উইন্ডোস সেভেন এর লোগো তৈরী করুন।
নিচের চিত্র অনুসরন করুন।
ধাপ-1
ধাপ-2 ইফেক্ট মেনু তে ক্লিক করুন ওয়াপ>Arc.. নিচের মত উইনডো পাবেন চিত্রের ন্যায় সেটিং দিন।
ধাপ-3 প্রিভিউ করে নিবেন দেখতে সুবিদা হবে।
ধাপ-4 এখানে রোলার দিয়ে চিত্রে দেখানো হয়েছে। নিখুত হওয়ার জন্য । রুলারটির উপর মাউস ক্লিক করে নিচে এবং ডানে স্কেল লাইন টানুন
ধাপ-5 আশা করি পেন টুলস দিয়ে শেপ গুলো নিজেই তৈরী করতে পারবেন। চিত্রে যা লিখা আছে প্রয়োগ করুন। কালার ব্যবহার করেছি বুঝার জন্যে। এর পর লোগোটাকে একটু ডানে চিত্রের মত রোটেট করুন। সব কটাকে সিলেক্ট করুন কোনায় মাউস ধরেন দেখবেন মাউস পয়েন্টারে রোটেট চিহ্ন দেখা যাবে।
ধাপ-6 এ গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিতে হবে চিত্রে ধাপে ধাপে দেওয়া আছে। 123456 পর্যায়ক্রমে অনুসরন করুন। আমি শুধু লাল গ্রেডিয়েন্টের সেটিং দিয়েছি একই ভাবে আপনি অন্যগুলোর সেটিং দিন। সবুজ কালার মান C-100, Y-100, K-12, Blue C-100, M-100, K-12, Yellow Y-100, M-20
ধাপ-7 লোগো টাকে জীবন্ত করার জন্যে থ্রিডি ইফেক্ট দিন চিত্রে দেখানো হলো
ধাপ-8 নিচের চিত্রে থ্রিডি উইনডোটি পাবেন চিত্রের ন্যায় সেটিং করুন অথবা অপনার মনে মত করে সাজান। হয়েগেলে লোগোর পাপরি গুলো আকাবাকা হতে পারে সেক্ষেত্রে আপনি পাপড়িগুলো সঠিক ভাবে স্খাপন করুন যাতে অরিজিনাল এর মত হয়। আগে প্রিভিউ করে নিবেন। থ্রিডি বক্সটিকে ডানে, বামে, উপর, নীচ, করতে পারবেন আর প্রিভিউতে খেয়াল রাখবেন যেন মানান সহ হয়।
ধাপ-9 থ্রিডির কাজ হয়ে গেলে টেক্সট টুলসটি দিয়ে সেভেন লিখেন তার পর চিত্রের ন্যায় সেটিং দিন। ব্যাস কাজ শেষ দেখুন হয়ে গেল উইনডোজ সেভেনের লোগো। এভাবে অরো অনেক কাজ করে মজা নিতে পারে নিচে দেখেন ইলাস্ট্রেটরে করা কাজগুলো। ধন্যবাদ
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ 🙂 খুব সুন্দর হয়েছে । আশা করি আরো ভালো কিছু ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে টিউন করবেন ।