মোকআপ ডিজাইন হচ্ছে আপনার তৈরি কোন ডিজাইন এর আউটপুট বা বার্য্যিক দেখাটা কি রকম হবে তা বায়ারকে বা ক্লায়েন্টকে দেখানোর একটা পদ্ধতি, যাতে ক্লায়েন্টকে আকর্ষিত করতে ভাল কাজ করে, আর একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের জন্য এ কাজটা করা অতিগুরুত্ব পুর্ন কাজ.
এখন আমি একটা বিজনেস কার্ড মোকাপ তৈরি করবেন তা ধাপে ধাপে দেখাবো যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়।
এটা হচ্ছে একটা বিজনেজ কার্ড মোকআপ ডিজাইন এটাই কি ভাবে তৈরি করলাম তা দেখাবো কাজটা প্রোফেশনাল লুকিং নয়। শুধু মাত্র আপনাদের পদ্ধতিটা দেখানোর জন্যই বানানো, আশাকরি আপনারা আরও মানসম্পন্নভাবে তৈরি করবেন।
১. প্রথমে ইলাস্ট্রেটরে একটা বিজনেস কার্ড তৈরি করে রাখুন।
২. ফটোসপ ওপেন করুন নতুন একটা ফাইল ওপেন করুন দরুন সাইজ ৩০ও১৫ সি.মি আপাতত রেজুলেশন ২০০ নিন ভাল আউটপুট পেতে হলে ৩০০ নিতে পারেন
একটা টেক্সার নিন গুগুল করে তা ফটোশপে ইনসার্ট করুন নতুন লেয়ার হিসাবে
নিচের মত
অত:তপর এরকম এঙ্গেলে বসান, কি ভাবে বসাবেন সেটা আশা করি বলতে হবে না
ইলাট্রেটরে যান সেখান থেকে আপনার তৈরি করা বিজনেজ কার্ড এর মাপে একটা অবজেক্ট কপি করে পটোশপে পেস্ট করুন স্মার্ট অবজেক্ট হিসেবে
স্মার্ট অবজেক্টটি সিলেক্ট করে Ctrl+j চেপে নতুন দুইটি লেয়ার নিন এবং নেচের মতন আকার দিন এবং এবং কোন পরিবর্তন ছাড়া স্মার্ট অবজেক্ট এর মূর লেয়ারটি লুকিয়ে রাখুন আপাতত।
উপরের সারির লেয়ারটাকে প্রত্যেক বার Ctrl+j চেপে প্রত্যেক লেয়ার অবজেক্টকে up কার্সর দেয়ে উপরের দিকে বান্ডিলের আকার দিন যেমন নিচের ছবির মতন।
এবার মূল অবজেক্ট লেয়ারটি যে লেয়ারটি ইলাস্ট্রেটর থেকে কপি করা যার কোন প্রকার পরিবর্তন করা হয়নি তা অলুকায়িত করুন
এবার এ লেয়ারটি সিলেক্ট করে ctrl + মাউসের কার্সর দিয়ে লেয়ারের চোখ এবং টেক্সটের মাঝে যেখানে আবজেক্ট দেখা যায় তাতে একেরপর এক দ্রুত দুই বার ক্লিক করুন দেখবেন নতুন উনডো সহ এ লয়ার অবজেকটি ভেক্টর লেয়ার আবজেক্ট হিসেবে ইলাস্ট্রেটরে ওপেন হতে চাইবে ওকে করুন
এখন আপনার তৈরি করা কার্ডটি এখানে পেস্ট করুন একই মেজারমেন্ট বরাবর অথবা ctrl+c and ctrl + F
বাস উনডোটি বন্ধ করুন নিচের মতন আসলে yes চাপুন
ফটোশপে এস দেখন আপনার করা কার্ডটি সয়ংক্রিয় ভাবে সেট হয়ে গেছে।
আরোও কিছু কথা আমরা ডিজাইনটি ইলাস্ট্রেটর থেকে স্মার্ট অবজেক্ট হিসাবে কপি পেস্ট করায় তা ইলাস্ট্রেটরে ওপেন হয়েছে কিন্তু তা যদি ফটোশপ এর থেকে স্মার্ট অবজেক্ট হেসাবে তৈরি করা হত তবে তা ডাবল ক্লিক করার পর ফটোশফেই নতুন উনডোসহ ওপেন হত এবং আপনাকে তখন আপনা কজটি ওখানে পেষ্ট করা এবং সেব না করে ক্লোজড করা তখন সেব আপশন আসবে সেব করুন বাস আপনার কাজ শেষ।
শেষ কথা আমার লিখনির আব্যাশ নাই ঘুছিয়ে লেখা হয় নাই তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর রহমতে আপনারা ভাল থাকুন করুন
আমার করা আরেকটি মোকআপ ডিজাইন
আমি নজরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো টিউন গিফট করার জন্য ধন্নবাদ। কিন্তু আমি মনে করি টিউন টা আরেকটু সাজানো গোছানো যেত। স্ক্রীনশট দিলেই ভালো হত।