দ্রুত পেতে চান ডিজাইনের ফিডব্যাক??!!!

কাজকে সহজ করার জন্যে সিঙ্গেল পারপাস টুলগুলো সব সময়েই জনপ্রিয়, তবে ডিজাইনারদের ক্ষেত্রে এটি আরও বেশি প্রয়োজনীয়। কারণ খুব সাধারণ টুলও হতে পারে অন্যতম সহজ সমাধান।

সাধারণত গ্রাফিক্স বা ওয়েব ডিজাইনের কাজগুলো করার পর রিভিশনের জন্যে অনেকেই ছবি আকারে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেন। ক্লায়েন্ট সেগুলো দেখে কোন কোন জায়গায় পরিবর্তন আনতে হবে সেটি বলে দেন বা মার্ক করে দেন। সমস্যা হল, কাজটি অনেক সময় সাপেক্ষ্য আর মাঝে মাঝে বুঝতেও সমস্যা হয় ঠিক কোন জায়গাটিতে পরিবর্তন আনতে হবে।

এমন সমস্যাগুলো থেকে মুক্তি পেতে অনেকেই লেয়ারভল্ট, শীপমেন্ট, মুকভল্টের মত ওয়েব অ্যাপ ব্যবহার করেন। তেমনই একটি টুল রেড পেন। তবে অন্য যে কোন টুলের চেয়ে এটি অনেক লাইট ওয়েট এবং কোন একাউন্ট খোলা ছাড়াই ব্যবহার করতে পারবেন। তবে একাউন্ট রেজিষ্ট্রেশন করে ব্যবহার করার সুবিধা বেশি।

কোন ডিজাইন রিভিশন দেয়ার জন্যেই মূলত এই ওয়েব অ্যাপটি ব্যবহার করা হয়। আপনার করা যে কোন ডিজাইন পিএনজি ফরমেটে এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে "Share The Design" এ ক্লিক করলেই একটি লিঙ্ক পাবেন। সেটি ক্লায়েন্ট বা কলিগদের সাথে শেয়ার করে দিলে তিনি এই ডিজাইনটি ওয়েবে দেখেই ফিডব্যাক দিতে পারবেন। সবচেয়ে আকর্ষনীয় বিষয় হলো ডিজাইনের যে জায়গায় তিনি কমেন্ট করবেন আপনিও ঠিক সে জায়গায়ই দেখতে পারবেন। এতে করে আলাদা করে মার্ক করে ফিডব্যাক দিতে ক্লায়েন্টেরও বেশি সময় খরচ করতে হয়না। আর আপনারও বুঝতে কষ্ট হবেনা যে কোন অংশটিতে কি ধরণের পরিবর্তন আনতে হবে।

কাজটি অনেক সোজা, একবার চেষ্টা করেই দেখুন।

রেডপেন ওয়েবসাইট

আশা করি আপনাদের কাজে আসবে।

Level New

আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ফেসবুক এর ফ্যান সংখ্যা ৪০০+ , আমি এখন চাইছি আমার ফ্যান পেজের নামটা ইংলিশ থেকে বাংলা করার জন্য। কনও ভাবে পারতেছি না , যদি কেও জানেন দয়া করে হেল্প করেন……………।
note- ফেসবুক ২০০ ফ্যান হলে আর নাম পরিবর্তন করতে দেই না।
e-mail- [email protected]

    @রাজিবুল ইসলাম।: দুঃখ্যিত, আমাদের জানামতে এমন কোন প্রক্রিয়া নেই যার মাধ্যমে ২০০ এর অধিক সংখ্যক ফ্যানসহ ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন। :/