সবাই কেমন আছেন? মনে হয় ভাল ? আমিও ভাল !!
সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা তাই পড়া শুনা নিয়ে একটু বিজি । তারপর সময় পেলে লিখতে বসে যাই কম্পিউটার এর সামনে । আসলে যারা একবার বাংলা ব্লগিং এর মজা একবার পেয়েছে তারা এ বিষয় টা থেকে সহজে দূরে থাকতে পারে না , যেমন আমি । যাই হোক ভুমিকা না বারিয়ে আজকের টিউন প্রসজ্ঞে আসা যাগ।
আপনারা জানেন আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করেছি ( অবশ্য ফাইনাল পরিক্ষার ব্যস্তার জন্য ধারাবাহিক হয়ে উঠছে না ) । যাই হোক আজকের আলোচ্য বিষয় হল থ্রিডি স্টুডিও ম্যাক্স এর ব্যবহারের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার । আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ ( এটা রিলিজ হয়েছেঃ অক্টোবর ২০০৬) ব্যবহার করি এটা ব্যবহার করে যা যা লাগে তার নিম্নে তালিকা দেয়া হল ।
থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ এর প্রয়োজনীয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারঃ
অপরেটিং সিস্টেম
- মাইক্রসফট উইন্ডোজ ভিস্তা
- মাইক্রসফট উইন্ডোজ ৭
- মাইক্রসফট উইন্ডোজ এক্সপি প্রোপেশনাল
সফটওয়্যারঃ
- DirectX 9.0c
- থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ৯ এর ইনস্টলেশন সিডি (মাস্টার সিডি হলে কাজ করে সুবিধা পাবেন)
- মজিলা ফায়াফক্স বা ইন্টানেট এক্সপ্লোর ।
হার্ডওয়্যার
- প্রসেসরঃ ইন্টেল পেন্টিয়াম ৪ অথবা AMD Athlon XP
- কমপক্ষে ৫১২ মেগাবাইট র্যাম , তবে এর বেশি হলে আপনি কাজ করে মজা পাবেন ।
- কমপক্ষে ৫০০ মেগাবাইট হার্ডডিস্ক ফ্রী স্পেস ,বেশি হলে ভাল ।
- ডিভিডি রোম ড্রাইব
আপনি আর বিস্তারিত জানতে চাইলে এই পিডিএফ ফাইল টা দেখুনঃ-
এটা হল যারা থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ ব্যবহার করবে , যারা এর শেষ ভার্সন থ্রিডি স্টুডিও ম্যাক্স ১০ (এটা রিলিজ হয়েছেঃ এপ্রিল ১৮, ২০০৯)বা থ্রিডি স্টুডিও ম্যাক্স ১১(এটা রিলিজ হয়েছেঃ এপ্রিল ২০১০) ব্যবহার করতে চায় তাদের জন্য এর তালিকা দেয়া হলঃ
থ্রিডি স্টুডিও ম্যাক্স ১০ এর প্রয়োজনীয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারঃ-
অপরেটিং সিস্টেম
- মাইক্রসফট উইন্ডোজ ভিস্তা
- মাইক্রসফট উইন্ডোজ এক্সপি প্রোপেশনাল
- মাইক্রসফট উইন্ডোজ ৭
সফটওয়্যারঃ
- DirectX 9.0c
- থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ১০ এর ইনস্টলেশন সিডি (মাস্টার সিডি হলে কাজ করে সুবিধা পাবেন) ।
- মজিলা ফায়াফক্স বা ইন্টানেট এক্সপ্লোর
হার্ডওয়্যার
- প্রসেসরঃ ইন্টেল পেন্টিয়াম ৪ অথবা AMD Athlon XP
- কমপক্ষে ১ গিগাবাইট র্যাম , তবে এর বেশি হলে আপনি কাজ করে মজা পাবেন ।
- কমপক্ষে ১ গিগাবাইট হার্ডডিস্ক ফ্রী স্পেস ,বেশি হলে আর ভাল ।
- ডিভিডি রোম ড্রাইব
আপনি আর বিস্তারিত জানতে চাইলে এই পিডিএফ ফাইল টা দেখুনঃ-
থ্রিডি স্টুডিও ম্যাক্স ১১ এর প্রয়োজনীয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারঃ
অপরেটিং সিস্টেম
- মাইক্রসফট উইন্ডোজ ভিস্তা
- মাইক্রসফট উইন্ডোজ এক্সপি প্রোপেশনাল
- মাইক্রসফট উইন্ডোজ ৭
সফটওয়্যারঃ
- DirectX 9.0c
- থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ১১ এর ইনস্টলেশন সিডি (মাস্টার সিডি হলে কাজ করে সুবিধা পাবেন)
- মজিলা ফায়াফক্স বা ইন্টানেট এক্সপ্লোর
হার্ডওয়্যার
- প্রসেসরঃ ইন্টেল পেন্টিয়াম 4 1.4 GHz অথবা equivalent AMD
- কমপক্ষে ২ গিগাবাইট র্যাম , তবে এর বেশি হলে আপনি কাজ করে মজা পাবেন ।
- কমপক্ষে ৩ গিগাবাইট হার্ডডিস্ক ফ্রী স্পেস ,বেশি হলে আর ভাল ।
- ডিভিডি রোম ড্রাইব
আপনি আর বিস্তারিত জানতে চাইলে এই পিডিএফ ফাইল টা দেখুনঃ-
সবাই কেমন আছেন? মনে হয় ভাল ? আমিও ভাল !!
