থ্রিডি স্টুডিও ম্যাক্স শিখুন সহজে !! ভিউপোর্ট ও ভিউপোর্ট নেভিগেশন কন্ট্রোল বাটনের পরিচিতি (থ্রিডি স্টুডিও ম্যাক্স পর্ব ৫)

সবাই কেমন আছেন ? মনে হয় ভাল !! যাই হোক আমি কিছু দিন হতে থ্রিডি স্টুডিও ম্যাক্স নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল লিখ ছিলাম । তবে মাঝে পরীক্ষা থাকায় নিয়মিত হতে পারি নি। তবে এবার একটা খুসি কথা বলি , সেটা হল হটাৎ আমার বাকী পরীক্ষা একটি বিশেষ কারনে স্থাগিত করা হয়েছে । যাই হোক এবার আর একটু ভাল ভাবে পরীক্ষার পিপারেশন নিতে পারবো মনে হয় ।

তো কথা না বারিয়ে আজ কের টিউন এর মুল প্রসজ্ঞে আসা যাগ। আজ আমি আপনাদের সাথে থ্রিডি স্টুডিও ম্যাক্স এর প্রধান একটি একটিভ ভিউপোর্ট  ও ভিউপোর্ট  নভিগেশন কন্ট্রোল সম্পর্কে বিস্তারিত লিখার চেস্টা করবো।

একটিভ ভিউপোর্ট কি ?

থ্রিডি স্টুডিও ম্যাক্স এর প্রযোজনীয় কার্যবলী যে জায়গায় করা হয় তাকে ভিউপোর্ট  বলে। অর্থাৎ ভিউপোর্ট  হল থ্রিডি স্টুডিও ম্যাক্স এর এডিটিং এরিয়া। থ্রিডি স্টুডিও ম্যাক্স সফ টা রান করার পর যে চার কোনার ৪ টা বক্স আপনারা দেখেতে পান তাকে বলে ভিউপোর্ট  । যারা বুঝতে পারছেন না তারা নিচের চিত্র টা দেখুন।

এই ৪টি চার কোনার ৪ টা বক্স নাম আছে নামগুল হল:

  • টপ ভিউপোর্ট  (Top Viewport )
  • লেফট ভিউপোর্ট  (Left Viewport)
  • ফর্ন্ট ভিউপোর্ট  ( Front Viewport)
  • দৃশ্যমান ভিউপোর্ট  (Perspective Viewport)

এখানে উপর , বাম , ও নিচের  অংশ দেখার জন্য যথাক্রমে টপ ভিউপোর্ট  (Top Viewport ) ,লেফট ভিউপোর্ট  (Left Viewport) ,ফর্ন্ট ভিউপোর্ট  ( Front Viewport) গুলো ব্যবহার করা হয় । আর অবজেক্ট গুলো কে থ্রি ডাইমেনশনাল আকৃতি দেখাতে দৃশ্যমান ভিউপোর্ট  (Perspective Viewport) ব্যবহার করা হয় । দৃশ্যমান ভিউপোর্ট  (Perspective Viewport) তে অবজেক্ট সমূহের ত্রিমাত্রিক উপস্থাপনা প্রদশির্ত হয় বলে আমরা অবজেক্ট সম্পর্কে সহজেই ধারনা পাই।

ভিউপোর্ট  নেভিগেশন কন্ট্রোল কি?

এডিটিং উইন্ডো এর নিচে ডানপাশে যে সকল বাটন থাকে তাদের ভিউপোর্ট  নভিগেশন কন্ট্রোল বাটন বলে । ভিউপোর্ট এ বিভিন্ন উপস্থাপনার কাজে এই বাটন গুলো কাজ করে। নিচের চিত্র টা দেখুন ।

এখানে চার টা অংশ থাকে তাদের নাম হলঃ

  • এনিমেশন কন্ট্রোল
  • পারসপেক্টিভ কন্ট্রোল
  • ক্যামেরা কন্ট্রোল
  • লাইট ভিউপোর্ট কন্ট্রোল

এখানে এনিমেশন তৈরি সময় এই এনিমেশন কন্ট্রোল কাজে লাগবে , এটি টাইম কন্ট্রোল বাটন এর একটি অংশ । এটা দিয়ে এনিমেশন্ এর বিভিন্ন কার্য ব্যবস্থা নিয়ন্ত্রন করা হয়। এনিমেশন তৈরি , এর ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে কন্ট্রোল  বাটন সাথে অন্যান্যা এনিমেশন বাটন সমূহ গুরুতপূর্ণ ভুমিকা পালন করে ।

অন্যান্য টিউটোরিয়াল গুলোঃ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমাকে 3d studio max যে ভার্সনটি ফুল ভার্সন আছে সেই ভার্সনের ডাউনলোড লিংক দিতে পারবেন ?

ধন্যবাদ । পরীক্ষা কেমন দিলেন ?

চালিয়ে যান।

বুঝা যাচ্ছে পরিক্ষা নিয়ে খুব ব্যাস্ত দোয়া করি তোমার পরিক্ষা তোমার প্রত্যাশা অনুযায়ী যেন ভাল হয়,
খুবই ভাল টিউন তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিক্ষার ব্যাস্ততার মাঝেও আমাদের একটি ভাল টিউন উপহার দেয়ার জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

অনেক ভাল লাগলো ভাই আপনার টিউন টি ধন্যবাদ ভাই এভাবেই চালিয়ে যাবেন

Level 0

image gulo pacce na abong tobe valo legece 2.3. link gulo dekte caile error dekhai