সবাইকে 'ঈদ মোবারক'। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। বাংলাদেশে ইউটিউব বন্ধ থাকা অবস্থায়ও এখন পর্যন্ত ভিডিও টিউটোরিয়ালগুলো ২৫০০+ দেখা হয়ে গেছে। 😀 অর্থাৎ যারা দেখছেন তারা প্রক্সি বা অন্য কোন উপায়ে দেখছেন। কবে যে ইউটিউব আনব্লক হবে!
যারা এখনো জানেন না কিভাবে ইউটিউব ভিডিও ব্রাউজ করতে হবে এবং ডাউনলোড করতে হবে তারা দেখুন এই পোস্ট।
এই প্যাকেজে কালার অপশনগুলো আলোচনা করা হয়েছে এবং নতুন একটা প্রজেক্ট শুরু করা হয়েছে। চলুন শুরু করা যাক। এই টিউনটি ভাল মতো দেখতে উপরে দেয়া পোস্টের সফটওয়্যার ultrasurf ওপেন করে তারপর পড়ুন।
পুরো টিউনটি উপরে দেয়া আল্ট্রা সার্ফ ওপেন করে দেখলে ভাল মতো দেখা যাবে।
সব শেষে আমার ফেসবুক ফ্যানপেজের সাথে পরিচয় করে দিচ্ছি। নিয়মিত আমার সকল পোস্টের আপডেট পেতে আমার ফ্যানপেজে জয়েন করুন। আপনাদের যদি কোন উপকার করে থাকি তাহলে আমার ফ্যানপেজে একটা লাইক আশা করতেই পারি। আশা করি নিরাশ করবেন না।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ঈদ মোবারক হাসান ভাই । সাথে ছিলাম আছি থাকবো। ১০ নং পার্টটি এতো দিন কোন এক অজ্ঞাত কারনে ডালো করতে পারিনি, আজ হচ্ছে। সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসায় আমরা খুবই খুশি। আর পাসপোর্ট ও স্ট্যাম সাইজের ছবি ক্রপ করা ও ফোর আর পেজে সহজেই কিভাবে সাজানো যাবে এই বিষয়ে একটি বিস্তারিত টিউন আমার খুবই জরুরী হয়ে পড়েছে। কারন এই সামান্য কাজটির জন্য আমাকে আজাও ফটোশপ সেভেনে এর কাছে ফিরে যেতে হচ্ছে। কারণ সিএস৬ এ ক্রপ করাটা কিছুতেই পারছিনা যতটা সহজে ফটোশপ সেভেনে পারি। যদিও আশ্বাস দিয়েছেন ধীরে ধীরে এ বিষয়ে টিউন করবেন কিন্তু তর যে সইছেনা। খুব শীঘ্রই পরবর্তী টিউনের প্রত্যাশায়
@মোহাম্মদ খালিদ হোসাইন: অনেক ধন্যবাদ খালিদ ভাই। বেশি দরকার হলে হেল্প বিভাগে একটা টিউন করে ফেলুন অনেকেই সমাধান দিবে। আমি যেহেতু ধারাবাহিক একটি টিউটোরিয়াল তৈরি করছি তাই সময় লাগবে। সাথেই থাকুন। 🙂
বস আপানার পিসির কনফিগারেশন কি ? সি এস ৬ এর জন্য কোন ধরনের গ্রাফিক্স কার্ড আপনি রেকমেন্ড করেন । আমার পিসি কোর আই ৩ আর ৪ জিবি র্যাম গ্রাফিক্স কার্ড এর জন্য বসে আছি । সি এস ৬ চালানোর ইচ্ছা আছে । ধন্যবাদ।
ধন্যবাদ হাসান যোবায়ের ভাই । আপনার টিউটোরিয়াল গুলো খুব ই কাজের । কিন্তু আমার ভাই সি এস ৬ টা এখনো লোড করতে পারলামনা । প্রবাসী ভাই দেওয়ার ১দিন পরেই মিডিয়া ফায়ার থেকে রিমুভ করে দিয়েছে । তাই ঠিক সময়ে নিতে পারলামনা । যদি দয়া করে প্লিজ হেল্প করেন খুব ই কৃতজ্ঞ থাকবো ।
@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ধন্যবাদ ভাই । আসলে আমি এডবি র অফিসিয়াল সাইট থেকে প্রায় ৫ জি বি মাস্টার কালেকশান ফাইল টা লোড করেছিলাম , যা এই টেক্টিউন্স এ, অনেকেই (সি এস ৬ এর লিঙ্ক ) দিয়েছিল । কিন্তু আমি কোনো ভাবেই ইন্সটল করতে পারি নাই । ওই কম্প্রেসড ফাইল গুলো থেকে কোনো ভাবেই সি এস ৬ টা উদ্বার করতে পারি নাই । এজন্য আপনার হেল্প ছেয়েছিলাম । যাক আপনাকে ধন্যবাদ । পরামর্শের জন্য । দেখি এখানে দোকানে পাওয়া যায় কিনা । আসলে আমি জেদ্দায় থাকি তো , এখানে প্রিন্ট কপি পাওয়া খুব দুসসাদ্দ ।
