আরবী বারো চাঁদের মধ্যে রমজানুল মুবারকের মাহাত্ব ও গুরুত্ব অতীব তাৎপর্যপূর্ণ। মানব জীবনকে পূত-পবিত্র, সুন্দর এবং পারোলৌকিক মুক্তি, সুখ-শান্তির নিশ্চয়তা দেয় এই রমজানুল মুবারক।
পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দবোধ এবং আত্মশুদ্ধির মহান শিক্ষা ও অনুশীলনে রমজানুল মুবারক মাসের ভূমিকা অনস্বীকার্য।
সত্য-অসত্য, পাপ-পুণ্য এবং ভালো-মন্দের যথার্থ উপলব্ধির মাধ্যমে মানব জীবনকে মহিয়ান ও সফল করে গড়ে তোলার লক্ষ্যেই রমজানুল মুবারকের শুভ আগমন।
আমাদের জীবনের সকল ক্ষেত্রে রমজানের সিয়াম সাধনা করে পবিত্রতম ও ঐশ্বর্যমণ্ডিত।
এক কথায় মাহে রমজান ত্যাগ ও সংযমের মহান শিক্ষা দিয়ে আমাদের রহমত ও বরকতের পাল্লা ভারি করে। অন্যদিকে সমাজ জীবনে সাম্য প্রতিষ্ঠার রমজানের মরতবা ও ফজিলত অপরিসীম, ধনী-গরীবের মধ্যকার ভেদাভেদ ভুলে আমরা এই মহান মাসে পরস্পর একাত্ম হই।
আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়েবনিল এর কিছু প্রফেশনাল রামাদান ওয়ালপেপার । পূর্ণ সাইজের ওয়ালপেপার পেতে ছবির উপর ক্লিক করুন।
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
ধন্যবাদ ।