করতে পারবেন। কাজ শেষে Add বাটন ক্লিক করুন।

যেভাবে দিবেন টেক্সট ইফেক্টঃ

টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য আপনি ফন্ট অপশনে ক্লিক করুন। তারপর নিচের মতো উইন্ডো প্রদর্শিত হবে।

এখন আপনি কাঙ্খিত ইফেক্ট দিতে পারেন। জেনে রাখা ভালো যে চিহিৃত Distorted Text অপশন থেকে আপনি আপনার টেক্সটকে গোলাকার করতে পারবেন। শেষ হলে OK বাটন চেপে বেরিয়ে আসুন।

যেভাবে ইমেজ দিয়ে ভিডিওতে ওয়াটার মার্ক দিবেন

ছবি দিয়ে ওয়াটার মার্ক দিতে হলে নিচের চিত্রের মতো Add Image অপশনে ক্লিক করুন।

এখন নিচের চিত্রের মতো করে ব্রাউজ অপশন থেকে আপনার কাঙ্খিত চিত্রটি নির্বাচন করুন। এবং Add বাটন টি চাপুন।

আপনার চিত্রটি নির্বাচিত হয়েছে। এখন আপনার প্রয়োজন ছবিটাকে রিসাইজ করে নির্দিষ্ট জায়গায় বসানো। নিচের ছবিতে দেখানে জায়গা হতে আপনি ছবিটাকে রিসাইজ করুন এবং বামপাশে ভিডিওর উপরে ছবিটিতে মাউস ক্লিক করে ড্রাগ এন্ড ড্রপ করে আপনার ইচ্ছামতো জায়গাতে প্লেস করুন।

যেভাবে ডাইনামিক ইমেজ এবং সাবটাইটেল ইফেক্ট দিবেন

“Add Key” বাটনের সাহায্যে আপনি ইমেজ বা সাবটাইটেল ইফেক্ট দিতে পারবেন। এর জন্য নিচের চিত্রে দেখানো জায়গাতে “Add Key” বাটন ক্লিক করুন এবং কখন আপনার কাঙ্খিত ইফেক্ট চান তার সময় নির্ধারণ করুন।

যেভাবে বিভিন্ন শেপ ব্যবহার করবেন

আপনি যদি আপনার ভিডিওতে কিছু শেপ এড করতে চান তাহলে নিচের মতো করে Add Shape অপশনে ক্লিক করুন।

এবার নিচের দেখানো জায়গায় ইচ্ছেমতো শেপ দিয়ে দিন। এবং কাজ শেষে OK বাটন চেপে বের হয়ে আসুন।

ভিডিওতে দিন এক্সট্রা ইফেক্ট

আপনি চাইলে ভিডিওটিতে এক্সট্রা কিছু ইফেক্ট যোগ করতে পারবেন। খুব সাধারন কিছু ইফেক্ট যেমন ব্লার ইফেক্ট, কন্ট্রাষ্ট, ব্রাইটনেস, নোইস রিডাকশন সহ আরো কিছু ইফেক্ট খুব সহজেই যোগ করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি।
প্রথমে নিচের চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।

এখন নিচের মতো উইন্ডো আসবে। কাজ তো শেষ। সামান্য ফটোশপ ও যদি কোনদিন ব্যবহার করে থাকেন তাহলে ইফেক্টগুলো খুব সহজেই দিতে পারবেন।

ফাইনালাইজিং এন্ড আউটপুট সেটিং

যতোটুকু দেখিয়েছি ততোটুকু কাজ যদি শেষ করে থাকেন (আমার ধারনা আপনার এর চাইতে বেশি কিছু করেছেন) তাহলে চিত্রের মতো করে Run বাটন চাপুন।

Run বাটন চাপার পর নিচের মতো উইন্ডো আসবে। এখন আপনার ভিডিওটি কোথায় রাখবেন কোন ফরমেট এ রাখবেন বা এনকোডিং এ কোন পরিবর্তন আনবেন কিনা এগুলো ঠিক করে নিন। কি ধরনের ফরমেট ব্যবহার ভালো এটা দেখার জন্য টিউনের শুরুতে আমার পূর্বের একটা টিউনের লিংক দিয়েছি সেটা দেখে দিন।

কাজ শেষ প্রায় শেষ। নিচের দিকে ছোট করে যে Run বাটন এবার সেটা চাপুন এবং অপেক্ষা করুন। এখন আপনার ভিডিও প্রটেক্টেড।
ওহ! আর একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা একসাথে অনেক গুলো ভিডিওতে এই ভাবে ওয়াটারমার্ক এবং ইফেক্ট দিতে পারবেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি.

