ফটোসপে ব্যানার তৈরি করুন (468×60)

আবার আরেকটি ফালতু পোস্ট নিয়ে আপনাদের বিরক্ত করতে আসলাম। আজ আমরা দেখবো কিভাবে ফটোসপে ব্যানার বানানো যায়। পর্যায়ক্রমে আমরা শিখব অ্যানিমেটেড ব্যানার, 125x125 ব্যানার অ্যানিমেটেড ব্যানার, 728x90 ব্যানার, 250x250 ব্যানার, 160x600 ব্যানার ইত্যাদি।

যদিও এই টিউটোরিয়ালটি পড়ার পর কেউ কেউ বলবে যে, এটা সফটওয়ার দিয়ে তৈরি করা যায় তবুও আমি দিচ্ছি যারা সফটওয়ার ব্যবহার না করে মাথা খাটিয়ে ফটোসপ দিয়ে তৈরি করতে চান।

যারা এই ফালতু পোস্টটি পড়ে বিরক্ত হতে চান না তারা কিবোর্ড থেকে Ctrl+F4 চাপুন। আমি অদৃশ্য হয়ে যাব।

এই অংশের পরেও যারা পড়ছেন তারা ঝটপট ফটোসপ ওপেন করে ফেলুন। আজ আমরা শিখব 468x60 সাইজের ব্যানার তৈরি। তাই এই সাইজের একটি নতুন ফাইল নিন।

আজ আমরা পেন টুল দিয়ে কাজ করব। পেনটুল দিয়ে প্রথমে চিত্রের মত করে এঁকে নিন। যারা পেনটুল নিয়ে কাজ করতে পারে না তাদের চুপি চুপি বলছি পেনটুল দিয়ে দারুন গ্রাফিক্স করা যায়।

কিবোর্ড থেকে p চাপলেই পেনটুল সক্রিয় হবে। তারপর জায়গামত ক্লিক, ড্র্যাগ করে কাজ করতে হবে। যেখান থেকে শুরু করবেন সেখানে গিয়ে শেষ করবেন। আমি প্রথমে গাঢ় লাল রং নিয়ে পেন টুল দিয়ে নিচের মত ব্লক করলাম

তারপর আবার হলুন রং নিয়ে নিচের মত ব্লক করলাম

এরপর ইমেজটাকে ফ্ল্যাটেন করতে হবে। এর আগের আমরা Flatten Image করা শিখেছি। পারা দেখেন নি তারা দেখেনিন কিভাবে ফ্ল্যাটেন করতে হয়

এরপর সাদা অংশ ম্যাজিক টুল দিয়ে ব্লক করে ফেলুন। কিবোর্ড থেকে w চাপলে ম্যাজিক টুল সক্রিয় হয়।

কালার প্যালেটে কমলা রং সিলেক্ট করে কিবোর্ড থেকে Alt+backspace দিন।

ওয়েব লিংক দেওয়ার জন্য ডানের শেষের দিকে একটি বক্স আঁকতে হবে। কালার প্যালেটে থেকে কালার সিলেক্ট করার পর rounded rectangle tool সিলেক্ট করুন

আমি নিচের রঙে দিলাম।

ওখানে আপনার কাংখিত ওয়েব লিংকটা টাইপ টুলের সাহায্যে দিন। কিবোর্ড থেকে t চাপলে টাইপটুল সক্রিয় হবে

আপনি যে বিষয়ের উপর ব্যানার বানাচ্ছেন তার শিরোনাম বড় করে দিন

সেই শিরোনামের স্লোগান দিন

আপনি চাইলে লোগেও ধরে এনে এখানে বসাতে পারেন ঘাড় ধরে

দেখুন তো ব্যানারটি কেমন হল!!

