রঙ নিয়ে যত কিছু-৫ ( কালার হারমোনি -উদাহরণ ও ভ্যালু ড্রয়িং)

রঙ নিয়ে যত কিছু- ১

 

রঙ নিয়ে যত কিছু-২ (উষ্ণ এবং শীতল রং)

 

রঙ নিয়ে যত কিছু-৩ ( টোন, শেড, TINT)

 

রঙ নিয়ে যত কিছু-৪ ( কালার হারমোনি )

কালার হারমোনি নিয়ে গত পর্বে আলোচনা করা হয়েছিল । এবারে কয়েক ধরনের হারমোনি মেনে একই ছবি কয়েকবার আঁকা হল। পার্থক্যগুলি দেখুন। চিলড্রেন বুক এ সবচেয়ে বেশী ব্যবহার হয় আসলে প্রথম দুইটাই। আর একটা সময় এগুলো হাতে এসে গেলে আপনি সহজেই সব ধরনের হারমোনি মিলিয়ে একটা ছবি আঁকতে পারবেন, সেটা আরো মজার। এখানে আমি নিজে যে সব ঠিকমত এঁকেছি তা ঠিক নিশ্চিত না। কেউ ভুল ধরিয়ে দিলে খুশী হব।

এবার যাচ্ছি  ভ্যালু ড্রয়িং এ।

ভ্যালু ড্রয়িং

কারো বাসায় কি সাদা-কালো টিভি আছে? এখন না থাকলেও এক সময় ছিল না এমন কাউকে হয়ত পাওয়া যাবে না। সেই সাদা কালো টিভিতেই কিন্তু আমরা বিটিভির স্বর্ণযুগের সব অনুষ্ঠান দেখেছিলাম। এবং রঙ না থাকায় তখন আমাদের কারো কোন সমস্যা হয়নি। ভ্যালু নিয়ে লিখতে গেলে এই ব্যাপারটাই আমাদের আগে বুঝতে হবে। কোন রকম রঙ না থাকলেও এমন কী ছিল যাতে কোন কিছুই বুঝতে সমস্যা হয়নি? রঙ না থাকলেও সেখানে যা ছিল তার নাম -VALUE. সোজা বাংলায় পরিমাণ। আসলে রঙের ভিত্তি এই VALUE। রংকে বরং আমরা আঁকিবুকির একটা দ্বিতীয় শ্রেনীর উপাদান বলতে পারি যা আঁকার ভাব (MOOD) ছাড়া আর তেমন কিছুই নিয়ন্ত্রণ করে না। সুতরাং VALUE যদি আমরা একবার বুঝে ফেলি তাহলে রং করার ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে।

(এখানে ফটোশপে কাজটা করা হয়েছে, কিন্তু নিয়ম সব ক্ষেত্রে একই)

প্রথমে মিডটোনে একটা সলিড ফিগার আঁকা হল

এবারে একটা বেসিক শেড দেয়া হল, ধরে নেয়া হল আলো ওপর থেকে আসছে। (ওয়াটার কালার, পোস্টার কালার, পেন্সিল সব ক্ষেত্রেই নিয়ম এক)

এবার আরেকটু বেশী VALUE দিয়ে ওপরের জিনিসপাতি আঁকা। খেয়াল করুন, এখানে প্রথমে কালো রঙ্গটার হয়ত ২০% VALUE নেয়া হয়েছিল। তারপর ওপরের শেডটা দেয়া হয়েছিলো ৪০% এ। আর এখন বাকি সব আঁকা হচ্ছে ৬০% এ- মানে একই রঙের বিভিন্ন পরিমাণ বা VALUE দিয়ে আমরা আঁকছি।

টুকটাক ডিটেইলিং ও ১০% VALUE দিয়ে হাইলাইট ফেলা হল

এবারে সবচেয়ে মজার অংশটা (এটা অবশ্য কম্পিউটার সফটোয়ার ছাড়া করা যাবে না)। আমাদের করা VALUE ড্রয়িং এর ওপর এবার একটা লেয়ার নিয়ে সেটাকে COLOR MODE এ নিয়ে আসতে হবে।

এরপর ম্যাজিক! যেখানে যে রঙ চান শুধু সেটা নিয়ে চাপিয়ে দিন।
আপনি সেটা যত গাঢ়ই নিন না কেন সে পরবে ঠিক তার আগের সাদা কালো VALUE অনুযায়ী।
অর্থাৎ আপনি আসলে সাদ-কালো টিভির ওপর একটা রঙ্গীন পর্দা ফেলছেন।
VALUE আগেরটাই রয়ে গেছে।

শেষ! (ঠান্ডা আর গরম রঙ কি আলাদা করতে পারছেন?)

এই VALUE নিয়ে এও কিছু বলার কারণ হল আপনার আঁকার সব ঠিক থাকলেও যদি VALUE ঠিক না থাকে তবে মাঠে মারা। যদি কম্পিউটার এ আঁকেন তো এটা আগে থেকে করে নেয়া অনেক সহজ। (মাস্টার আঁকিয়েরাও এই পদ্ধতিতে আঁকছেন আজকাল, মানে আগে সাদায় কালোয় এঁকে নিয়ে) আর হাতে-কাগজে করলে আগে পেন্সিল বা চারকোল এ VALUE কোথায় কত হবে সেটা ছোট্ট করে করে নিতে পারেন।

আজ এইটুকুই, পরের পোস্ট হবে এক রঙের সাপেক্ষে আরেক রঙ কিভাবে কাজ করে তা নিয়ে।তবে tt তে শেয়ার করবো কিনা বলতে পারছিনা। কারন মন্তব্য খুবই কম। মনে হচ্ছে ভিজিটর রা এইরকম লেখা চায়না। যা হোক যারা বেশি আগ্রহী তারা আমার ব্লগ http://www.piokaha.com থেকে পড়তে পারবেন। ভাল থাকুন সবাই।

লেখক : মেহেদী হক

সর্বসত্ত্ব লেখক । অনুমতি ছাড়া কোন ব্লগ, পত্রিকা বা ম্যাগাজিনে ব্যাবহার করা যাবেনা।

 

 

পূর্বে http://www.piokaha.com ফ্যাশন ব্লগে প্রকাশিত।

Level New

আমি mam13113। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই আমি তো কালার নিয়ে আপনার প্রতিটা পোস্টই পড়েছি। কিন্তু কমেন্ট করিনি। তাই কমেন্টের দিকে না তাকিয়ে চালিয়ে যান। কমেন্টের ওপর পাঠক সংখ্যা নির্ভর করে না।

Level New

amio razu vaier sathe akmot.
chaliy jan vai.

vai onak donnobad Rong nea amon post korar jonno………
ja jance sob e amar kasa notun.
asa korbo chaliy a jaban.

ভাই অাপনার নাম্বার টা দিন কথা অাছে