যারা গ্রাফিক্স ডিজাইন করেন বা করতে পছন্দ করেন তাদের কাছে এডোব ফটোশপ ও ইলাস্ট্রেটর সবচাইতে প্রিয় মাধ্যম। কিন্তু অনেকেই এগুলো কঠিন বলে ব্যাবহার করতে পারেননা। তাই ছোট ছোট কাজের জন্য ফটোশপের বিকল্প সফটওয়্যার তারা ব্যাবহার করতে পারেন।
ফটোশপের বিকল্প হিসাবে Xara Photo & Graphic Designer সফটওয়্যারটি খারাপ না। ব্যাবহার করে দেখলেই বুঝতে পারবেন। যাদের কম্পিউটার পুরাতন তারা অনায়াসে এই সফটওয়্যার ব্যাবহার করতে পারবেন। এর ওজন মাত্র ৫৬ মেগাবাইট। আর এই সফটওয়্যার ব্যাবহার করতে সর্বনিম্ন কি পরিমান ক্ষমতা আপনার কম্পিউটারের থাকতে হবে তা হল:
এই সফওয়্যার দিয়ে আপনি এডোব ইলাস্ট্রেটরের মত ভেকটর ডিজাইন সুবিধা পাবেন। থ্রিডি ডিজাইন করতে পারবেন।
ইন্সটল করার নিয়ম:
প্রথমে Download থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। এক্সট্রাক্ট করে ইন্সটলার ফাইল টি ইনস্টল করুন। এরপর Crack ফোল্ডার থেকে protein.dll ফাইলটি C:\Program Files (x86)\Xara\Xara Photo Graphic Designer 2013\Protein এই ফোল্ডারের মধ্যে পেস্ট করুন। ওভার রাইট করতে চাইলে ওভার রাইট করুন। ভয় নাই crack টি ভাইরাস না। হয়ে গেল ফুল ভার্সন।
তবে একটা কথা যে যত কঠিনই হোক না কেন, যদি পারেন এডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল ড্র ইত্যাদি শেখার চেষ্টা করেন। ইন্টারনেটে এইসব বিষয়ে অনেক টিউটোরিয়াল পাবেন। ইউটিউবেও অনেক টিউটোরিয়াল পাবেন।
ধন্যবাদ। পরবর্তী সময় আরও কিছু এই ধরনের সফটওয়ার আপনাদের জন্য পোস্ট করব।
আমি Utpal Kumar Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Utpal Kumar Sarkar.I live in Puthia,Rajshahi.My Phone number:8801721207443;Facebook id: utpal443;email: [email protected]
প্রিয় টিউনার,
টেকটিউনস নীতিমালা ১.১৩ অনুযায়ী – টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে “আমার ব্লগ বা সৌজনে” উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।