Ξভিডিও টিউনΞ ফটোশপ CS6 বাংলা ভিডিও টিউট প্যাকেজ [প্যকেজ-০২] :: ৬টি ভিডিও – লেয়ার প্যানেল প্রজেক্ট। Image Size, Print, Layer Panel Poject I, II, III, IV, Layer Panel poject Final Part

ফটোশপ CS6 বাংলা ভিডিও টিউট প্যাকেজ

ইউটিউব বন্ধ হয়ে যাওয়ায় আমার ভিডিও টিউটোরিয়াল তৈরিতে একটা বাধার সৃষ্টি হয়। তাই দ্বিতীয় পর্ব দিতে এতদিন সময় লাগলো। তবে ভাল খবর হচ্ছে ইউটিউবে এখন পর্যন্ত ১৫টি ভিডিও আপলোড করা আছে। এই টিউনে ৬-১১ পর্ব আলোচনা করা হলো।

অনেকেই কোন সমস্যা ছাড়াই ইউটিউব ব্রাউজ করতে পারছেন। আশা করি তাদের এই ভিডিও টিউটোরিয়াল দেখতে কোন সমস্যা হবে না। যারা ইউটিউব ব্রাউজ করতে পারছেন না তাদের জন্য কিছু টিপস দিয়ে দিলাম ব্রাউজ করার জন্য।

এড্রেসের আগে https:// যোগ করে দেখুন কাজ হয় কিনা। অর্থাৎ হবে এই রকম https://www.youtube.com/।

আরেকটি পদ্ধতি। এটা আমি গুগল ক্রোম দিয়ে করে সফল হয়েছি। এছাড়া যার পোস্ট সেখানেও অনেক কিছু জানতে পারবেন।

►►যেভাবে ইউটিউবের ভিডিও স্ট্রিমিং করে দেখবেন:◄◄

প্রথমেই এই লিঙ্ক থেকে
Ultra Surf ডাউনলোড করে নিন। [১.৫ মেগাবাইট]
✔এখন ফাইলটি আনজিপ করুন

✔এর মধ্যে u1203 নামের একটা এক্সিকিউট্যাবল ফাইল দেখবেন। সেটা ওপেন করুন

✔কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আল্ট্রাসার্ফের ছোট একটি উইন্ডো ওপেন হয়েছে। আরেকটু অপেক্ষা করলে Successfully Connected To Server লেখা আসবে। এর মানে হল আপনার আইপি বদলে গিয়েছে। :)

✔আল্ট্রাসার্ফ ওপেন করলে আবার একই সাথে Internet Explorer চালু হয়। সেটা কেটে দিতে পারেন। আমাদের সব কাজ ফায়ারফক্স বা গুগল ক্রোমেই করতে হবে B-)।

✔এখন যেকোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন ও ইউটিউব এ ভিসিট দিন। http নাকি https কোনটাই জানার দরকার নাই।

✔দেখুন ইউটিউব ওপেন হচ্ছে :D । এবার সার্চ বক্সে যে ভিডিও খুঁজছেন সেটা লিখে সার্চ দিন।

আরো বিস্তারিত জানতে মূল পোস্ট দেখুন এখানে।

কোন সমস্যা হলে জানাবেন। :)

যে ছয়টি ভিডিও এই দ্বিতীয় প্যাকেজ চেইন টিউনে প্রকাশিত হবে তা হচ্ছেঃ

ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৬(Image Size,print)

এই পর্বে আলোচনা করা হয়েছে ইমেজ সাইজ, রেজুলেশন এবং প্রিন্ট অপশন নিয়ে। খুব বেশি কঠিন কিছু নয়।

ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৭(Layer Panel poject I)

আগের টিউটোরিয়ালগুলো ছিল অনেকটা থিওরি টাইপ। এই পর্ব থেকে লেয়ার প্যানেলকে পরিচয় করিয়ে দেয়া হবে প্রজেক্টের মাধ্যমে। একটি প্রজেক্ট শেষ করতে কয়েকটি ভিডিও পর্ব শেয়ার করা হবে। আর আশা করি এই প্রজেক্টের মাধ্যমে লেয়ার প্যানেল সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবেন।