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড করে দেখি @ ধন্যবাদ কাজে আসবে।।

    @হোছাইন আহম্মদ: অনেক ধন্যবাদ হোসাইন ভাই। কেন জানিনা আমার টিউনে আপনার কমেন্ট দেখলে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। আজ তাও আবার প্রথম টিউমেন্ট!

Level 0

চমৎকার এই পোস্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।অনেক দিন ধরেই আমি এরকম কিছু খুঁজছিলাম।

1ta BRRIP movie convert korte kotokhon somoy lagbe

Level 0

thnks , amar website er jonno video bananao lagte pare . 🙂
http://loltrollvideo.blogspot.com/

এই সফট টি আমি অনেকদিন থেকেই ইউস করছি । এককথায় অসাধারন সফট । তবে আপনি টিউটোরিয়াল টা খুব সুন্দর লিখেছেন । আগেরটার থেকেও ভাল লাগল ।

Level 0

ধন্যবাদ, ভাইয়া আমাকে অটোমিক মেইল ভেরিফাইয়ার আর সেন্ডার এর ফোল ভারসন সফটারের লিংক দিতে পারবেন? বড় উপকার হত।

    @Faruqe: এরকম কিছু আমি ব্যবহার করিনি। তবে মজিলা থান্ডারবার্ড ব্যবহার করে দেখতে পারেন। হয়তো আপনি যা চান তা পেয়ে যেতে পারেন।

এটা কেমন দ্রুত কাজ করে ?
Xilisoft Video Converter Ultimate দিয়ে করলে যেমন হয়, তার থেকে দ্রুত হবে তো ?

    @SAHEB BISWAS: ভালোই কাজ করে। তবে আপনি ব্যবহার করলে নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

aber o ja dekhailen vaia…
vaia arekta kotha after effect soft kothay pete pari? CD te paua jabe kothay?

    @moner antor: যেকোন সিডির দোকান থেকে এডোবির মাস্টার কালেকশন কিনলে তার মাঝেই পাবেন। আর ডাউনলোড করতে চাইলে টরেন্ট সাইটে খুঁজ নিতে পারেন।

      @সানিম মাহবীর ফাহাদ: tnx

Level 0

ভাই এ দেই tex চলন্ত করে sev হবে ?

ভাইয়া আপনার কাছে কি IP ADDRESS হাইড করার সফটওয়্যার আছে? থাকলে দিবেন প্লিজ।

    @রুমান: গুগলে সার্চ করেন Hide IP Easy 94fbr লিখে। আশা করি পেয়ে যাবেন। না পেলে টরেন্ট সাইটগুলোতে সার্চ করেন। শতভাগ পেয়ে যাবেন।

      @সানিম মাহবীর ফাহাদ: ধন্যবাদ

ধন্যবাদ

টিউনমেন্ট করলাম তো ১ মিনিটে। কিন্তু একটি মানসম্মত টিউন করতে কখনোও ৪-৫ ঘন্টাও লেগে যায়।
এত পরিশ্রম করে ফাহাদ ভাইকে এই টিউনমেন্ট দিয়ে ছোট্ট এক সান্তনা।
তবে আপনার দেওয়া গানটা খুব ভালো। তাই আরেকটা Thanks….

ধন্যবাদ ফাহাদ ভাইকে।

Be Continue ……………….

    @আতিকুর রহমান সোহেল: টিউন করতে যতো কষ্ট হোক, কেউ যদি কমেন্ট করে যে টিউনটি থেকে সে উপকৃত হয়েছে তাহলে এ কষ্টগুলোকে সুখ মনে হয়। কেউ কয়েক সেকেন্ড সময় নিয়ে একটা ধন্যবাদ দিলেও অসম্ভব ভালো লাগে। ধন্যবাদ আতিক, তোমার টিউমেন্ট দেখে ভালো লাগলো।

@সানিম মাহবীর ফাহাদ:ধন্যবাদ,অসাধারণ একটি সফটওয়্যার শেয়ার করার জন্য।

আমি যদিও আগে থেকেই জানি , তবুও বলি ভালো লিখেছেন । চালিয়ে যান ……………….

    @ইখতিয়ারউদ্দীন: আপনার টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ ইখতিয়ারউদ্দীন ভাই।

অনেক সুন্দর টিউন-ধন্যবাদ

    @কবির রায়হান: আপনাকেও ধন্যবাদ রায়হান ভাই অনেক সুন্দর একটি মন্তব্যের জন্য।

Level 2

অনেকদিন থেকেই খুঁজছিলাম এটা। অনেক ধন্যবাদ

ধন্যবাদ ভাই অনেক সুন্দর হইছে

ভাই সেরিয়াল কী কাজ করে না। প্লজ কি থাকলে দেন।