আসসালামুআলাইাকুম
কেমন আছেন আপনারা?
আশা করি ভালো আছেন। ইউটিউব বন্ধ থাকায় অনেকদিন ধরে ফটোশপ টিউটোরিয়াল করতে পারিনি। তবে এখন থেকে মিডিয়া ফায়ারে টিউনগুলো আপলোড করার চেষ্টা করব।
আমরা ফটোশপের বেসিক আইডিয়া টিউটোরিয়ালের অনেকগুলো পর্ব অতিক্রম করে এসেছি। যারা ফটোশপ শিখছেন বা শিখতে চান তারা পূর্বের লেসন গুলোও দেখতে পারেন।
আর অল্প কিছুদিনের মধ্যেই আমরা এডভান্স লেভেলে কাজ করা শুরু করে দেব। আজকে আমরা পেন টুলের বেসিক কাজ দেখব। বিভিন্ন ধরণের আকর্ষণীয় কার্ভ সৃষ্টি করতে পেন টুল ব্যবহৃত হয়।
কাজটি শিখতে এখনই ডাউনলোড করে নিন পেন টুলের বেসিক আইডিয়া সমৃদ্ধ এই ভিডিও টিউটোরিয়ালটি।
এই লিংকটি ব্যবহার করুন http://www.mediafire.com/download.php?h585clszla96z54
আপনাদের ডাউনলোড করার সুবিধার্থে ভিডিওর সাইজ তুলনামুলক অনেক কমিয়ে ফেলা হয়েছে।
মাত্র ৬.৮০ মেগাবাইটের এবং ২মিনিট ৪২ সেকেন্ড দীর্ঘ টিউটোরিয়ালটি দ্বারা জেনে নিন পেন টুলের সাধারণ ব্যবহার সম্পর্কিত ধারণা।
আশা করি আপনার কাজে দেবে। ডাউনলোড করে একটি মন্তব্যের মাধ্যমে সাজেশান দিন।
সবাইকে ধন্যবাদ।
:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::
::এডসেন্স সম্পর্কিত ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::
সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনাকে অংখ্য ধন্যবাদ ভিডিও টিউটোরিয়াল শেয়ার করার জন্য 😀 🙂
আপনার টিউন আমার কাছে বরাবরই ভালো লাগে
আশা করছি আ্পনাকে এখানে নিয়মিত পাবো 😉