নিজেই যে কোন Logo তৈরী করুন -ফটোশপ কিংবা গ্রাফিক্সের কাজ জানতে হবে না !!!!!

আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন লগ তৈরি করতে হয়। এটি তৈরি করতে আমাদের বেশ ঝামেলা করতে হয় অনেক টাইম এর প্রয়োজন হয় । আপনি খুব সহজে লগ তৈরি করতে পারবেন একটি সাইটের মাধ্যমে।চলুন বিস্তারিত দেখি।

  • প্রথমে এই সাইটে যান - এখানে  ক্লিক করুন
  • প্রথমে লগ এর ধরন সিলক্ট করুন। এখানে তিনটা অপশন থেকে আপনার প্রয়োজনীয়টা সিলেক্ট করুন।
    FireShot Pro capture #024 - 2010-06-09_09-58-02
  • দ্বিতীয় ধাপে আপনার কোম্পানীর কাজের ক্ষেত্র নির্বাচন করুন।
    FireShot Pro capture #025 - 2010-06-09_10-01-15
  • তৃতীয় ধাপে অনেকগুলো লগো দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দের লগোটি সিলেক্ট করুন।
    FireShot Pro capture #026 - 2010-06-09_10-02-37
  • লগোর নিচে যা লেখা থাকবে তা চতুর্থ ধাপে লিখুন।
    FireShot Pro capture #028 - 2010-06-09_10-05-37

    FireShot Pro capture #029 - 2010-06-09_11-17-30

  • এবার পঞ্চম ধাপে লেআউটে কিছু পরিবর্তন আনতে চাইলে তা করুন। এই ধাপে  লগোটাকে যতটা সম্ভব বড় করুন। {কারন প্রিন্ট স্ক্রিন করে যেহেতু নিচ্ছেন যতটা বড় সাইটের পাওয়া যায় ততটাই ভাল।}।
    FireShot Pro capture #030 - 2010-06-09_11-18-05
  • এবার ষষ্ঠ ধাপ, আপনাকে লগোর ডিজাইনটি কিনে নিতে হবে। ভয় পেয়ে গেলেন না তো। যে টাকা খরচ করে কিনতে হবে...!! ভয়ের কারন নেই..। একটু চিন্তা করে দেখুন, কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন বাটন আছে না! অর্থাৎ আপনার ষষ্ঠ ধাপে যাওয়ার প্রয়োজন নেই। পঞ্চম ধাপে সব কিছু শেষ করার পর কিবোর্ডের Print Screen বাটনে একবার ক্লিক করুন।
    FireShot Pro capture #031 - 2010-06-09_11-18-24
  • এবার Microsoft Paint চালু করে(Start Menu -> Run এ mspaint লিখে এন্টার) এবংctrl+v দিয়ে পেস্ট করুন।

পেয়ে গেলেন আপনার লগো। এরপর আর কিছু মনে বলতে হবে না সবাই বুঝে গেছেন । এখন সেভ করুন।

তুসিন আহমেদ

লিখাটি আগে প্রকাশিত হয়েছে আমার ব্লগ- তুসিনের জল-জোছনায়

Level 0

আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ লিংক টি শেয়ার করার জন্য। তবে স্ক্রীনশর্ট টা দিয়ে দিতে পারতেন।

    Level 0

    ধন্যবাদ আপনাকে ।

টিউনটা ভালোই হয়েছে।ট্রিকসটা ও মন্দ না।

    Level 0

    ধন্যবাদ সজীব ভাই

না, আপনাকে আমার চিনতে ভুল হয় নি। আপনি হলেন জয় ভাই, যিনি টে টী তে অসংখ্য বিজ্ঞাপন দিয়ে টে টি থেকে বিতাড়িত হয়েছেন। এরপর আবার নতুন আই ডি খুলে বিজ্ঞাপন দিচ্ছেন।
tusn ahmed ভাই টিউনের জন্য ধন্যবাদ। আপনি অন্যান্য টিউনারের মত, এই লাজ-লজ্জাহীন ব্যাটার লিঙ্কটা মুছে দেন।
নিমতলির দুর্ঘটনা নিয়ে টিউনে সে লিখেছে, তার নাকি ভাল লেগেছে !!! এই স্বভাব টে টী থেকে বিতাড়িত হওয়া জয় ভাই ছাড়া আর কারো নেই ।কারন জয় আগে কোন টিউন না দেখেই বলত “ভাল” আর একটা বিজ্ঞাপন দিত।বিজ্ঞাপন দিতে মানা করার পরও কথা শুনত না।

