যারা ফটোশপ নিয়ে কাজ করেন তাদের জন্য আজকে খুব সুন্দর কয়েকটি frame শেয়ার করছি ।এবং সাথে যারা নতুন তাদের জন্য বলবো এই frame এর মধ্যে ছবি গুলো সহজেই বেধে নেওয়ার নিয়ম ।
প্রথমেই frame এর ছবিগুলো দেখুন ।
ছবি বাধাবার নিয়ম:
প্রথমে photoshop open করে পছন্দের ১টি ফ্রেম ও আপনার একটি ছবি open করুন ।এবার আপনার ছবিটিকে menubar থেকে select - all press করে select করুন ।movetool এর সাহায্যে select করা ছবিটিকে drag করে frame এ এনে drop করুন ।অথবা ছবিকে select করে edit menu থেকে copy option এ ক্লিক করে আপনার ছবিটিকে copy করে frame এর মধ্যে paste করুন । এরপর edit menu থেকে free transform select করে ছবিটি পছন্দমত আকারে সাইজ করে নিন ।এবার layer option এ যেয়ে 1 নাম্বার layerটিকে drag করে 0 নাম্বার layer টির নীচে drop করুন ।এবার move tool এর মাধ্যমে ছবিটিকে পছন্দমত set করে double click অথবা enter চাপুন।ছবিটির britness,contrast কমাতে বা বাড়াতে চাইলে menubar থেকে image - adjustment-brightness,contrast এ ক্লিক করে পছন্দমত ছবিটির britness,contrast বাড়িয়ে কমিয়ে নিতে পারেন । সবশেষে layer option এ right click করে flatten image এ click করুন ব্যস শেষ ।যদি একটি ফ্রেমে ২,৩ টি ছবি বাধানোর ঘর থাকে সেক্ষেত্রে নিয়ম একদম same । just খেয়াল করে নতুন লেয়ারটিকে নীছের layer এর নীচে drop করতে হবে । পছন্দমত format এ save করুন ও enjoy করুন ।সবার জন্য শুভ কামনায়...............
আল্লাহ হাফেজ
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
ভালোই মনে হচ্ছে