আউটসোর্সিংয়ের ক্ষেত্রে গ্রাফিকসের কাজ কেন সেরা ??

মনোবিজ্ঞানের ছাত্র আমি । তাই বলে কি আমি আউটসোর্সিং এর কোন কাজ করতে পারবনা  ? এ ভাবনাতে ভীত ছিলাম। কিন্তু মনের অনেক ইচ্ছা ছিল  অনলাইনে ইনকাম করার । গ্রাফিক্স এর প্রতি আগ্রহ ছিল তাই  সিদ্ধান্ত নেই গ্রাফিক্স নিয়ে কাজ করার । আমি এ প্রথম 99designs.com এ লোগো প্রতিযোগীতাতে ৩০০ ডলার (২২,৮০০ টাকা) জিতেছি, মাত্র ১ মাসের চেষ্টাতে ।

কেন গ্রাফিকসকে বেছে নিলাম?

আমি অনেক জায়গাতে, অনেক ব্লগ পড়ে সিদ্ধান্ত নেই গ্রাফিকস আমার জন্য ভাল হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষতো আউটসোর্সিং বলতে এস ই ও দিয়ে কাজ করাকে বুঝে। সবাই এ কাজকে সবচাইতে সহজ কাজ মনে করে হয়ত। কিন্তু কি কি কারনে আমি এস ই ও র ব্যাপারে আগ্রহী না হয়ে গ্রাফিকসের দিকে ঝুকলাম, সেটা বলি এবার

১) ইংরেজী কম জানাঃ আমি ইংরেজীতে খুব বেশি দক্ষ্য না। সেজন্য এস ই ওতে ভাল করতে পারবনা। এস ই ওতে ভাল করতে হলে ইংরেজীতে তুখোড় হতে হয়, সেটা আমি বুঝে গেছি। বিশেষ করে গুগলের সর্বশেষ আপডেটের পর তথাকথিত লিংক বিল্ডিং করে লাভের চাইতে ক্ষতি খুব বেশি।

অন্যদিকে গ্রাফিকসের কাজ করার ক্ষেত্রে খুব বেশি ইংরেজি ব্যবহারের প্রয়োজন হয়না। শুধুমাত্র বায়ারের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য অল্প কিছু ইংরেজি জানলেই কাজ করা সম্ভব।

২) লেখালেখির অভ্যাস নাইঃ আমার যেহেতু বাংলাতেই লেখালেখির অভ্যাস নাই, সেখানে ইংরেজীতে অসম্ভব মনে হয়েছে আমার কাছে। অফপেজ এস ই ও করার জন্য গেস্ট ব্লগিং, আর্টিকেল রাইটিং, ব্লগিং, প্রেস রিলিজ লিখতে হয়। আমি যেহেতু লিখতে জানিনা, সেহেতু অফপেজ এস ই ওর এ পার্টগুলো আমার  দ্বারা করা সম্ভব হবেনা।

গ্রাফিকসের কাজের ক্ষেত্রে এ ঝামেলা নাই।

৩) অল্প সময়ের কাজঃ কোন ওয়েবসাইটকে যদি এস ই ও করে গুগলের সার্চে টপে আনতে চাই, তাহলে সে কাজ ২-৩ মাসের সময়সাপেক্ষ ব্যাপার। তার মানে আমার কাজের ফলাফল দেখতে হলে আমাকে ২-৩ মাসের জন্য পরিশ্রম করতে হবে। এত ধৈয্য ভাই আমার নাই।

অন্যদিকে গ্রাফিকসের কাজের ক্ষেত্রে কি হয়, সেটা সবারই জানা আছে। যদি লোগো করার কথা ধরি, তাহলে বলব আমার জন্য লোগো বানানো ১৫-৩০ মিনিটের কাজ।

৪) পড়ালেখা করার ঝামেলা মুক্তঃ এস ই ও করার জন্য প্রচুর পড়তে হয়। কোন আর্টিক্যাল লিখতে হলে আগে আমাকে সে ব্যাপারে পড়ে অনেক কিছু জানতে হবে, পরে লিখতে হবে। ভাইগো, বই পড়ার অভ্যাস আমার বরাবরই কম। সেজন্য এস ই ও না শিখার সিদ্ধান্ত নিয়েছি।

গ্রাফিকসের জন্য পড়তে হয়না, শুধুমাত্র বিভিন্ন ছবি বা ফটো দেখতে হয়, যে কাজ শুধুমাত্র আমারনা, আমার মনে হয় পৃথিবীর সবার কাছেই অনেক ইনজয়ের কাজ।

৫) নিজেই করা যায়, গ্রুপ করার ঝামেলা নাইঃ এস ই ওর কাজের পুরো প্রসেস কখনও একা করা সম্ভব কিনা বুঝতেছিনা। পুরো প্রক্রিয়াটা গ্রুপ মিলে করতে হবে। কেউ মনোযোগ দিবে অনপেজ এস ই ওর দিকে, কেউবা ফোরাম পোস্টিং, কেউ আবার ব্লগ কমেন্টিং। এতো কাজ একা করা সম্ভব হয়না।