সোর্স ফাইল চাইলে এখান (৪৮ কিলোবাইট) থেকে ডলো করতে পারেন।

আমাকে পাবেন

http://img149.imageshack.us/img149/240/onubad.gif http://img229.imageshack.us/img229/4690/tutobd.gif http://img39.imageshack.us/img39/1724/gallery1z.gif

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনের প্রথম লাইনটি, এই টিউনের সাথে একদম মানানসই না। কেন যে এসব কথা বলেন? যা হোক…….
এতো সহজ নিয়মে ব্যনার তৈরী করা এর আগে আমি কখনো শিখি নাই। অঅঅঅঅঅঅঅঅঅসসসসসসসসসসসসসসসসসসসসংংংংংংংংংংংংংংংখখখখখখখখখখখ্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য ধন্যবাদ। 🙂

    ধন্যবাদ ভাই। আসলে কিছু কিছু ব্যাড কমেন্ট পাই তো তাই ……….. আপনার উপকারে এসেছে জেনে শান্তি লাগছে।

    আসলে টেকটিউন্সে অনেক বাজে মন্তব্য হয় এটা আমিও জানি। এখানে যারা আসে সবাই কিন্তু, কিছু শিখতে এবং নিজের জ্ঞানকে শেয়ার করতে আসে। কিন্তু, এমন কিছু মানুষ এখানে আছে, তাদের কাছে মানে কোন টিউন যদি তাদের কাজে না লাগে বা বুঝতে অসুবিধা হয় সেটাতে টিউনারকে জিজ্ঞাসা না করে, একটা বাজে মন্তব্য করে বসে। এতে টিউনার পরবর্তীতে টিউন করা থেকে নিরুতসাহিত হচ্ছে প্রতিনিয়তই। এসব ব্যপারে এডমিনের তেমন কোন বলার নেই কার যে, নিজে সুধরাবে না তাদের কে গরু ধোলাই দিলেও ……….. 🙂 🙂

    আবারো ধন্যবাদ। আরো ভাল টিউন্স চাই 🙂

ধন্যবাদ রাসেল খুব সুন্দর টিউন করেছো, আমার কাজে লাগবে।

I DIDN’T KNOW ABOUT MAKING THIS KIND OF BANNER.THANK YOU FOR SHARING.

দারুন টিউন ধন্যবাদ রাসেল আহমেদ ভাই। খুব সুন্দরভাবে ব্যানার বানান বুঝান হয়েছে।
আপনার টিউন পরে ব্যানার বানান অনেক সহজ মনে হচ্ছে।
এখন মনে হচ্ছে আমিও বানাতে পারবো।:D:D
ফটোসপ নিয়ে আরো টিউনস করবেন আশাকরি।

    আপনাদের কাজে লাগলে অবশ্যই ফটোসপ নিয়ে আরও লিখব।

সুন্দর টিউন। কাজে লাগবে।
আপনার টিউনের প্রথম লাইন সম্পর্কে বলব – মানুষে কথায় কান দিতে নেই।

আশা করি সামনে ফটোশপ নিয়ে এইভাবে লিখবেন। ধন্যবাদ টিউনের জন্য।

ভাল টিউন আশা করি ফটোশপ নিয়ে আরো টিউন পাব আপনার কাছ থেকে,ধন্যবাদ টিউনের জন্য।

Level New

সুন্দর + কাজের টিউন। ধন্যবাদ 😀

খব ই কাজের টিউন …………………।ভাল লাগল সামনে আর পাব আশা রাখি ধন্যবাদ

Level 0

খুব ভাল লেগেছে 🙂 ধন্যবাদ। ফটোশপ নিয়ে আরো টিউনের জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি 😀

Level 0

ধন্যবাদ সুন্দর টিউন ।

Level 0

বরাবরের মত ফটোশপের টিউন গুলো আমি খুব যত্ন সহকারে দেখি
তবে রাসেল ভাই আরেকটু ভেঙ্গে চুরে মাটি করে দিলে বিগিনাররা ভাল পারবে

আর হা অনুবাদ প্রকল্পের কি খবর???

Level 2

গুরু বরাবরই ধন্যবাদ

হায় হায় আমিতো শিখা ফেলতাছি।

Level 0

এথানে তো কোন ছবি নাই তাই কাজটি করতে পারলাম না। যদি পারেন তো ছবি গুলো দিয়েন।