নতুন এই ভার্ষনের ডিজাইনে নতুনত্ব এনেছে, হয়েছে আরো আকর্ষনীয় । শেপের অন্তর্গত ১৬টি ইফেক্ট এবং টেক্সারের অন্তর্গত ১৬টি ইফেক্ট আছে ।
ডাউনলোড
কিভাবে ইনষ্টল দিবেন নিচের চিত্রগুলো অনুসরণ করুন >
ইনষ্টল দেওয়ার আগে নেট কানেকশন খুলে রাখুন ।কানেকশন থাকলে কিজেনারেটরের কি কাজ করবে না ।
৩২বিট অপারেটিং সিস্টেম এর জন্য Crack×86 ফোল্ডার খুলুন ।
সেই ফোল্ডারের ভিতর যে দুইটি ফাইল আছে কপি করুন
পেইন্টশপ প্রো যদি সি-ড্রাইভে ইনষ্টল দিয়ে থাকেন তাহলে ডাবল ক্লিক সি-ড্রাইভ> ডাবল ক্লিক Program Files(×86)> ডাবল ক্লিক Alien Skin ফোল্ডার > ডাবল ক্লিক Eye Candy 7 ফোল্ডার তারপর কপি করা ফাইল পেষ্ট করুন ।
পেষ্ট করার পর এইরকম দেখবেন
ফটোশপ অপেন করে একটা ডকুমেন্ট নিন । তারপর মেনুবারে গিয়ে
Filter>Elien Skin > Eye Candy 7
Alien Skin Eye Candy 7 এর পপআপ উইন্ডো আসলে এক্টিভেট বাটনে ক্লিক করুন
Eye Candy 7 Activation উইন্ডো আসবে । উইন্ডোটি একপাশে সরিয়ে রাখুন অথবা মিনিমাইজ করে রাখুন
কিজেনারেটর অপেন করুন :
প্রোডাক্ট সিলেক্ট করুন Eye Candy 6 , এরপর জেনারেট বাটনে চাপুন কিজেনারেট হলে , কী কপি করুন , কপি করা হয়ে গেলে কীজেনারেটরটি একদিকে সরিয়ে রাখুন , ক্লোজ করবেন না কাজ বাকি আছে ।
মিনিমাইজ করে রাখা Eye Candy 7 Activation উইন্ডোটি সামনে আনুন , জেনারেট করা সিরিয়াল টি Eye Candy 7 Activation উইন্ডোর License Code এর ঘরের ভিতর পেষ্ট করুন । প্রথমবার না হলে আবার করুন ।
এক্টিভেটিং উইন্ডো এসে কাজ করতে থাকবে
অল্টারনেটিভ এক্টিভেষন উইন্ডো আসবে
Installation ID কপি করুন
খুলে রাখা কীজেনারেটরের Installation Code এর খালি ঘরে কপি করা Installation ID টি পেষ্ট করুন
Installation ID টি পেষ্ট করার পর Serial Number এর জন্য Generate Button এ ক্লিক করুন
সিরিয়াল তৈরী হলে সেটি কপি করুন
মিনিমাইজ করে রাখা Eye Candy 7 Activation উইন্ডোটি সামনে আনুন , কপি করা সিরিয়াল Eye Candy 7 Activation উইন্ডোটির ৩নম্বর ঘরে পেষ্ট করুন
কাজ হয়ে গেলে নেট কানেকশন চালু করে নিন ।
আর যারা ৬৪বিট অপারেটিং সিস্টেম চালাচ্ছেন তারা খুলবেন Crack×64 ফোল্ডার । সেই ফোল্ডারের ভিতর যে দুইটি ফাইল আছে কপি করুন , ডাবল ক্লিক সি-ড্রাইভ> ডাবল ক্লিক Program Files> ডাবল ক্লিক Alien Skin ফোল্ডার > ডাবল ক্লিক Eye Candy 7 ফোল্ডার তারপর কপি করা ফাইল পেষ্ট করুন ।
ফটোশপে যে কোনো শেপ একে শেপের অন্তর্গত ১৬টি ইফেক্ট এর যে কোনো একটিতে ক্লিক করুন পপআপ উইন্ডো আসবে । তারপর সেটিংস নিজের ইচ্ছামতো করে নিয়ে ওকে করলে ইফেক্টটি প্রয়োগ হবে ।
আর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো টেক্সার ইফেক্ট দিতে চান তাহলে টেক্সারের অন্তর্গত ১৬টি ইফেক্ট এর যে কোনো একটিতে ক্লিক করুন পপআপ উইন্ডো আসবে । তারপর সেটিংস নিজের ইচ্ছামতো করে নিয়ে ওকে করলে ইফেক্টটি প্রয়োগ হবে ।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
অনেকদিন পর আপনার আগমন আমাকে খুশী করলো।সফটওয়্যার নিয়ে এত দরদ নিয়ে টিউন আপনাকে ছাড়া আর কাউকে দেখি না।আপনাকে স্যালুট।