Photoshop ব্যবহারকারীদের জন্য কয়েকটি exclusive frame (সাথে নিয়মাবলী)

যারা ফটোশপ নিয়ে কাজ করেন তাদের জন্য আজকে খুব সুন্দর কয়েকটি frame শেয়ার করছি ।এবং সাথে যারা নতুন তাদের জন্য বলবো  এই frame এর মধ্যে ছবি গুলো সহজেই বেধে নেওয়ার নিয়ম ।

প্রথমেই frame এর ছবিগুলো দেখুন ।

ছবি বাধাবার নিয়ম:

প্রথমে photoshop open করে পছন্দের ১টি ফ্রেম ও আপনার একটি ছবি open করুন ।এবার আপনার ছবিটিকে  menubar থেকে select - all press করে select করুন ।movetool এর সাহায্যে select করা ছবিটিকে drag করে frame এ এনে drop করুন ।অথবা ছবিকে select করে  edit menu থেকে copy option এ ক্লিক করে আপনার ছবিটিকে copy করে frame এর মধ্যে paste করুন । এরপর edit menu থেকে free transform select করে ছবিটি পছন্দমত আকারে সাইজ করে নিন ।এবার layer option এ যেয়ে 1 নাম্বার layerটিকে drag করে 0 নাম্বার layer টির নীচে drop করুন ।এবার move tool এর মাধ্যমে ছবিটিকে পছন্দমত  set করে  double click অথবা enter চাপুন।ছবিটির britness,contrast কমাতে বা বাড়াতে চাইলে menubar থেকে image - adjustment-brightness,contrast এ ক্লিক করে পছন্দমত ছবিটির britness,contrast বাড়িয়ে কমিয়ে নিতে পারেন । সবশেষে layer option এ right click করে flatten image এ click করুন ব্যস শেষ ।যদি  একটি ফ্রেমে ২,৩ টি ছবি বাধানোর ঘর থাকে সেক্ষেত্রে নিয়ম একদম same । just খেয়াল করে নতুন লেয়ারটিকে নীছের layer এর নীচে drop করতে হবে । পছন্দমত format এ save করুন ও enjoy করুন ।সবার জন্য শুভ কামনায়...............

আল্লাহ হাফেজ

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই মনে হচ্ছে

    ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

    Level 0

    আমার ও ভালো মনে হচ্ছে

Level 0

খারাপ না ভালই…………………………

ধন্যবাদদদদদদদদদদদদদদদদ

Level 0

আপনার সব টিউনই ভাল লাগে, ধন্যবাদ।

    ভাল লাগার মাঝেই স্বাথকতা । সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ….

ফ্রেম গুলো বেশ কাজে দিলো অনেক ধন্যবাদ স্বপ্না

জটিল টিউন ম্যাম, আরো চাই। অনেক ধন্যবাদ ।।।।।।।।।।।

আপনার উপস্থাপনা খুব সুন্দর আপনাকে ধন্যবাদ।

অনেক ধন্যবাদ । কাযে দিবে ভালই।

    Level 0

    অবশ্যই……।
    আস্তেই হবে

ধন্যবাদ . i love those frame…………..

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ ন দিলাম

কারন মোই হুনালাম এটা দিলে মানুস নাকি ছোট হয়

হা হা হাহ আহা

খুব ভাল টিউন, ধন্যবাদ

ধন্যবাদ স্বপ্না, আপনার টিউন টির জন্য,
আমাকে কি আরো কিছু ফ্রেমের খোজ দিবেন?

    নিদিষ্ঠ কোন site এর নাম বলতে পারছিনা কেননা বিভিন্ন site থেকে frame গুলো সংগ্রহ করা । আমার কাছে এমন বেশ কিছু frame আছে । তবে সাইজ অনেক বড় হয়ে যাবে তাই বেছে বেছে এই কয়টি শেয়ার করলাম ।
    ধন্যবাদ ।

    আপনাকে আবারো ধন্যবাদ, উত্তরের জন্য
    আমাকে ২টি site এর ঠিকানা দিবেন? দিলে উপকৃত হবো
    আমার E-mail id=( [email protected] )

অনে……………………………………………………ক সুন্দর ফ্রেম
শেয়ার করার জন্য ধন্যবাদ.

ধন্যবাদ আপনাকে ও….. 😀 😀

Level New

টিউনটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ…………….

আপনার যতগুলো টিউন পড়লাম তার সব ক’টিতেই সুন্দর সুন্দর কিছু ভিন্ন রকমের ডিজাইন দেখলাম। খুভ ভাল লাগে আপনার ব্যতিক্রমধর্মী উপস্থাপনা ও ডিজাইনগুলো। আমার মনে হয় আপনার মনটা ও একটু ব্যতিক্রম। আসলেই কি তাই????

Level 0

ধন্যবাদ আপনার ডিজাইন খুব সুন্দর । ডাউনলোডের অপশন দিলে খুব ভাল হতো।

ভাই অনেক ভাল লাগছে, টেকটিউনে আপনাদের মতো ভাইদের সুন্দর সুন্দর টিউন পেয়ে। দোয়া করি আল্লাহ তায়ালা আপনার মেধাকে আরো আরো বারিয়ে দিন। আশা করবো ভবিষ্যতে আরো ভালো ভালো টিউন নিয়ে আসবেন। ভাই চালিয়ে যান আমরা আপনার সঙ্গে আছি এবং থাকবো।