গ্রাফিকসের কাজ নিজে একা করতে হয়।

আরও কয়েকটি কারনঃ

১) শুধুমাত্র গ্রাফিকসের কাজ হয় এরকম অনেকগুলো বিখ্যাত ওয়েবসাইট  অনলাইনে রয়েছে। আর কোন একটি সেক্টরের কাজের জন্য ওয়েবসাইট তৈরি হয়েছে কিনা আমার জানা নাই। শুধুমাত্র গ্রাফিকসের কাজ হয়, এরকম কয়েকটি ওয়েবসাইটের নাম বলছি।

প্রতিযোগিতা: 99designs.com, freelancer.com/contest/

গ্রাফিকস পণ্য বিক্রি: themeforest.net, graphicriver.net, codecanyon.net, videohive.net, freelancer.com/marketplace

সময় করে একবার এ সাইটগুলো ঘুরে আসুন, তাহলেই বুঝবেন কেন গ্রাফিকসকে আমি আউটসোর্সিংয়ের কাজের জন্য বেছে নিয়েছি।

২) গ্রাফিকস শিখে লোকাল মার্কেটেও চাকুরীর সুযোগ অনেক বেশি। টিভি মিডিয়া, ডিজাইন হাউজ, ওয়েবডিজাইন কোম্পানী, ফ্যাশন হাউজ, গার্মেন্টস সেক্টরসহ বেশিরভাগ জায়গাতেই গ্রাফিকসের কাজ জানা লোক দরকার হয়। সুতরাং ক্যারিয়ার হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেখানে কোর্স করেছি শুধুমাত্র সেখান থেকেই গতমাসে ২টা কোম্পানীতে  ১৭ জন লোককে চাকুরী দিয়েছে, যাদের বেতন এ মুহুর্তে ১৫,০০০ টাকা থেকে ২০,০০০টাকা। তার মানে ক্যারিয়ার হিসেবে বিবেচনা করলেও গ্রাফিকস ডিজাইন শিখে আমি অনেক উপকৃত হয়েছি।

৩) এনিমেশন, ওয়েবডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল ফিল্ম মেকিং শিখতে চাই, তাহলেও আমাকে আগে গ্রাফিকস কোর্স করতে হত। আমি যেহেতু এখন গ্রাফিকস জানি, সুতরাং খুব সহজেই আমি আইটি সেক্টরের অন্য বিভাগগুলোতেও বিচরন করতে পারব, ইনশাল্লাহ।

আমার  অনেক বন্ধু শুধু মাত্র ফোরাম পোস্টিংয়ের কাজ করে কিংবা ব্লগ কমেন্টিংয়ের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করে। যেটা খুব বোরিং কাজ এবং  ইনকামও অনেক কম।কিন্তু পরিশ্রম অনেক বেশি। আমি সেজন্য এস ই ও কাজকে পছন্দ করিনি।

এবার বলব, আমার সাফল্যের গল্প

আমি গ্রাফিকস শিখার সিদ্ধান্ত নিয়ে ভুল করিনি সেটা প্রমান পেতে মাত্র ১মাস সময় লেগেছে। অনেকটা বাধ্য হয়েই আমি 99designs.com এ জয়েন করি। তাহলে সে গল্প বলি। আমি গ্রাফিকসের কোর্সের জন্য ভর্তি হই, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে। সেখানে কোর্সের শুরুতেই সবাইকে বাধ্যতামুলকভাবে 99designs.com এ একাউন্ট খুলতে হয়। সেখানে ক্লাশের প্রজেক্ট হিসেবে 99designs.com এ প্রতিযোগীতাতে অংশগ্রহন করতে হয়। সেই কোর্স করতে করতেই এ ওয়েবসাইটের সাথে পরিচিত হই। গ্রাফিকসের কাজে নিজেকে দক্ষ করার জন্য প্রত্যেকের জন্যই আমার পরামর্শ থাকবে, গ্রাফিকসের কাজ শিখার পর অন্ততপক্ষে ৩মাস এ ওয়েবসাইটের প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহন করুন । তাহলে সবার কাজের দক্ষতা ও কোয়ালিটি বাড়বে অনেক । আমি ১ মাস সেখানে শুধুমাত্র লোগো প্রতিযোগিতাতে অংশগ্রহন করেছি । তারপর দেখা পেলাম সাফল্যের । জিতলাম ৩০০ ডলার। এটাই আমার জীবনে প্রথম আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়। একটা কাজেই আমার কোর্স ফির পুরো টাকার চাইতেও বেশি উশুল হয়ে গেল । আমি এখন আরও বেশি উৎসাহ নিয়ে কাজ করছি ।

দোয়া করবেন যাতে প্রতি মাসে অন্তত একটি করে প্রতিযোগিতাতে জিততে পারি। মাত্র একটা লোগোতেই  মাসে ২৪০০০ টাকা আয় হয়ে যায়। আর আপনাদের দোয়ার পরিমানটা  একটু বেশি হলে হয়ত ২-৩ টাও জিতে যেতে পারি।

আগামীতে আমি 99designs.com এ কাজ করার পদ্ধতি নিয়ে একটা টিউন লিখব, আশা রাখি। এখানে কাজ করতে গিয়ে ১মাসে অনেক টেকনিক শিখেছি। সেগুলো যারা নতুন তাদের জন্য হয়ত কাজে লাগতে পারে।

Level 0

আমি Rony-ahamed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

onek nice post….

i am a small graphic designer. get inspired from your post.

thank you.

apnar jonno jumar namaj pore doa korbo.

