3DS Max শিখতেছি। নিজে নিজে আর Net এর সাহায্য নিয়ে। গত কয়েকদিনে দুটো Design করলাম। কোন Tutorial দেখে করা না। পুরোটাই নিজের করা। শেয়ার করার ইচ্ছা হলো । তাই Share করলাম। খুব ভালো কিছু আশা করা ঠিক হবে না। কারন এখনও শিখছি। ছবি বড় করে দেয়া গেলে ভালো হতো। দেয়া যাচ্ছে না। আমার করা আরও কয়েকটি ডিজাইন দেখার জন্য visit---> www.saifulsworld.webs.com
আমি সাইফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাইফুল ভাই কেমন আছেন। অনেক দিন পর আপনার কাজ পেলাম। অনেক সুন্দর হয়েছে।