আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন । ব্লগার জীবনের প্রথম টিউনটি করতে বসলাম আপনাদের সামনে ।আমার আজকের টিউনটি মুলত নতুন গ্রাফিক ডিজাইনার দের জন্য । আজকে আমার তিউনের মূল প্রতিপাদ্য বিষয় হল গ্রাফিক ডিজাইন । একজন প্রফেসনাল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কি কি টুলস ব্যাবহার করা দরকার তা নিয়া আপনাদের সামনে হাজির হইলাম আজ । আজকের প্রযুক্তির দুনিয়ায় গ্রাফিক ডিজাইনার রা বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করেন। যেমন- Adobe Photoshop , Adobe Illustrator, Adobe Dreamweaver,Fireworks,Flash Pro,Corel Draw Graphic Siute, Paint shop ect.
তার মধ্যে Adobe Corporation এর Adobe illustrator,Adobe photoshop,Flash ect.
বেশ জনপ্রিয় । Adobe Photoshop সাধারণত ছবি এডিট করার জন্য ব্যাবহার করা হয় ,Adobe illustrator ব্যাবহার করা হয় vector graphic এর জন্য । adobe flash ব্যাবহার করা হয় 2D animation এর জন্য ।আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে এতটুকুই বলব যে যদি কেউ একজন প্রফেসনাল গ্রাফিক দিজাইনার হতে চায় তাহলে তাকে Adobe Corporation এর সফটওয়্যার গুলু ব্যাবহার করলেই চলবে । ধন্যবাদ । এটা আমার প্রথম টিউন । তাই বেশী কিছু লিখলাম না ।ভুল হলে ক্ষমা করবেন । ভাল লাগলে comment করবেন ।কালকে আবার দেখা হবে গ্রাফিক ডিজাইনের না না টিউটোরিয়াল নিয়ে । আমাকে মেইল করতে পারেন -
আমি আসিফ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Asif Khan ।আমি একজন Computer Science & Engineering ছাত্র । Blogging এর নেশা থেকেই techtunes এ Sign up করা ।আশা করি আপনাদের ভাল কিছু উপহার দিতে পারব ।
আপনার পরামর্শ মূলক পোস্টের জন্য ধন্যবাদ ।