আমি আজকে লোগো, ব্যানার, বাটন ও মেনুম্যাকার তৈরী করার জন্য অসাধারন ৩টি সফটওয়্যার শেয়ার করবো যে সফট গুলো দিয়ে একজন নতুন ব্যবহারকারী এমনকি গ্রাফিক্সের কিছু না জেনে ও যেকোন কেউ খুব সহজেই লোগো, ব্যানার, বাটন ও মেনুম্যাকার তৈরী করতে পারবে । তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই
AAA Logo 2010 v3.1 portable ,সাইজ:8.61mb
এই সফটটির সাথে অনেকেই হয়ত পরিচিত । logo make করার জন্য অসাধারন সফট এটি । এই সফটটিতে অসংখ্য object আছে । যা দিয়ে খুব সহজেই চমৎকার সব লোগো তৈরী করা যাবে নিজের মত করে ।
স্কীনশট দেখুন:
এখানে আমার নিজের তৈরী কয়েকটি লোগো এবং কিছু template সবার জন্য show করছি ।
সফটটি খুব সোজা ।তাই নিয়মকানুন দেখানোর প্রয়োজনীয়তা মনে করিনি ।
এবার ব্যানার বানানোর জন্য যে সফটটি শেয়ার করবো সেটা হলো :
EximiousSoft Banner Maker v2.88 ।size : 4:31mb
এই সফটটিতে সব কিছু ready করা আছে শুধু পছন্দমত সাইজ,ব্যাকগ্রাউন্ড,text,colour, image,shape,ইত্যাদি নিবাচন করে সহজেই আপনি চমৎকার ব্যানার বানাতে পারেন ।এটিতে সবকিছুর পাশাপাশি ৩০ টির ও বেশী animation effect দেওয়া আছে ।
আমি just simply ২,৩ টা বানিয়ে এখানে show করেছি ।
৩য় softwareটি হলো Blumentals Easy Button and MenuMaker
Portable software size;3.71
নাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি দিয়ে কি কি কাজ করা যাবে ।হ্যা এটি দিয়ে menu make করা যাবে এবং সুন্দর সুন্দর চমৎকার সব button বানাতে পারবেন ।
আশা করছি সফটওয়্যার ৩টি আপনাদের কাজে আসবে । সবাই সুস্হ্য ও সুন্দর থাকবেন এই প্রত্যাশায়…….আল্লাহ হাফেজ ।
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
সংগ্রহে রাখলাম। আপনাকে ধন্যবাদ………