প্রিয় নতুন ইলাস্ট্রেটর শিখনে ওয়ালা ভাইয়েরা পর্ব 6 এ থাকছে ডকুমেন্ট কালার মুড নিয়ে আলোচনা তার আগে নিচের চিত্র দেখে বুঝে নিনি।
আপনি যে ডিজাইনটি তৈরী করার উদ্যেগ নিয়েছেন তা কি মিডিয়ার জন্য নাকি প্রিন্টং এর জন্য তা আগে ভেবে নিবেন ।
* যদি মিডিয়ার জন্যে হয় তাহলে RGB মুডের ডকুমেন্ট নিয়ে ডিজাইন করবেন এতে আপনার ডিজাইনটি মিডিয়াতে ফুটে উঠবে কালার কম্বিনেশন ভালো দেখাবে। এক্ষেত্রে ইলাস্ট্রেটর এ কাজ না করে ফটোশপে কাজ করলে ভালো হয় আর যদি মনে করেন আপনার ডিজাইনে আর্টওয়াকের কাজ অনেক তাহলে ইলাস্ট্রেটরে RGB মুডে করতে পারেন।
* যদি মনে করেন আমার ডিজাইনটি কোন প্রিন্টিং প্রেসে ছাপতে দিব তা হলে আপনি CMYK মুডের ডকুমেন্ট নিয়ে ডিজাইনটি করবেন। CMYK মুডে কাজ করার মজাই আলাদা কেননা এতে চারটি মৌলিক রং আছে এবং চারটি ভিন্ন ভিন্ন মিশ্রনে নতুন নতুন রং এর বাহার পাবেন।
আপনি ইলাস্ট্রেটরে কালার প্লোটে CMYK এর মান বিভিন্ন রকমের বসিয়ে বিভিন্ন রং তৈরী করতে পারবেন। আজ এইটুকুই ধন্যবাদ।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখনই ডাউনলোড করুন Adobe Illustrator CS6 এর Full Version
https://www.techtunes.io/adobe-illustrator/tune-id/196180