প্রিয় নতুন ইলাস্ট্রেটর শিখনেওয়ালা ভাইয়েরা কেমন আছেন? আমি ইলাস্ট্রেটরে কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করব। দোয়া করবেন যেন ধারাবাহিকতা থাকে। নিচের কাজটি করে দেখালাম আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। ধন্যবাদ
ধাপে ধাপে কাজটি করুন।
ইলাস্ট্রেটর প্রগ্রামটি চালু করুন। তার যে কোন সাইজের একটি পেজ খুলুন। 1 নং ধাপ অনুসরন করুন যেটা দিয়ে রাউন্ড শেপ তৈরী করবেন।
Ellipse Tool টি সিলেক্ট করুন।
2 নং ধাপের মত একটি রাউন্ড শেপ তৈরী করুন । শিফট কী চেপে নিবেন। তাহলে রাউন্ডটা নিখুত হবে।
3য় ধাপে রাউন্ড শেপটি প্রথমে সিলেক্ট করুন এবার সোয়ার্জ প্লেট থেকে দেখানো গ্রাডিয়ানটি ক্লিক করুন। নিচের মত পাবেন।
4র্থ ধাপে আবার রাউন্ড অবজেক্টটি সিলেক্ট করুন নিচে দেখেন।
5ম ধামে যেটা করতে হবে দেখুন আপনার ব্রাশ প্লেট টি উইনডোজে আছে কিনা না থাকলে উইনডো মেনু থেকে ব্রাশ নামের অপশনটি চালু করুন দেখবেন প্লেট টি চলে আসছে। এবার ব্রাশে ক্লিক করুন ডান দিকে ছোট্ট এরো চিহ্ন পাবেন সেটা ক্লিক করুন এখন দেখেন “ওপেন ব্রাশ লাইব্রেরী” আছে মাউস রাখেন “বর্ডার ফ্লোরাল” লাল টিক চিহ্নিততে ক্লিক করুন। 6 নং ধাপে একটি প্লেট পাবেন।
এই ফুলের ব্রাশটি না দেখা গেলে প্লেটের স্ক্রলবারটি নিচে নামান পেয়ে যাবেন। এবার এর উপর ক্লিক করুন 7ম ধাপ পাবেন।
দেখুন মজা হয়ে গেল, ফুল দিয়ে রাউন্ড করা একটি ডিজাইন। এখন এর ভিতর যেকোন টেক্সট লিখেন যেমন আপনার নাম বা অন্য কিছু। এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য একটি কাজ নিয়ে। সবশেষে আবার ধন্যবাদ
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জামান ভাই এগিয়ে চল আমরা আছিই তোমার সাথে,
সামনে ইলেকশ তো তাই একটু তাদের মত করে বললাম কিছু নিয়েন না
এগিয়ে জান