গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে [পর্ব-০৬] :: ডকুমেন্ট কালার মুড সম্পর্কে জানুন নতুনদের জন্য

গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে

প্রিয় নতুন ইলাস্ট্রেটর শিখনে ওয়ালা ভাইয়েরা পর্ব 6 এ থাকছে ডকুমেন্ট কালার মুড নিয়ে আলোচনা তার আগে নিচের চিত্র দেখে বুঝে নিনি।

আপনি যে ডিজাইনটি তৈরী করার উদ্যেগ নিয়েছেন তা কি মিডিয়ার জন্য নাকি প্রিন্টং এর জন্য তা আগে ভেবে নিবেন ।

* যদি মিডিয়ার জন্যে হয় তাহলে RGB মুডের ডকুমেন্ট নিয়ে ডিজাইন করবেন এতে আপনার ডিজাইনটি মিডিয়াতে ফুটে উঠবে কালার কম্বিনেশন ভালো দেখাবে। এক্ষেত্রে ইলাস্ট্রেটর এ কাজ না করে ফটোশপে কাজ করলে ভালো হয় আর যদি মনে করেন আপনার ডিজাইনে আর্টওয়াকের কাজ অনেক তাহলে ইলাস্ট্রেটরে RGB মুডে করতে পারেন।

* যদি মনে করেন  আমার ডিজাইনটি কোন প্রিন্টিং প্রেসে ছাপতে দিব তা হলে আপনি ‍CMYK মুডের ডকুমেন্ট নিয়ে ডিজাইনটি করবেন। CMYK মুডে কাজ করার মজাই আলাদা কেননা এতে চারটি মৌলিক রং আছে এবং চারটি ভিন্ন ভিন্ন মিশ্রনে নতুন নতুন রং এর বাহার পাবেন।

আপনি ইলাস্ট্রেটরে কালার প্লোটে CMYK এর মান বিভিন্ন রকমের বসিয়ে বিভিন্ন রং তৈরী করতে পারবেন। আজ এইটুকুই ধন্যবাদ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এখনই ডাউনলোড করুন Adobe Illustrator CS6 এর Full Version
https://www.techtunes.io/adobe-illustrator/tune-id/196180

@Jnjaman: আপনি কমেন্ট এর উত্তর দেন না কেন? ভাই আমি ইলাস্ট্রেটার নিয়ে খুবিই সম্যসায় আছি। Windows xp তে কাজ করে Windows-7 এ নিয়ে আসলে ফন্ট সমস্যা দেখায় কিন্তু আমি একই ফন্ট SutonnyMJ Bold দিয়ে Windows xp তে লিখছি ঐ ফন্ট Windows-7 এ আছে তারপর বলে Font Missing. আর আপনার ইমেল আডিটা দিলে আমি স্কিন সট পাঠালে ক্লিয়ার বুজবেন।
একটু সমাধান দিলে খুবিই উপকার হবে। আর টিউনের জন্য ধন্যবাদ।

(ভাই আমি SutonnyMJ ব্যবহার করি কিন্তু font type regular, bold, italic, bold italic. এখান থেকে bold ব্যবহার করি।)

উইন্ডোজ এক্সপির মত কন্ট্রোল পেনেলে গিয়ে ফন্ট কপি/পেস্ট না করে, সরাসরি ফন্টের উপর রাইট মাউসে ক্লিক করে ইনস্টল করলাম। এছাড়া আর একটি কাজ করেছি আগে ফন্ট ইনস্টল করে তারপর এডোবি ইনস্টল করলাম এরপরও কাজ হয়নি।

Level 0

এডোবি ইলাস্ট্রেটর কোন ভার্সন ব্যবহার করছেন জানিনা এবং বাংলার জন্য কোন সফটি ব্যবহার করেন তাও জানিনা
আপনি ইলাস্ট্রেটর সিএস 11.0 টি ব্যবহার করেন এবং বাংলার জন্যে বিজয় বায়ান্নো ব্যবহার করে দেখতে পারেন।
যখন আপনি 7 এ ইলাস্ট্রেটরে ফাইলটি ওপেন করেন তখন ফন্ট মিসিং দেখায়। আপনার যে ফন্টটি ইলাস্ট্রেটরে মিসিং দেখায় তার প্রত্যেকটা সিলেক্ট করে ফন্ট প্যালেট থেকে আপনার কাঙ্খিত ফন্টটি দেখিয়ে দিন। না হলে দুঃক্ষিত আমি বলতে পারছিনা।

Level 0

vai apnar kaj theke onek kisu shikte parsi aro shikte chai. jodi paren aro kisu amader jonno koren. r ekta kotha tool box er konta ki kaj kore ta jodi ektu bole diten ba e somporke kono ebook thakle tar address dile valo hoy. doya kore bibechona korben