লোগো, ব্যানার,বাটন ও মেনুম্যাকার তৈরী করার সেরা তিনটি সফটওয়্যার…..(সংগ্রহে রাখুন)

 

                                                     

 

আমি আজকে লোগো, ব্যানার, বাটন ও মেনুম্যাকার তৈরী করার জন্য অসাধারন ৩টি সফটওয়্যার শেয়ার করবো যে সফট গুলো দিয়ে একজন নতুন ব্যবহারকারী এমনকি গ্রাফিক্সের কিছু না জেনে ও যেকোন কেউ খুব সহজেই লোগো, ব্যানার, বাটন ও মেনুম্যাকার তৈরী করতে পারবে । তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই

AAA Logo 2010 v3.1 portable ,সাইজ:8.61mb

এই সফটটির সাথে অনেকেই হয়ত পরিচিত । logo make করার জন্য অসাধারন সফট এটি । এই সফটটিতে অসংখ্য object আছে । যা দিয়ে খুব সহজেই চমৎকার সব লোগো তৈরী করা যাবে নিজের মত করে ।

   স্কীনশট দেখুন:

 

                                    

 

                                                                                           

 

                                   এখানে  আমার নিজের তৈরী কয়েকটি লোগো  এবং কিছু template  সবার জন্য show করছি ।

 

                                     

                

                                 

 

                                                                               

                                                                      

 

 

                                                    সফটটি খুব সোজা ।তাই নিয়মকানুন দেখানোর প্রয়োজনীয়তা মনে করিনি ।

 

                                 

             

                                                     এবার ব্যানার বানানোর  জন্য যে সফটটি শেয়ার করবো সেটা হলো :

 

                                                               EximiousSoft Banner Maker v2.88 ।size : 4:31mb

 

                        

          

                                                                                        

 

এই সফটটিতে সব কিছু ready করা আছে শুধু পছন্দমত সাইজ,ব্যাকগ্রাউন্ড,text,colour, image,shape,ইত্যাদি নিবাচন করে  সহজেই আপনি চমৎকার ব্যানার বানাতে পারেন ।এটিতে সবকিছুর পাশাপাশি ৩০ টির ও বেশী animation effect দেওয়া  আছে  ।

 

                                               

                                              

                                                                          

  

                                                                      

                                                                   আমি just simply ২,৩ টা বানিয়ে এখানে show করেছি ।

                                                          

                                       

                                                        ৩য় softwareটি হলো Blumentals Easy Button and MenuMaker

                                                                                 Portable software size;3.71

নাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি দিয়ে কি কি কাজ করা যাবে ।হ্যা এটি দিয়ে menu make করা যাবে এবং সুন্দর সুন্দর চমৎকার সব button বানাতে পারবেন ।

                              

                                                                                             

 

                আশা করছি সফটওয়্যার ৩টি আপনাদের কাজে আসবে । সবাই সুস্হ্য ও সুন্দর থাকবেন এই প্রত্যাশায়…….আল্লাহ হাফেজ ।

 

                                 

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সংগ্রহে রাখলাম। আপনাকে ধন্যবাদ………

ধন্যবাদ, সংগ্রহে রাখলাম। তবে ট্রায়াল ভার্শন নয় তো?

    অবশ্যই ট্রায়াল ভার্শন নয়,আপনি মনে হয় টিউনটি ভালভাবে পড়েননি ।১ম এবং ৩য় সফটওয়্যার টি পোটেবল আর ২য় সফটওয়্যার টির সিরিয়াল সাথেই আছে । ধন্যবাদ ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Level 0

ভাল লাগলে ……..ধন্যবাদ।

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার প্রতিটা টিঊনের উপস্থাপন অনেক nice 😀 চালিয়ে যান ।

    ধন্যবাদ আপনাকে ও সুন্দর মন্তব্যের জন্য ।

এখন অনেক ভেজালে আছি, কোন সফটওয়্যার ডাউনলোড করতে পারব না। গতকাল Mobile MB সফটওয়্যার ডাউনলোড করার পর যেভাবে ভাইরাস ধরছে যে প্রতিদিন নতুন নতুন সমস্যার উদ্ভব হয়।

    নতুন নতুন সমস্যার সাথে অনেক সময় কিন্তু নতুন নতুন কিছু শিখাও হয় । যাই হোক আপনার সমস্যার তাড়াতাড়ি সমাধান হোক এটাই আশা করবো ।ধন্যবাদ মন্তব্যের জন্য ।

