আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আমি ছবি নিয়ে কাজ করার জন্য অসধারন ৪ টি সফটওয়ার নিয়ে হাজির হয়েছি । এই ৪ টি সফটওয়ার কাজ গুলো অসাধারণ। এবার আপনি যদি ফটোশপ কম জানেন তাহলে তো আপনার জন্য কোন চিন্তা নেই, ফটোশপে যে কাজ গুলো করতে আপনার ৫-১০ মিনিট লাগত এই কাজ গুলো আপনি এই সফটওয়ার গুলো দিয়ে ২ মিনিটে করে দিতে পারবেন।
তাহলে আসুন এক নজরে সফটওয়ার গুলো কাজ দেখে নিই।
১। Magic Photo Editor নাম তার ম্যাজিক এই সফটওয়ার দিয়ে কি করতে হবে তা আর বলতে হবে না নামেই পরিচয়। সাইজ মাত্র ১৮.০৭ মেগাবাইট ডাউনলোড
২। PhotoInstrument এটা দিয়ে মুখের, দাগ, ইত্যাদি দাগ জনিত কাজ আপনি অতি সহজে দূর করতে পারবেন যা ফটোশপে সময়ের ব্যাপার। সাইজ মাত্র ৩.৪৮ মেগাবাইট ডাউনলোড
৩। Photoshine এটা দিয়েও দারুণ সব ছবির কাজ করা যায়। সাইজ মাত্র ৩৪.০৬ মেগাবাইট ডাউনলোড
৪। Photo Makeup Editor এটা দিয়ে আর কি করতে হবে বলতে হবে না, মেয়েদের যাবতীয় মেকাপ এখানে। ব্যবহার কেমনে করতে আমি জানি না 😆 🙄 সাইজ মাত্র ৩.১৭ মেগাবাইট ডাউনলোড
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না,
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
হোসাইন ভাই এই সফটওয়ার গুলা আসলেই অসাধারন।আমিও ব্যাবহার করি।টিউনের জন্য ধন্যবাদ।