যারা ইলাস্ট্রেটর শিখছেন তাদের জন্যে আমার এই ছোট্ট প্রয়াস। আমি বলবনা আমি ইলাস্ট্রেটরের সব কিছু জানি তবে যা পারি সেটুকুই নতুনদের মাধে শেয়ার করতে চাই। আজকে যা করব তা হলো ইলাস্ট্রেটরে কিভাবে থ্রিডি টেক্সট তৈরী করা যায়।
প্রথমে ইলাস্ট্রেটর প্রগ্রামটি চালু করুন। File Menu থেকে New ক্লিক করুন একটি উইনডো আসবে সেখান থেকে আপনার পছন্দ মত সাইজ দিয়ে ওকে চাপুন। ভালো রেজাল্টের জন্যে বড় মাপের পেইজ নেন যেমন A4 সাইজের পেইজ। এই প্রাথমিক কাজটি করার জন্যে হয়তো আমার প্রয়োজন পরবেনা।
এবার হরিজেন্টাল টাইপ টুলসটি সিলেক্ট করে আপনার পছন্দ মত যেকোন টেক্সট লিখন। যেমন আমি থ্রিডি টেক্সট লিখেছি।
গোল চিহ্নিত Fill কালার এবং স্ট্রোক কালার আপনার পছন্দ মত সোয়ার্জ কালার প্লেট থেকে নিয়ে নিন। এখানে উপরের কালার হলো “ফিল” এবং নিচের কালার টা হলো “স্ট্রোক” মানে আউট লাইন। কাজটি শেষ এবার ইফেক্ট দেওয়ার পালা।
টেক্সটটি সিলেক্ট করুন মেনু বারে “ইফেক্ট” নেনু পাবেন সেখান থেকে যান “থ্রিডি” তারপর যান “এক্সট্রুড এন্ড বেভেল” এ নিচের মত একটি উইনডো আসবে ।
এখানে সর্বপ্রথম প্রিভিউতে ক্লিক করুন তাহলে আপনার কাজটি করতে আরো সহজ হবে দেখতে পাবেন টেক্সটি কেমন হচ্ছে। তার পর আমার চিহ্নিত থ্রিডি বক্সটি মাউস দিয়ে ডানে বামে, উপরে নীচে ড্রাগ করুন এবং টেক্সটির দিকে তাকান কেমন হচ্ছে। আপনার মনের মত হলে ওকে চাপুন। এখন আপনি চাইলে গ্রাডিয়ান ব্যবহার করতে পারেন। যেমন টা আমি ব্যবহার করেছি সোয়ার্জ প্লেটে গ্রাডিয়ান পাবেন কালো, সবুজ, ব্লু ইচ্ছে করলে আপনি নিজেও গ্রাডিয়ান তৈরী করে নিতে পারেন। থ্রিডি টেক্সটিকে আপনি ফটোশপে নিতে চাইলে কপি করে ফটোশপের যে কোন প্রয়োজনীয় কাজে পেষ্ট করতে পারেন পেষ্ট হলে ওকে চাপবেন তাহলে হয়ে যাবে।
নিচে ইসাস্ট্রেটর ও ফটোশপের সংমিশ্রনে আমার একটি কাজ।
নতুন ভাইয়েরা যারা আছেন তাদের কোন কিছু জানার থাকলে বলবেন, যদি আমি পারি আপনাদের সাথে অবশ্য শেয়ার করব। ধন্যবাদ
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
go ahed……………….