@হিমু: আশারাখি ভাল আছেন। আপনি দেশের বাইরে তাই আপনার জন্য। ফটোশপ CS6:-১০০ মেগাবাইটের ফাইলটা ডাউনলোড দেন। আর হে হয়তো ভাবেন 1.82 জিবি ফাইল টা ১০০ মেগাবাইট। ভাই একটা সফটও্যয়ারে হাবিজাবি দিয়ে বড় করে ব্যবসার জন্য।
*যাক এবার কথায় আশি-আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেলে rar.এক্ট্রা করবেন।আপনি যখন যেকোন ছবি নিয়ে কাজ করবেন তখন একটু কষ্টো করে ফটোশপ টা আগে ওপেন করবেন। কারন লাইসেন্স করা সকল এপ্লিকেশন সব ফাইল মানে ছবি টাইপের অপশন শো করে।আপনাকে যে টা দেওয়া সে পোর্টএবল মানে( লাইসেন্স জামেল নেই,সরাসরি ওপেন হবে)কোন এপ্লিকেশন সব শো করবেনা তাকে দেখিয়ে দিতে হয়। আপনি ফটোশপ ওপেন করে বা পাশে ফাইল নামে অপেন গিয়ে যা অপেন করবেন তা দেখিয়ে দেবেন।
বি:দ্র:-নতুন যেকোন জিনিশ টাকা ছাড়া(ফ্রী)mediafire অনেক প্রবলেম করে।তাই আপনাকে এই লিং টা দিলাম।তারাতারি করুন depositfiles এরাও অনেক কঠিন হচ্ছে।ডাউনলোড দেন। http://depositfiles.com/files/uce7ym60y
@নির্জন আলো BD(Sonicebd): আপনাকে অনেক ধন্যবাদ । লোড করে রাখলাম । কারন আমি আরেকজনের কাছ থেকে টরেন্ট লিঙ্ক নিয়ে লোড করে ইন্সটল করে ফুল ভার্সন করে নিলাম । কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে । সফট তা ওপেন করলে একটা মেসেজ আসে এরকম ( photoshop detected graphics hardware that is not officially supported. if you experience problems, pleas uncheck the use Graphics Processor checkbox in the performance panal of the Preference dialog) আমার পিসি র রাম ৩জিবি হার্ড ৫০০জিবি w7 original 32bit । ফটোশপ এ একটা কাজ করলাম এরপর আরেকটা কাজ যখন করতে গেলাম দেখি যে আগের কাজের এফেক্ট গুলো আলটিমেটলি এসে যাচ্ছে । এখন কি করতে পারি ভাই প্লিজ জানাবেন। ধন্যবাদ।
ভাই,আপনি ফটোশপটা নরমালি ওপেন করেন,তার পর আপনার এই ( photoshop detected graphics hardware that is not officially supported. if you experience problems, pleas uncheck the use Graphics Processor checkbox in the performance panal of the Preference dialog)লেখাটা আসলে ওকে দেন।ব্যাস কাজ শেষ।এটা কোন জামেলা না।প্রোটেবল তো তাই এমন একটা অপশন আসবে।আপনি প্রতিটি কাজে ফটোশপ কে যে কোন ফাইল চিনিয়ে দিন।তাহলে প্রবলেম হবে না।
*আমার আমার পিসি RAM- ২ টেরাবাইট,হার্ডডিক্স- ২ টেরাবাইট,গ্রাফিক্স-৩২জিবি, ভি্স্তা ৬৪ bit,মনিটর ৪২” ।অফিস থেকে দেওয়া।অফিস এর কাজ করি।বিদেশ থেকে আনা।এই পিসি দিয়ে শুধু 3dMax কাজে ব্যবহার ও রেনডার এর কাজ করা হয়।
*পারলে, কাজ শেষে মাজে মাজে টেম্প ফাইল খালি করবেন।ওপিসি সি্টেম ক্লিয়ার করবেন।মনে রাখবেন, যে কোন কাজ এ পিসি সি্টেম ক্লিয়ার রাখা প্রয়োজন। ধন্যবাদ,ভাল থাকবেন।
@নির্জন আলো BD(Sonicebd): প্রিয় নির্জন আলো ভাই ধন্যবাদ আপনাকে | মাঝে মাঝে এই ভাবে আমাদের কে আলোর দিশা দিয়ে যাবেন তাহলে হয়ত আমরাও আপনাদের পিছে পিছে আসতে পারি |
আপনার অসুস্থতার সত্ত্বেও টিউটোরিয়াল দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ , ঈদ মুবারাক। 🙂