পিকাসা [পর্ব :৪] সাধারণ ছবি কে অসাধারণ

আশা করি সবাই ভালো আছেন। আজকে পিকাসা এডিটর এর  কাজ অর্থাত এডিটিং এর কিছু কমান্ড  একই সাধারণ তোলা ছবি কে ফ্রেম এ বাধব,কিছু টেক্সট দিব এবং বেসিক যে ফিক্সিং অর্থাত brightnest,কনট্রাস্ট অটোমেটিক ভাবে  দেওয়ার  কৌসল শিখব।শুরু করার আগে দেখে নিন কি থেকে এই হবে:

এখন আপনার পিকাসা ওপেন করুন।আপনার ছবি খুঁজে নিয়ে ডাবল ক্লিক করুন।এডিটিং উইণ্ডো চালু হবে।বাম পাশ এর pallete গুলো  দিয়ে কাজ করতে হবে।আমি এগুলোর বর্ণনা দিব না।কাজ করতে করতে সব শিখবো।

তো বাম পাসের pallete গুলো থেকে I am feeling lucky তে ক্লিক করুন।আপনার ছবির lighting জনিত সমস়া দূর হবে।আবার একে একে Auto Contrast & Auto color এ ক্লিক করুন।যদি মন মত না হই তবে CTRL+Z চেপে আন্ডু করতে পারেন।

এবার দেখুন আপনার pallete এর উপর তিন নম্বর এ একটা ব্রাশ আইকন আছে এতে ক্লিক করলে ফিল্টার অপসন আসবে।

আপনার ইচ্হা মত ইফেক্ট এ ক্লিক করুন,দেখবেন কিছু স্লাইডার আসবে সেটিংস গুলো প্রয়োজন মত সিয়ে apply এ ক্লিক করুন।

আবার শেষ নিল ছবির ব্রাশ আইকন এ ক্লিক করে Polaroid সিলেক্ট করে apply করুন।

আমি আসলে আপনাদের পথ তা দেখিয়ে দিলাম, আবার আপনারা নতুন নতুন পথে হাটুন,সুন্দর ছবি বানান দেখুন খুব তৃপ্তি পাবেন।

Level 0

আমি seeam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কমেন্ট করতে বড্ড দেরি হয়ে গেল, তাই বলে মনে করবেন না যে আপনার টিউন ভাল হয়নি।
আপনার টিউনটি অত্যন্ত সুন্দর হয়েছে, চালিয়ে যান……