এই প্রজেক্টে যে ফাইলগুলো ব্যবহার করা হয়েছে সেই ফাইলগুলো প্র্যাকটিসের জন্য শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু নেট স্পীড সীমিত বিধায় করা গেল না। তাই আপনার নিজেরা কিছু ইমেজ দিয়ে প্র্যাকটিস করে নিবেন। ভবিষ্যতে ভাল নেট হলে সোর্স ফাইল আপলোড করে দিব। 🙂

ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৮(Layer Panel poject II)

গত প্রজেক্টের সাথে রিলেটেড এই পর্বে আলোচনা করা হয়েছে opacity, blend mood ইত্যাদি। নিজে নিজে বিভিন্ন ইমেজ নিয়ে অবশ্যই চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক।

ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৯(Layer Panel poject III)

এই টিউটোরিয়াল এর সাউন্ড একটু কম হয়ে গেছে তাই দুঃখিত। তবে বুঝতে কোন সমস্যা হবে না। লেয়ার প্যানেলের এই প্রজেক্টটি যদি আপনি ভাল করে বুঝতে পারেন তাহলে সামনে কাজ করতে অনেক সুবিধা পাবেন আপনি।

ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-১০(Layer Panel poject IV)

এই পর্বে ক্লিপ মাস্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী পর্বই হবে লেয়ার প্রজেক্ট নিয়ে শেষ পর্ব। আশা করি লেয়ার নিয়ে কোন সমস্যা থাকবে না আপনাদের। সাথেই থাকুন।

ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-১১(Layer Panel poject Final Part)

লেয়ার প্যানেল নিয়ে এটাই শেষ পর্ব। এই পর্বে লেয়ার প্যানেল নিয়ে কিছু কাজের টিপস রয়েছে। এই টিপসগুলো সবসমই কাজে লাগবে কারণ লেয়ার প্যানেল নিয়েই ফটোশপের কাজ করতে হয়।

পুরো টিউনটি উপরে দেয়া আল্ট্রা সার্ফ ওপেন করে দেখলে ভাল মতো দেখা যাবে। 🙂

সব শেষে আমার ফেসবুক ফ্যানপেজের সাথে পরিচয় করে দিচ্ছি। নিয়মিত আমার সকল পোস্টের আপডেট পেতে আমার ফ্যানপেজে জয়েন করুন। আপনাদের যদি কোন উপকার করে থাকি তাহলে আমার ফ্যানপেজে একটা লাইক আশা করতেই পারি। :D আশা করি নিরাশ করবেন না। :P

প্রযুক্তি পাতা

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাহ আমার অন্যান্য টিউনের মতো সাড়া পাচ্ছি না!
টিউটোরিয়াল মনে হচ্ছে ভাল হচ্ছে না অথবা টিউটোরিয়াল এর তেমন দরকার নেই। 🙁
ফটোশপ টিউটোরিয়াল বাদ দিয়ে দিব নাকি চিন্তা করতেছি।

অবশ্যই ভালো হচ্ছে। আপনি এভাবে কথা বললে আমরা শিখবো কোথায়। আপনার টিউটেরিয়ালগুলো যথেষ্ট মানসম্পন্ন। ধন্যবাদ।

    @মালেক: সেটা না বললে বুঝবো কিভাবে? যদিও ইউটিউবের ভিউ সংখ্যা ধীরে ধীরে বাড়ছে কিন্তু সেই পরিমাণ রেসপন্স পাচ্ছি না।
    সমস্যা কোথায় তাও বুঝতে পারছি না। 🙁

Level 2

আপাতত: ..টিউব এ ঢুকবো না … প্রস্তুত রাখুন পরে কাজে লাগবে হযতো।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

আপনার টিউটোরিয়ালগুলো দেখে শিখার ইচ্ছা আছে কিন্তু ইউটিউব তো বন্ধ আর আই পি পরিবর্তন করলে অনেক লোড নেয় ।ভাই আপনি তো আপাতত মিডিয়াফায়ার এ আপলোড করতে পারেন

salea jan amra ase aponar pasa…..

