আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
দেখতে দেখতে শেষ হবার পথে ব্রাজিল বিশ্বকাপের খেলা। আর বিশ্বকাপের খেলা উপলক্ষ্যে আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার তারা তৈরি করেন বিভিন্ন ডিজাইন, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ১টি ব্রাজিল বিশ্বকাপের ফন্ট।
আমরা যারা ফটোশপ এর কাজ জানি তারা অতি সহজে বানিয়ে নিতে পারি যে কোন ডিজাইন।
প্রথমে আপনার ফটোশপ চালু করুন তার আগে আপনি এখান থেকে ব্রাজিল বিশ্বকাপের ফন্টটি ডাউনলোড করে নিন।
এবার foreground কালার CFEBF9 আর Background FFFFFF দিয়ে gradient Tool দিয়ে নিচের মত টান দিয়ে ফিল করুন।
এবার ব্রাজিল বিশ্বকাপের ছবিটা নিতে হবে আপনি গুগলে সার্চ দিয়ে ব্রাজিল বিশ্বকাপের ছবিটা নিয়ে নিন ।
গুগল থেকে ছবিটা ডাউনলোড করে ফটোশপে নিয়ে Move Tool সিলেক্ট করে আমাদের তৈরি করে পেজে ছেড়ে দিন।
এবার নিচের নিয়মে Brazil ফন্টি সিলেক্ট করে নিচের মত লেখা লিখুন অথবা আপনার পছন্দের লেখা লিখুন।
এবার লেখাকে ইচ্ছমত কালার দিয়ে সাজিয়ে নিন ।
সবশেষ File>Save As ক্লিক করে সেভ করে রাখুন ।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
অনেক সুন্দর । শেয়ার করার জন্য অসংখ ধন্যবাদ।