    এখন বলি গতকাল থেকে আজ পর্যন্ত কি কি সমস্যার মোকাবেলা করতে হয়েছে। mobile Mb ডাউনলোড করার ফলে দেখা গেল ভাইরাস আছে। তবুও চালাকি করে ইন্সটল দিয়ে অনেক্ষন কাজ করেছি। কথায় আছে না, ” অতি চালাকের গলায় দড়ি “। আমার হয়েছে সেই অবস্থা। কোন প্রোগ্রাম আর কাজ করে না, রেজিস্ট্রি এডিটর কাজ করে না, এগুলার সমাধান করালাম। আর mobile MB ডিলিট করে দিলাম। এবার অন্য সাইট থেকে আবার mobile mb ডাউনলোড করে আবার কাজ করলাম। পিসি রিস্টার্ট দেয়ার পর দেখি my computer এর বদলে ashan’s computer লেখা উঠেছে। এটারও সমাধান করলাম এবং আবার mobile MB ডিলিট করে দিলাম। পরে পিসি অন করে দেখি ডেক্সটপ কোন আইকন নাই। এরও সমাধান করলাম। আজ দেখি কোন সাউন্ড নেই। এরও সমাধান করলাম। এরপর দেখি ডেক্সটপ এ একই জিনিসের ২ টা আইকন, এর সমাধান করলাম। এখন দেখি স্টার্ট মেনুতে সার্চ অপশন উধাও হয়ে গেছে,ফলে কোন ফোল্ডার এ ঢুকলে আর বের হতে পারি না। এটার সমাধান এখনো করতে পারি নি। আপনি জানলে একটু জানাইয়েন, অনেক ভেজালে আছি।

    আপনার টিউনের জন্য ধন্যবাদ ।
    ( টে টি তে কাজ করে এমন একটা html কোড শিখেছি। আপনার টিউনে এপ্লাই করি। কোডটা হল- blockquote )

    সম্ভবত আপনার antivirus ভাল কাজ করেনা । সেজন্য Mobile MB সফটওয়্যারের ভাইসার আপনার windows এর কিছু গুরুত্বপূন ফাইল নষ্ঠ করে দিয়েছে । Mobile MB সফটওয়্যার setup দেওয়ার আগে যখন কম্পিউটার ভাল ছিল ঐ date অনুযায়ী আপনি system restore করেন তাহলে আশাকরি সমস্যার সমাধান পাবেন ।

    ঐ তারিখ অনুযায়ী system restore কিভাবে করব? আর আমি তো সিস্টেম রিস্টোর অনেক আগে থেকেই বন্ধ রেখেছি। এখন কি আর রিস্টোর হবে ? এক্সপি সেটাপ দিতে চাই না। কারণ আমি যেদিন ভাইরাসের কারণে এক্সপি সেটাপ দিব সেদিন আমি ভাইরাসের সাথে যুদ্ধে পরাজিত হব।

    আপনি প্রথমে system restore enable করে তারপর restore দিন অবশ্যই কাজ হবে ।

এই সফ্টওয়্যার গুলো নিয়ে আগে আরো অনেক বার টিউন করা আছে আপনি serch করে দেখা উচিত ছিল ।

    এমন টিউন আর ও হয়েছে তবে সফটওয়্যার ভিন্ন ভিন্ন । just AAA Logo সফটটি নিয়ে টিউন হয়েছে । কিন্তু আমি AAA Logo software টি এখানে portable version দিয়েছি।এবং নিচের সফট ২টি নিয়ে আর টিউন হয়নি । আশা করি বুঝতে পেরেছেন । ধন্যবাদ ।

এই টিউন যদি ও আগে হইয়া থাকে কিন্তু এখন আমার মতো অনেক এর উপকার হইয়াছে। অসংখ্য ধন্যবাদ স্বপ্না আপু।

    আপনাদের উপকার হয়েছে জেনে ভাল লাগলো । অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ও ।

রেখে দিলাম পরে কাজে লাগাবো।আপাতত ধন্যবাদ টিউনের জন্য চালিয়ে যান।

আপনার তৈরি লোগো গুলা খুব সুন্দর হইছে। আপনার ধৈর্য্য আছে বলতে হয়।
ধন্যবাদ আপনাকে।

    শুনে খুশী হলাম । আপনাকে ও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

আপনার উপস্থাপনা দেখে কোন্ একটা টিউনের কমেন্টে আপনাকে ”লাইভ টিউনার” বলেছিলাম। ইদানীং টিউন করা অনেক কমিয়ে দিয়েছেন! কেন?