ধন্যবাদ tusn ahmed ভাই, ভাল একটা লংক শেয়ার করার জন্য ।

    Level 0

    ধন্যবাদ রমজান ভাই।

প্রথমে টিউনের জন্য ধন্যবাদ।এবং
‘সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও’ ভাইয়ের সাথে একমত পোষন করছি,আমি বরাবরই এই সব বিজ্ঞাপন দাতাদের বিরোধিতা করে আসছি,আর ‘সব্যসাচী’ উনার মনে হয় লজ্জা শরম একটু কম,আরো কয়েক টিউনে উনার এই সবের বিরুদ্ধে প্রতিবাদ করা হইছে কিন্তু কোন ফল হয় নাই,তাই টিউনারের সাথে সাথে আমি এডমিন প্যানেলেরও দৃষ্টি আকর্ষন করছি আবারো যেন উনার বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়া হয়।

    একমত।এডমিন প্যানেলের উচিত এসবের যথাযথ ব্যবস্থা নেওয়া। যায়হোক @ তুসিন আহমেদ ভাইকে চমতকার একটা টিউন উপহারের জন্য অনেক ধন্যবাদ !

আপনি জয় ??? ভাই আপনি কি বলেন ত ?? এত কিছু বলা হয় তার পর ও কথা শুনেন না । কিছু দিন আগে আসলো জয়(সব্যসাচী) তার বিখ্যাত এক ব্লগ নিয়ে 🙁 🙁 এর ও আগে আইছিলো এক আপা তার আর এক বিখ্যাত সাইট মুনবিডি .কম নিয়ে , আপনারা হয় ত জানেন না এই মুনবিডি .কম গুগল কে কিনে নিয়েছিলো 😉 😉 । এবার আইছে সব্যসাচী(জয়) তার বিখ্যাত ব্লগ onlinetips24 নিয়ে । ভাই এভাবে কমেন্ট এ নিজের লিঙ্ক না দিয়ে নিজের ব্লগ এর পিছনে একটু শ্রম দিন দেখবেন ভাল হলে এমনেই ভিজিটর পাইবেন 🙂 ।

মুনবিডি .কম কে নিয়ে আমার একটা টিউনঃ
এত বড় মানের ওয়েব সাইট ! এত নিম্ন মানের বিজ্ঞাপন ?

অনেক সুন্দর টিউন tusn ahmed ভাই !!

Level 0

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ফাহিম ভাই।

Level 0

হা মনে পড়েছে তার কথা
কিছু আগ পর্যন্ত এড দিয়ে অতিষ্ট করে ফেলেছিলেন
তবে আমি একটা কথা বলতে চাই

পাপকে ঘৃণা কর পাপিকে নয়

আমি এবং আমরা তার কর্মটিকে ঘৃনা করি তাকে নয়

আর হা আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই সবাইকে
আপনি একজঙ্কে সম্মান দিন, আল্লাহ আপনাকে সম্মানের যোগ্য করে তুলবেন

আমার কমেন্ট শুনে অনেকে হয়ত নাক সিটকাবে; কিন্তু Objection পড়ুয়াগন আমি নিজেও এই এডের বিরোধি, কিন্তু আমি মর্মাহত এই ভেবে যে উপরে দুইটা কমেন্ট খুব দুঃখ জনক

    Level 0

    লাকি ভাই উপরে আনেক গুলো টিউন আছে, আপনি কোন টিউন দুটির কথা বলছেন। একটু পরিস্কার করুন প্লিজ।

    Level 0

    লাকি ভাই উপরে আনেক গুলো কমেন্ট আছে, আপনি কোন কমেন্ট দুটির কথা বলছেন। একটু পরিস্কার করুন প্লিজ।

    Level 0

    আমি যে কমেন্টের ভিত্তিতে কমেন্ট করেছিলাম তার
    ১টাও এখন নাই।
    কারন মনে হয় আমার যেমন অউটা দৃষ্টি কটু লেগেছিল, এডমিনের গায়েও কিছুটা গেছে

Level 0

টিউনের জন্য ধন্যবাদ
কিন্তু যদি ওয়েবে না হয়ে কোন সফটে হত ইট উড বি বেটার

    Level 0

    আমার জানা মত এমন সফট নেই । যদি কখনো জানতে পারি তাহলে জানব । আপনি ত্ত জানতে পারলে আমাদের শেয়ার করবেন । ধণ্যবাদ আপনাকে ।