আসসালামু আলাইকুম,
অনেক দিন পর আবার টিউন করতে বসলাম(যখন নাকি সবাই না তবে অনেকে ফেসবুক নামক সাম্প্রতিক জ্বরে ভুগছিল কিন্তু হটাত কাল রাত থেকে বাংলাদেশে অবস্থানকারীরা সাময়িকভাবে FB থেকে বিচ্ছিন্ন)আমি কিন্তু ফেইসবুক এখন চালাচ্ছি!!! কিভাবে সেটা পরে শেয়ার করব।
আগে আসুন এডবি ফটশপ CS-4 সফটয়ারটি শেয়ার করি। অনেক দিন ধরে ভাবছি এটা নিয়ে টিউন করব করব, এবং অবশেষে করেও ফে্ললাম।
এক্ষেত্রে ১টা কথা বলে রাখি যারা ফটশপ আগের ভারশনগুলো ব্যবহার করেছেন তাদেরত নতুন করে কিছু বলার প্রয়োজন নেই, তবে যারা নতুন তাদের জন্য বলছি ফটসপ হল এমন একটা সফটয়ার যেটা ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে ব্যবসায়িকভাবে এর শুনাম কম নয়। তবে এটিকে এক কথায় বলা যায় ছবি এডিট করার মাস্টার প্লাটফরম / সফটয়ার।
সূত্রঃ $Computronics$
বোনাস হিসাবে কেউ যদি ফেসবুক এর প্রক্সি ছাড়া ব্যবহার চান তাহলে আওয়াজ দিবেন টিউন আপডেট হিসেবা অউটা ও দিয়ে দিব
যা হোক টিউনটি ভালো খারাপ যা ই লাগুক মন্তব্য করতে ভুলবেননা
-লাকি এফ এম
বিঃ দ্রঃ গত কিছু দিন থেকে দেখা যাচ্ছে কিছু নতুন ভিসিটর আসছেন, স্বাগতম তাদের। কিন্তু এদের কিছু ভিসিটর আছেন তারা না বুঝে অনেক সিনিয়র টিউনারদের/ভিসিটরদের যাচ্ছে তাই ভাবে কমেন্ট করছেন। তাদের প্রতি বলছি আপনারা অন্যকে সম্মান করুন, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্বি করবেন
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, প্রক্সি ছাড়াই ফেসবুক ব্যবহার করতে চাই।
আমার email address: [email protected]