    একটু ব্যস্ততার কারনে কম টিউন করছি । প্রায় মাস খানেক পর থেকে ইনশাল্লাহ বেশী টিউন করার চেষ্ঠা করবো । সত্যিই আপনাদের সবাইর এত সুন্দর সুন্দর কমেন্ট মানসম্মত টিউন করার প্রেরনা যোগায় । ধন্যবাদ…….. ভাল থাকবেন ।

Level 0

সুন্দর টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ। সবগুলোই আমার খুব কাজে লাগবে। ডাউনলোড করছি। 🙂

    জেনে খুশী হলাম 🙂
    কাজে লাগলে বা উপকারে আসলে তখনই একটি টিউন পরিপূণতা পায় । ধন্যবাদ আপনাকে ও ।

আপনি এত সুন্দর টিউনগুলো কি স্বপ্নে পান। চমৎকার টিউনের জন্য ধন্যবাদ ।

    সাজানো গুছানো সব জিনিস দেখতে ভাল লাগে তাই এই চেষ্ঠা । অসংখ্য ধন্যবাদ আপনাকে ও ।

Level 0

এত সুন্দর ডিজাইন পান কই আপনি। আর করেনি বা কি করে। আমি ১০ মিনিট ধরে আপনার টিউনি দেখছি। এক কথায় চমৎকার।

    যখন যেখানে যা পাই বা নিজে ও কিছু বানিয়ে নিজের মত করে সাজাবার চেষ্ঠা করি । আপনার মন অনেক সুন্দর তাই হয়ত এত সুন্দর লেগেছে । অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

আপনার টিউন গুলু সব সময়ই ভাল হয়,সবছেয়ে ভাল হয় আপনার অসাধারন উপস্থাপনা।সংগ্রহে রাখলাম টিউনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    ভাইয়া আপনার কমেন্ট ছাড়া টিউনটি অপরিপূণ লাগছিল । আপনার মন্তব্য দিয়ে টিউনটিকে পরিপূণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

ডাউনলোড তো করলাম , কিন্তু Logo বানিয়ে এখন দেব কাকে ? – এটা নিয়ে একটু সমস্যায় আছি ।

আসলে কি আপনার মাথা শিং থাকাতে Logo বানিয়ে কাকে দিব এটা নিয়ে একটু সমস্যায় আছেন. :S

খুব ভাল। কাজে লাগবে।

Level 2

সংগ্রহে রাখলাম। আপনাকে ধন্যবাদ স্বপ্না আপু। এত সুন্দর ডিজাইন আপনি কোথাই পেলেন।

Level 0

Thanks for this tunens

আপনাকে ধন্যবাদ স্বপ্না

এত সুন্দর ডিজাইন আপনি কোথায় পেলেন !

    আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

আস্সালামু আলাইকুম স্বপ্না আপু,
আপনার টিউন এর শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম এর ডিজাইন টা অসাধারণ হয়েছে। সেই সাথে আপনার লেখাটি ও হয়েছে চমৎকার। এককথায় অনেক ভাল লেগেছে আপনার টিউন টি। আপনার শুভ কামনায়।

[email protected]

বিঃদ্রঃ আপনার টিউন টি পড়ে আপনাকে ধন্যবাদ যানানোটা অনেক বেশি প্রয়োজন বোধ করলাম। কিন্তু দুঃখের বিষয় হলো কি যানেন? এই পর্যন্ত প্রায় পাঁচ বারের উপর চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারি নি। কারণ আপনার এই সাইট টি ওপেন করলেই ভাইরাস আক্রান্ত করে। এবং বেশ কিছুক্ষণ পর্যন্ত কম্পিউটার হ্যাং হয়ে থাকে। তার পর ও বার বার রিষ্টার্ট করে করে আবারো চেষ্ঠা করেছি। তবে এই বার মনে হয় সফল হলাম। ধন্যবাদ আপনাকে।

    আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য । আমিতো ৩টি সফটওয়্যারই mediafire এ upload করেছি ।আপনিকোন সাইটের কথা বলছেন হয়ত আপনার pc provlem এমন হতে পারে যাক তবে শেষপযন্ত যে আপনি সফল হয়েছেন এটা জেনে খুশী হলাম ।ধন্যবাদ আবার ও ।

Level 0

এ সফটওয়্যার টি সম্পূর্ণ ফ্রি নয়, যদি সম্পুর্ন ফ্রি লগো ডিজাইনের সফটওয়্যার জানা থাকে তাহলে জানাবেন । ধন্যবাদ।

    আপনি কি ভাইয়া টিউনটি পড়ে দেখেছেন ? কেননা এখানে ২টি সফটটি portable serial key এর দরকার নেই এবং ২য় সফটটি serial সাথেই আছে । আশাকরি বুঝতে পেরেছেন ।ধন্যবাদ ।

aaa logo 3.10 সফটওয়ারটা অনেকদিন যাবত খুজছিলাম, খুব কাজের জিনিস।।
ফুল ভার্সনটা এক সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। কাজের জিনিস।

Level 0

link গুলো কি তুলে ফেলছেন??????? plz আবার দিন।

Level 0

লিংক নেই ত

লিঙ্ক পাচ্ছি না

লিঙ্ক পাচ্ছি না