সামনে সেমেস্টার ফাইনাল পরীক্ষা । পড়া শুনা নিয়ে একটু বিজি এদানিং । তারপর সময় পেলে লিখতে বসে যাই । আসলে যারা একবার বাংলা ব্লগিং এর মজা!! পেয়েছে তারা এ বিষয় টা থেকে সহজে দূরে থাকতে পারে না , যেমন আমি । যাই হোক ভুমিকা না বারিয়ে আজকের টিউন প্রসজ্ঞে আসা যাগ।
আপনারা জানেন আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করেছি( অবশ্য ফাইনাল পরিক্ষার ব্যস্তার জন্য ধারাবাহিক হয়ে উঠেছেনা) । যাই হোক আজকের আলচ্য বিষয় হল থ্রিডি স্টুডিও ম্যাক্স এর ব্যবহারের জন্য প্রয়োজনিয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার । আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ (রিলিজঃ অক্টোবর ২০০৬) ব্যবহার করি এটা ব্যবহার করে যা যা লাগে তার নিম্নে তালিকা দেয়া হল ।
থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ এর প্রয়োজনিয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারঃ
অপরেটিং সিস্টেম
- মাইক্রসফট উইন্ডোজ ভিস্তা
- মাইক্রসফট উইন্ডোজ এক্সপি প্রোপেশনাল
সফটওয়্যারঃ
- DirectX 9.0c
- থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ৯ এর ইনস্টলেশন সিডি (মাস্টার সিডি হলে কাজ করে সুবিধা পাবেন)
হার্ডওয়্যার
- প্রসেসরঃ ইন্টেল পেন্টিয়াম ৪ অথবা AMD Athlon XP
- কমপক্ষে ৫১২ মেগাবাইট র্যাম , তবে এর বেশি হলে আপনি কাজ করে মজা পাবেন ।
- কমপক্ষে ৫০০ মেগাবাইট হার্ডডিস্ক ফ্রী স্পেস ,বেশি হলে ভাল ।
- ডিভিডি রোম ড্রাইব
এটা হল যারা থ্রিডি স্টুডিও ম্যাক্স ৯ ব্যবহার করবে , যারা এর শেষ ভার্সন থ্রিডি স্টুডিও ম্যাক্স ১০ (রিলিজঃ এপ্রিল ১৮, ২০০৯)বা থ্রিডি স্টুডিও ম্যাক্স ১১(রিলিজঃ এপ্রিল ২০১০) ব্যবহার করতে চায় তাদের জন্য এর তালিকা দেয়া হলঃ
থ্রিডি স্টুডিও ম্যাক্স ১১ এর প্রয়োজনিয় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারঃ
অপরেটিং সিস্টেম
- মাইক্রসফট উইন্ডোজ ভিস্তা
- মাইক্রসফট উইন্ডোজ এক্সপি প্রোপেশনাল
- মাইক্রসফট উইন্ডোজ ৭
সফটওয়্যারঃ
- DirectX 9.0c
- থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ১১ এর ইনস্টলেশন সিডি (মাস্টার সিডি হলে কাজ করে সুবিধা পাবেন)
হার্ডওয়্যার
- প্রসেসরঃ ইন্টেল পেন্টিয়াম ৪ অথবা AMD Athlon XP
- কমপক্ষে ২ গিগাবাইট র্যাম , তবে এর বেশি হলে আপনি কাজ করে মজা পাবেন ।
- কমপক্ষে ৩ গিগাবাইট হার্ডডিস্ক ফ্রী স্পেস ,বেশি হলে আর ভাল ।
- ডিভিডি রোম ড্রাইব
প্রয়োজনীয়
যাক আমার পিসি লেটেষ্টটাআও চালাতে পারবে
তবে আমি ৯ই ইউজ করব
আর হা প্রথম ৫ লাইনে ২-৩টা ভুল হয়েছে, আশা করি শুধরে নিবেন