আমি জানিনা এই বিষয় নিয়ে আগে টিউন করা হয়েছে কিনা। তারপর ও দিলাম যদি করো কাজে লাগে। কেননা একজন গ্রাফিক্স ডিজাইনার এর কাছে ভেক্টর এর কি মূল্য আমি জানি।কারো ভাল না লাগলে জানাই দিবেন। আর যদি কারো ভাল লাগে ভবিষ্যতে আরও ভেক্টর দেয়ার আশা রাখছি। এটাই আমার প্রথট টিউন তাই ভুল হলে মাইন্ড খাবেন না কেউ। পিলিজ।
আমি Shakil Rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Life is Nothing But Sun Is Hot.....
ধন্যবাদ ভাই আপনি মনে হয় আমার মনের কথা বুঝতে পেরেছেন। ভাল কালেকশন থাকলে উপকার হবে। আজকেই বাজারে ভেক্টর .ai ফরমেটের সিডি কিনতে গিয়েছিলাম। না পেয়ে ফিরে আসি। ভেক্টরের যত কালেকশন আছে শেয়ার করেন প্লিজ। আমার ইমেলেও দিতে পারেন- [email protected]