ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60)

ব্যানার বানানোর ধারাবাহিকতায় আজ আমরা শিখব অ্যানিমেটেড ব্যানার। এই পর্বে আমরা দেখবো কিভাবে ব্যানারকে সিম্পল অ্যানিমেটেড করা যায়। এই ধাপে আপনাকে ফটোসপ এবং ইমেজরেডি ব্যবহার করতে হবে।

যারা শিখতে চান তারা ফটোসপ ওপেন করুন। নতুন একটি ফাইল নিন 468x60 সাইজের। রেজুলেশন দিন ৭২।

কালার প্যালেটে আকাশি রং সিলেক্ট করে পেন টুল দিয়ে চিত্রের মত স্থান সিলেক্ট করে নিন (কিবোর্ড থেকে p চাপলেই পেনটুল সক্রিয় হবে)

তারপর কালার প্যালেট থেকে লাল রং সিলেক্ট করে rounded rectangle tool সিলেক্ট করে বামে নিচের দিকে নিচের মত সিলেক্ট করুন।

আপনি চাইলে লাল রঙের এই অংশটুকু হাইলাইট করার জন্য ব্লেন্ডিং অপশন ব্যবহার করতে পারেন। এজন্য এই অংশের লেয়ারের উপর রাইট ক্লিক করুন। (লেয়ার প্যালেট আনতে কিবোর্ড থেকে F7 চাপুন)

এখান থেকে Blending Options এ ক্লিক করুন। এবং চিত্রের মত স্ট্রোক দিন

বাকী থাকা সাদা অংশ ম্যাজিক টুলের সাহায্যে ব্লক করুন (কিবোর্ড থেকে w চাপলে এটি সক্রিয় হবে)

এখানে গ্রেডিয়েন্ট দিন। (কিবোর্ড থেকে g চাপলে এটি সক্রিয় হবে) আমি চিত্রের মত দিলাম

এরপর আপনার সাইটের শিরোনাম দিন। আমি টিউটোবিডি কে নিচের মত দুই রঙে দিলাম


নিচের লাল অংশে সাইটের ঠিকানা দিন

এরপর ডান পাশের ফাকা স্থানে আপনার সাইট সম্পর্কে লিখতে পারেন।

এখানে একটা ব্যাপার লক্ষনীয় যে, যেহেতু আমরা একাধিক টেক্সট দিব তাই আমরা একটি টেক্সট দেওয়া শেষ হয়ে গেলেই লেয়ার প্যালেট থেকে টেক্সটকে অদৃশ্য/hide করে রাখব। নিচের চিত্রের স্থানে ক্লিক করে টেক্সট লেয়ার বা যে কোন লেয়ার হাইড করে রাখা যায়

এরপর আরেকটি টেক্সট দিন। এভাবে যতগুলো ইচ্ছ ততগুলো দিন

অনেকগুলো টেক্সট দেওয়ার পর আমাদের ফটোসপের কাজ শেষ। এরপর আমরা ইমেজরেডিতে শিফট করব। এজন্য চিহ্নিত স্থানে ক্লিক করুন

ইমেজরেডিতে গেলেই অ্যানিমেশন নামে একটি টুলবার পাবেন। এটা না থাকলে উইন্ডোমেন্যু থেকে এনে নিন। এখান থেকে আপনার যতটি টেক্সট ততটি ফ্রেম কপি করুন। ফ্রেম কপি করতে চিত্রের স্থানে ক্লিক করুন

আমি লেখায় তিনটি টেক্সট দিয়েছি বলে তিনটি ফ্রেম তৈরি করেছি

খেয়াল রাখবেন প্রতিটি ফ্রেমের উপর ক্লিক করলে যেন আপনার প্রতিটি টেক্সট দেখা যায়। এটা আপনি লেয়ার প্যালেট থেকে করতে পারবেন। শুধুমাত্র এখান থেকে Show/Hide এ ক্লিক করে করা যায়। এখান থেকে চোঁখ চিহ্নিত স্থানে ক্লিক করে শো বা হাইড করতে পারবেন।

এরপর আপনাকে প্রতিটি ফ্রেমের অ্যানিমেশন এর সময় দিতে হবে। সবগুলো ফ্রেম সিলেক্ট করে চিত্রের স্থানে ক্লিক করে নিচের মত সময় নির্ধারণ করে দিন

একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যেন, বামপাশে Once এর স্থলে Forever করা থাকে। এখানে Once থাকলে অ্যানিমেশন একবার হবে এবং Forever থাকলে অ্যানিমেশন চলতেই থাকবে।

তারপর এটি সেভ করার পালা। এটিকে সেভ করতে File>Save Optimized As এ ক্লিক করুন

এরপর একটি নাম দিয়ে সেভ করুন। আমি উপরোক্ত ইমেজটি সেভ করলাম। দেখুন কেমন হল

এই টিউটোরিয়ালটি লিখতে ১৮ টি ইমেজ ব্যবহার করা হয়েছে যার সাইজ মাত্র ৩২০ কিলোবাইট এবং এই ইমেজগুলো আমার নিজস্ব সার্ভার থেকে স্ট্রিমিং করা হয়েছে। ইমেজগুলোর মান অক্ষুণ্ণ রেখে সাইজ বিশেষ ব্যবস্থায় কমানো হয়েছে যাতে টিউটোরিয়ালটি তাড়াতাড়ি ওপেন হয় এবং আপনাদের ব্যান্ডউইডথ কম ফুরোয়।

আশাকরি কিছুটা হলেও শিখতে পেরেছেন। ধন্যবাদ মনযোগসহকারে পড়ার জন্য।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে ভাই। আগে কই ছিলেন। আপনার এসব টিউটোরিয়ালের আমি ফ্যান হয়ে গেছি। আরো আরো বেশি করে লিখুন। দয়া করে লিখা বন্ধ করবেন না। কারন ধারাবাহিক যে কোন লিখাই সবার জন্য উপকার হতে এটাই নিয়ম। তাই আপনার কাছি আমি ধারাবাহিকতা ধরে রাখতে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। 🙂 🙂 আশা করি …….

ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ……………… 🙂

bhai eta ki cs 5 diye hobe.নিয়ম কি একই?

    CS5 এ ইমেজরেডি এর দরকার নাই। তার জন্য আপনাকে Menu>Window>Animation এ ক্লিক করলেই এনিমেসান Window চলে আসবে।

অনেক দরকারী টিউন, ধন্যবাদ রাসেল ।

চমৎকার !!!
(ধন্যবাদ ব্রাদার)

ধন্যবাদ 🙂

খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ ভাইয়া ।

খুবেই সুন্দর হয়েছে।সামনে আরও আশা করি, ধন্যবাদ টিউন এর জন্য।

খুবই ভাল টিউন,কাজে আসবে,ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

ধন্যবাদ ভাই আপনাকে, কাজের জিনিস কাজে লাগবে।

Level 0

খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই আগে দিবেন তো………………………………..
অনেক অনেক ধন্যবাদ।

Level 2

গুরু আপনারে প্রনাম , তবে একটা অফ-টপিক , আমারে মাফ কইরেন আপনার অনুমতি ছাড়া করার জন্য । আপনার পোষ্ট গুলো আমার ব্লগে প্রকাশ করেছি , এবং আরো করব তবে প্রত্যেকটি পোষ্টে আপনার নাম আর পোষ্টের লিংক থাকছে

    কোন সমস্যা নেই। আমার নাম না দিলেও হবে। এমনিতেই আমার টিউটোরিয়ালের কোন লাইসেন্স নাই।

অসাধারন টিউন ধন্যবাদ দারুন একটি টিউটোরিয়াল দেয়ার জন্য।
ইমেজ রেডিতে এরকম একটা কাজ আছে জানতামই না।
এরকম একটা টিউনে আমি এত দেরিতে …… শিরোনামে পর্ব নম্বর দিলে ভাল হত। আমিতো আগেরটাই মনে করেছিলাম।
অন্যদিকে এরকম টিউনের জন্যই টেকটিউনসে।

    এর আগেরটার শিরোনামে “অ্যানিমেটেড” ছিল না।

ভাই, ফটোসপে অভ্র সফট দিয়ে কিভাবে বাংলা লিখা যায়?———
([email protected])

    না অ্যাডোব কেম্পানী ওই ভার্সনে ইউনিকোড সাপোর্ট করাতে পারেনি। পরবর্তী ভার্সনে থাকার কথা আছে। দেখা যাক কি হয়!