    @shofiqsohel48: vai 499 $ dia contest e join kora to shomvob na. I have no money

      @shofiqsohel48: contest korte taka lagbe k bollo?? kono taka lagena, kono exam dite hoyna, profile strong kora nie kono tension o nai…

      @shofiqsohel48: vai, apni ki bujhate chaichen ta ami thik bujhlam na. contest e join korar jonno to tk. lage na,

    @shofiqsohel48: আপনার কমেন্ট পড়ে খুশি হলাম। আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ্‌র রহমতে আমি আবার সাফল্যের দেখা পাই ।

Shobai ke onek dhonnobad amake utshaho deyar jonno.

    Level 2

    @Rony-ahamed: apni bollen apni valo likhte janen na. kinto apni to awesome tune korsen. tune er Quality dekhe taski. Graphics a valo korsen jene onek valo lago. Suvo kamona roilo apnar jonno. 🙂

ভালো লাগলো। আমারও আপনার মত গ্রাফিক্সের কাজে আগ্রহ বেশি। আশা করি আরও কিছু সুন্দর টিউন পাব … 🙂

Level 0

Thanks Rony… Creative IT Institute er details jante hole visit korun http://creativeit-inst.com/

ভাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে এর address এবং কোর্স এর detais janale valo hutu

Level 0

Vai 99designs a/c ase kaj kibabe korte hoy jani na please amake bolen kibabe kaj korte hoy

গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়াশুনা করতে চাইলে দেখতে পারেন আমার এই পোস্ট
‘প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান? অ্যানিমেশন? গেম ডেভলপার? ফ্লিম ডিরেকটর? একসাথেই সবগুলো বিষয়ে ডিগ্রী নিতে পারবেন বাংলাদেশেই!!!’

https://www.techtunes.io/edutunes/tune-id/196638

আপনার জন্য শুভ কামনা রইল। টেকনিকগুলো শেয়ার করুনি জলদি।

Level 0

ভাইয়া অনেক ভালো লাগলো
কিন্তু নিজে কবে পারবো জানি না্‌,…

    @MILTON: vai, apnar mone jodi ei bepare prochondo rokom eccha thake taile khub taratari e parben inshallah.

Onek valo laglo….amar önek age theke icche je ei doroner creative kaj shikhbo….kintu amh ctg.. te thaki ty hoyto sujog hoye utheni…
Apni jodi logo designing sekhaten tahole aro valo lagto.

    @Uncouple topu: Onek valo valo institute ase jekhane onek valo kore shikhai. apni ekto kosto kore tader kas theke shikhun. Ami shomoi pele shikhanur chesta korbo. ekta kotha mone rakhben- keo jodi mon theke kiso shikhte ba korte chai tahole shafollo tar jonno opekkha korte thake…..

    Level 0

    @Uncouple topuএখানে ভিজিট করুন, অনেক কিছু শিখতে পারবেন।
    http://creativeit-inst.com/learning_center.php

@সামির কবির: ভাই আপনার সাইট দেখে ভাল লাগল । খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে ।

ভাল লিখেছেন।তবে গ্রাফিক্স শেখার কাজে আমার ক্লান্তি খুব। 🙁
আর আপনার টিউনের “কিছু লাইন” পড়ে মজা পেয়েছি। 😛

    @Iron maiden: ধন্যবাদ । 🙂

    @Iron maiden: গ্রাফিক্স শেখাটা ত খুব ই মজার একটা বিষয় । আপনি ক্লান্ত কেন শেয়ার করতে পারেন ……………

Level 5

vai obosshoi tune korben donnobadh

Level 0

গ্রাফিকসের উপর অনেক কিছু ছবিসহ শিখতে হলে ঘুরে ।আসুন এ লিংকেঃ http://creativeit-inst.com/learning_center.php

Level 0

vaia apni kothay course korechilen ?

    Level 0

    @ak47 উনি কোথায় কোর্স করেছে সেটা তার লেখার ভেতরেই উল্লেক করা হয়েছে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে উনি কোর্স করেছেন। এদের ওয়েবসাইটঃ http://creativeit-inst.com/ .
    অফিসিয়াল ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/creativeit/ এখানে জয়েন করে আপনার কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

Level 0

ভাই ধন্যাবাদ আমার মত পাবলিককে একটু আশা দেয়ার জন্য।
গ্রাফিকস ডিজাইন ছোটখাট জন্য কম খরচে ভালো প্রতিষ্ঠান কোনটা? জানা আছে আপনার?