যোবায়ের ভাই দারুন হইছে , ”’নাহ আমার অন্যান্য টিউনের মতো সাড়া পাচ্ছি না!”’ 🙁 ভাই চালিয়ে যান সাথে আছি

darun jinish..kaje lagbe 🙂

Excellent Bro.
Carry on…

হাসান ভাই ”’নাহ আমার অন্যান্য টিউনের মতো সাড়া পাচ্ছি না!”’ 🙁 আসলে সমস্যা হলো আমার মতো অনেক ভিজিটরকেই সাইবার ক্যাফে থেকে ভিজিট করতে হয় আর সেখানে আপাতত ইউটিউব বন্ধ। আর অন্যান্য সফট ব্যাবহারের অনুমতিও নেই তাই অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। তবে যদি ইউটিউবের পাশাপাশি মিডিয়া আগুনেও আপলোড করে দিতেন তাহলে আপনাকে বুঝিয়ে দিতাম সাড়া কাকে বলে 😉 অনেকেই চেইন টিউন করে কিন্তু সময়ের অভাবে শেষ করতে পারে না আশা করি আপনি সেই অনেকের থেকে আলাদা থাকবেন। ধন্যবাদ।

Level 0

চমৎকার, ভাই চালিয়ে যান সাথে আছি।

Level 0

হাসান ভাই, আপনার Youtube Channel এর অ্যাড্রেস টা দিয়ে দিলে ভাল হয় । Youtube এ ঢুকতে পারছি কিন্তু আপনার ভিডিও এর লিঙ্ক জানি না বলে দেখতে পারছি না । আর এখানে “The connection was reset” আসতেছে । আর টিউটোরিয়াল গুলোর জন্য ধন্যবাদ ।

ধন্যবাদ ভাইয়া, আপনার চেইন টিউনের জন্য। আপনার টিউন সব সময় ভাল হয়। কিন্তু ইউটিউব এর জন্য আমরা দেখতে পারছি না। তবে আপনার ইউটিউব এর লিংক থেকে দেখতে পারছি। আমাদের অনেক উপকার হবে। আপনার পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করছি। আর ভাইয়া, আমরা যেন আপনার ভিডিও টিউটোরিয়ালগুলো ডাউনলোড করতে পারি, দয়া করে তার লিংক দিবেন।

Level 0

ভাই টিউটোরিয়ালতো পেলাম কিন্তু এখন পর্যন্ত ফটোশপ CS6 Extended টাই পেলাম না অনেক খুজে যেসব লিংক পেলাম তার সবগুলোই ঝামেলাযুক্ত তাই কেউ যদি Mediafire Link দিতেন তাহলে খুবই উপকার হবে।

যোবায়র ভাই, আমি আপনার একজন নিয়মিত পাঠক। আপনার লেখা পড়ে অনেক কিছু শিখেছি। আপনাকে এখনো সম্মান করি।
গত কয়েক দিনে কি কি করেছেন তা আপনিই ভাল জানেন। আমি আপনার নিকট নত স্বীকার করলাম। পারলে ক্ষমা করে দিয়েন।
আর আপনার যা করতে মন চায় তাই করে যান। আমি কিছু বলব না।।।

Level 0

কি আর বলব ভাইয়া । এক কথায় চরম হচ্ছে । চালিয়ে যান । আমরা আপনার সাথেই আছি ।

সকল ভিডিও এখন ডিভিডি আকারে পাওয়া যাচ্ছে।
ফটোশপ নতুন ভার্শন CS6 দিয়ে তৈরি করা এই ভিডিও টিউটোরিয়াল ডিভিডির মাধ্যমে ফটোশপের ব্যাসিক থেকে শুরু করে ধীরে ধীরে এডভান্স লেভেলের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বাংলা ভিডিও টিউটোরিয়াল দিয়ে খুব সহজেই ফটোশপের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

চলুন এক নজরে দেখে নেয়া যাক DVD তে কি কি থাকছেঃ

ফটোশপের ৫০টি ধারাবাহিক HD ভিডিও টিউটোরিয়াল।
ফটোশপ CS6 ফুল ভার্শন সফটওয়্যার।
ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল।
১৫০০+ সেরা ইংলিশ ফন্ট।
৭০০+ সেরা বাংলা ফন্ট।
স্পেশাল প্রজেক্ট ভিডিও। ( শুধুমাত্র DVDতে পাওয়া যাবে)
এছাড়াও টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যারও রয়েছে।

বাংলা ফটোশপ DVD সংগ্রহ করুন এখন আরো সহজে! Rokomari.com, IDB ভবন, মাল্টিপ্ল্যান সেন্টার থেকে সরাসরি নিতে পারবেন ডিভিডি! প্রবাসীদের জন্যও থাকছে ব্যবস্থা!
বিস্তারিত জানুন এখানে।
https://www.techtunes.io/adobe-photoshop/tune-id/190241