"রঙ নিয়ে যত কিছুর " 4 নং পর্বে সবাইকে স্বাগতম।কথা না বাড়িয়ে শুরু করা যাক।
এইবার আমরা হুইলের আসল কাজটা দেখি। মানে রঙ করার সময় এটা আসলে কি কাজে লাগে। একটা ছবি রঙ করার সময় আসলে মূল যে ব্যপারটা মাথায় আগে আনতে হবে সেটা হল ছবিটা কিসের? মানে সেটার 'ভাব'টা কী। সেটা কি আনন্দ? দুঃখ? ক্রোধ? লালসা? রঙ করার আগে আসলে সেটাই প্রথম কাজ। সেটা করার জন্যে কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। তার প্রধান কয়েকটা আমরা একটু দেখি,
COLOR HARMONY (এখানে ক্লিক করে মুল সাইটটায় যেতে পারেন যেখান থেকে এই সব কিছু নেয়া)
Complementary Harmony বা উলটা হারমোনি
হুইলের যেকোন রঙের সাথে যদি ঠিক তার উলটো দিকের রঙ নেয়া হয় তবে এই হারমোনি ঘটে।
সাধারণতঃ উজ্জ্বল, চড়া দাগের ভাব ধরতে এই প্যালেট টা ব্যবহার করা হয়।
Analogous Harmony বা পাশাপাশি হারমোনি
হুইলের পাশাপাশি কমপক্ষে তিনটা রঙ নিয়ে যদি রঙ করা হয় তবে এটা ঘটবে।
নরম কোমল ভাবের ছবি- ল্যান্ডস্কেপ, স্বপ্নালু দৃশ্যপট ইত্যাদিতে এই প্যালেট বেশ কাজে দেয়।
Triadic Harmony বা ত্রিভূজ হারমোনি-
এই ধরণের একটা সমবাহু ত্রিভূজ ভেবে নিয়ে যদি হুইল থেকে রঙ নেয়া হ।
এটা আর পরের Split complementary আসলে complementary' র মতই
তবে কম চড়া।
Rectangle (tetradic) color Harmony বা বাক্স হারমোনি-
এ ক্ষেত্রে একই কাজ করা হয় একটা আয়তক্ষেত্র এঁকে
চিল্ড্রেন বুক এ বা কমিক্স এ এই রঙের প্রাধান্য দেখা যায়।
বেশ ঝলমলে একটা অনুভুতি আনে এই প্যালেটটা।
Square color Harmony বা
বর্গ হারমনি আসলে এ পর্যন্ত এসে আপনি বুঝে যাবেন যে কালার হুইলের ওপর
যে কোন একটা জ্যামিতিক অবয়ব ফেলে দিলেই সেটা কিছু একটা হয়ে যায়, আর রঙের সবচেয়ে
মজাদার জগৎ এখান থেকেই শুরু হবে কারণএখন আপনি নিজেই নিজের
মত করে বিভিন্ন হারমনিয়াস স্কিম বানাতে পারবেন।
পরের পোস্ট টা হবে কালার হারমনির আর কিছু কথা নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন 🙂
_________________________
লেখক : মেহেদী হক
[warning]সর্বসত্ত্ব লেখক । অনুমতি ছাড়া কোন ব্লগ, পত্রিকা বা ম্যাগাজিনে ব্যাবহার করা যাবেনা।[/warning]
আমি mam13113। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জরুরি সাহায্য প্রয়োজন/আমার ল্যপটপের এক্সটারনাল কীবোড এর নিচের সারির অথাৎ Z থেকে M পয৴ন্ত বাটনগুলো প্রেস করলে উল্টা পাল্ট অক্ষর অসে এবং কিছুক্ষন পর কম্পিউটার অফ হয়ে যায়। কিন্তু ল্যপটপের বডি কীবোড ঠিকমতো কাজ করেছ। বুঝতে পারছিনা কীবোডটা কি ভাইরাস আক্রান্ত হয়েছে নাকি অন্য সম্যসা এবং লেখা আসে রান ৫৫