গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে [পর্ব-০৩] :: শেপ দিয়ে ফুল তৈরি

গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে

প্রিয় নতুন ইলাস্ট্রেটর শিখনেওয়ালা ভায়েরা আসসালামুআলাইকুম। আজকে যে কাজটি করে দেখাব তা হলো ফুল তৈরী করা । ইলাস্ট্রেটর যেহতু আর্ট ওয়ার্ক প্রগ্রাম তাই আপনাকে সবটুকু কাজই করতে হবে। কাঠামো ছাড়া কোন কিছু হয় না তাই কাঠামো তৈরী কৌশল আপনাকে রপ্ত করতে হবে। পেন টুলস দিয়ে বিভিন্ন শেপ তৈরী করার চেষ্টা করুন এতে আপনার কাজের দক্ষতা আরো বাড়বে। কাঠামো ভালো ভাবে তৈরী করে তার উপর রং, ইফেক্ট যোগ করলে আপনার ইমেজটি জীবন্ত হয়ে উঠবে। তো চলুন কাজটি শিখি। নিচের ফুলের ছবিটি দেখুন কেমন হইছে, ভালোলাগলে করবেন। আসলে এটাই যে গ্রাফিক্স তা নয় এখানে কিছু কমান্ড আছে যা শিখলে আপনি অন্য যে কোন কাজে এই কমান্ডটি প্রয়োগ করতে পারবেন।

এই ফুলটি ই তৈরী করব।

প্রথামে ইলাস্ট্রেটর প্রগ্রামটি চালু করুন। যে কোন সাইজের একটি পেজ খুলুন। 1 ধাপে  টুলস বক্স হতে পেন টুলসটি সিলেক্ট করুন নিচের মত শেপ তৈরী করুন।

2 ধাপ এটা হয়তো আমি ভালো ভাবে বুঝাতে পারবো না তার পরও কিভাবে শেপটা তৈরী করবেন তার একটা নমুনা দিলাম।

3য় ধাপ পাতার শেপটি সিলেক্ট করুন টুলস বক্স হতে রোটেট টুলসটি সিলেক্ট করুন। চিত্রে রোটেট টুলসটি দেখানো হয়েছে।

4র্থ ধাপে দেখেন পাতার শেপের মাঝানে একটি টার্গেট চিহ্ন আছে, দেখতে ঝাপসা দেখাবে সেটাকে নিচের চিত্রের মত নিচের কোনায় নিয়ে আসেন।

5ম ধাপে  শেপের যে কোনায় টার্গেট চিহ্ন টা রাখছেন তার বিপরীত কোনায় মাউস টা ধরেন এবার অল্ট্রা কী চাপুন একই সাথে মাউসটি ডান দিকে চিত্রের মত ড্রাগ করেন। দেখুন দুইটা শেপ পাবেন। তার পর মাউস ছেড়ে দিন।

6 ধাপে দেখুন ফুলের শেপটি তৈরী হয়ে গেছে।

7 ধাপে রং দেওয়ার পালা । তবে সলিড কালার ব্যবহার করবনা গ্রেডিয়েন ব্যবহার করব। নিচের চিত্রের মতো।

এখানে দেখেন স্ট্রোক কালারটি কালো আপনি চাইলে অন্য কোন মানানসই স্ট্রোক কালার ব্যবহার করতে পারেন। তার আগে ফুলের সব কয়টি শেপকে সিলেক্ট করে নিন তার পর সোসেস প্লেট থেকে অন্য যে কোন কালার ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন ফুলের ফিল কালারটি পরিবর্তন করব তা ও একই প্রসেসে করতে পারবেন। ফিল কালার নিতে চাইলে ফিল কালারটি সিলেক্ট থাকতে হবে এবং স্ট্রোক কালার নিতে চাইলে স্ট্রোক কালার সিলেক্ট থাকতে হবে। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই ভাবে কি লোগো তৈরি করা যায়। আমাকে বলেন কিভাবে লোগো তৈরি করতে হয়। জানালে উপকৃত হবো।

    Level 0

    @Rahat490: লেখালেখি করে ভালোবাবে বুঝানো যায় না । ভিডিও টিউটোরিয়াল হলে অব্যশই আপনাকে লোগো বানানোর কাজ দেখাতাম কিন্তু আমাদের দেশে কেউ 300 এমবি ফাইল আপলোড করবেনা এবং 300 এমবি ফাইল ডাউনলোডও করবেনা দেখার জন্যে। সে সময় এবং ধৈয্য আমাদের নাই কারন নেট স্পীড আমাদের সাথে তামাশা করে।

Ai vave !!!!! 🙂 😀 😀 :9

Level 0

এই ভাবে? চেষ্টা করতে সমস্যা কি? জানলে না দেখাই উত্তম।

very ice

আমি ইলাস্ট্রেটর jpg তে ফাইল সেভ করতে পারছিনা
একটু সাহায্য করবেন।

    Level 0

    @Tanversajib: Go File Menu>Expot পেয়ে যাবেন এখানে ফাইল এর নাম দিয়ে ফরমেট টাইপ থেকে jpg সিলেক্ট করুন ওকে দিন আরো একটি উইনডো পাবেন সেখানে উপরে কোয়ালিটি হাই দিন রেজুলেশন কাস্টমে রেখে 300 রাখেন ওকে দিন ব্যাস সেভ হয়ে যাবে JPG Format এ

ভাইয়া আপনাকে ধন্যবাদ এতো সুন্দর ভাবে শেখানোর জন্য। আমি ফুলের শেপ তৈরি করতে পেরেছি কিন্তু কালার করতে পারছিনা। কি ভাবে কালার করবো একটু বলবেন।

আমি একটা বানাইলাম আজকে