ফটোশন জানেন না বলে কি হয়েছে! যেকোন লেখাকে ডিজাইন করুন আপনার ইচ্ছামত এবং সহজেই!

বিসমিল্লাহীর রহমানির রাহীম আসসালামুআলাইকুম,

মহান আল্লাহর রহমতে সবাই ভাল থাকুন এই বলে আমার পোষ্ট শুরু করছি।

ভালো ডিজাইন করতে সকলেরই মনে চায়। কিন্তু ভালো ডিজাইন করা অন্যতম পূর্ব শর্ত হচ্ছে ফটোশপে পরদর্শী হওয়া। আর ফটোশপে পারদর্শী হওয়ার জন্য প্রয়োজন দীর্ঘ দিনের অভিজ্ঞতা। আমার মতে, "যে যত ভালো ডিজাইনের কাজই জানুক না কেন, অভিজ্ঞতা হল ডিজাইনের কাজকে সুন্দর করা প্রধান হাতিয়ার।" কিন্তু এমন কিছু ছোট ছোট সফটয়্যার আছে যেগুলো দিয়ে ডিজাইন করলে আপনার মনেই হবে না যে আপনি ফটোশপে এত্তো কাচা! আমি ডিজাইনের কাজ তেমন জানিনা। নিচের ছবি গুলো দেখুন-

আমি প্রথম বার চেষ্ট করেই এমন ডিজাইন করেছি।

Font twister নামক একটি সফটওয়্যার দিয়ে ডিজাইন করেছি। আপনার প্রয়োজন হলে ডাউনলোড করে রাখতে পারেন। Name এবং Serial সহ ডাউনলোড করুন নিচের লিংক থেকে- (ওজন মাত্র ১.৭ এমবি)

https://www.dropbox.com/s/fricmobe41vn2iv/FontTwister1.4%20with%20s%20%26N.zip

[টেকটিউন্সের নীতিমালা অনুসারে বলছি- প্রথম প্রকাশিত হয়েছে এখানে]

ভাই আমিওতো আপনারই মত একজন রক্তে মাংসে গড়া মানুষ তাই ভূল-ত্রূটিতো আমারও হতেই পারে। তাই না?

আল্লাহ হাফেজ।

Level 0

আমি Solayman Rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউন্সের মতই একটি সাইট- www.techtonesbd.com আপনার ইচ্ছামত লিখুন- www.postboxbd.com ইংরেজি একটি সাইট - www.techbetimes.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস