সবাই কেমন আসেন, মনে হয় ভাল । আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স এর গত ৩ পর্বে থ্রিডি স্টুডিও ম্যাক্স এর প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার , এডিটিং উইন্ডো ও মেনুবার নিয়ে আলোচনা করেছি । আজ আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স এর সবচেয়ে গুরুত্তপূর্ন এডিটিং উইন্ডো কমান্ড প্যানেল নিয়ে আলোচনা করবো ।
থ্রিডি স্টুডিও ম্যাক্স এর সবচেয়ে গুরুত্তপূর্ন প্যানেলটি নাম হচ্ছে কমান্ড প্যানেল । কমান্ড প্যানেলে অবস্থিত বিভিন্ন প্যানেলগুলোর মধ্যেই এই সফটওয়্যারের এর যাবতীয় কার্যবলি সম্পাদন করা যায় এখানে সর্বমোট ৬টা ইউজার ইন্টারফেসের এর সাহায্যে কমান্ড গঠিত । ইউজার ইন্টারফেস গুলো হচ্ছেঃ
এবার এই ইউজার ইন্টারফেস গুলো কোন টা কি কাজ করে তার বর্ননা দেয়া হল ।
থ্রিডি স্টুডিও ম্যাক্স এর ভিউপোর্ট এ বিভিন্ন ধরনের অবজেক্ট বানাতে Create প্যানেল এর ব্যবহার হয় । ভিউপোর্ট এ বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি ও সম্পাদনে Create প্যানেল ইন্টারফেস টি বিষেশ ভাবে কাজ করে । এই ইন্টারফেসটিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি বিদ্যমান । এখানে প্রতিটি ক্যাটাগরি এ এক বা একাধিক অবজেক্ট তাইপ রয়েছে। Create প্যানেল ইউজার ইন্টারফেসটিতে যেসব ক্যাটাগরির অবজেক্ট রয়েছে সেগুলো হচ্ছে-
কমান্ড প্যানেলের আর একটি ইন্টারফেস হল Modify প্যানেল । Create প্যানেল এর তৈরি সকল অবজেক্ট কে পরিবর্তন , পরিবর্ধন ইত্যাদি এই ইন্টারফেস করে থাকে । Create প্যানেল এর মত সমান সংখক অবজেক্ট আছে । আপনি যখন Modify প্যানেল এর উপর ক্লিক করবেন তখন এই অবজেক্ট গুলো প্রদর্শিত হবে। একটা বিষয় উল্লেখ না করলেই নয় যে , আপনি যদি ভিউপোর্ট এ কোন অবেজেক্ট তৈরি করে না থাকেন , বা অবেজেক্ট সিলেক্ট করে না থাকেন তা হলে এই অবজেক্ট সমূহ কাজ করবে না।
কমান্ড প্যানেলের আর একটি ইন্টারফেস হল Hierarchy প্যানেল। Create প্যানেল এর তৈরি সকল অবজেক্ট কে পরিবর্তন , পরিবর্ধন ইত্যাদি এই ইন্টারফেস করে থাকে । Create প্যানেল এর মত সমান সংখক অবজেক্ট আছে । আপনি যখন Hierarchy প্যানেল এর উপর ক্লিক করবেন তখন এই অবজেক্ট গুলো প্রদর্শিত হবে।
কমান্ড প্যানেলের আর একটি ইন্টারফেস হল Motion প্যানেল। Create প্যানেল এর তৈরি সকল অবজেক্ট কে বিভিন্ন ভাবে সচল , পরিচালন করা ইত্যাদি এই ইন্টারফেস করে থাকে । Create প্যানেল এর মত সমান সংখক অবজেক্ট আছে । আপনি যখন Motion প্যানেল এর উপর ক্লিক করবেন তখন এই অবজেক্ট গুলো প্রদর্শিত হবে।
কমান্ড প্যানেলের আর একটি ইন্টারফেস হল Display প্যানেল । Create প্যানেল এর তৈরি সকল অবজেক্ট কে বিভিন্ন ভাবে উপস্থাপন বা প্রদর্শন ইত্যাদি এই ইন্টারফেস করে থাকে । Create প্যানেল এর মত সমান সংখক অবজেক্ট আছে । আপনি যখন Display প্যানেল এর উপর ক্লিক করবেন তখন এই অবজেক্ট গুলো প্রদর্শিত হবে।
কমান্ড প্যানেলের আর একটি ইন্টারফেস হল Utilities প্যানেল। Create প্যানেল এর তৈরি সকল অবজেক্ট কে বিভিন্ন ভাবে উপস্থাপন বা প্রদর্শন ইত্যাদি এই ইন্টারফেস করে থাকে । Create প্যানেল এর মত সমান সংখক অবজেক্ট আছে । আপনি যখন Utilities প্যানেল এর উপর ক্লিক করবেন তখন এই অবজেক্ট গুলো প্রদর্শিত হবে।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
Like.
(লাইক বাটন নাই তো কি হইছে ? এভাবেও like দেয়া যায়। )