কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। আমি নিজে নিজে বাসায় বসে যখন গ্রাফিক্সের কাজ শিখছিলাম তখন বাংলাতে ভাল টিউটোরিয়াল খুজেছিলাম অনেক। তখনি আমার ইচ্ছা হয়েছিল বাংলাতে গ্রাফিক্সের উপর টিউটোরিয়াল তৈরি করবো। তারই ধারাবাহিকতায় আমি এখন থেকে নিয়মিত ফটোশপের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করবো।
ফটোশপের ভিডিও টিউটোরিয়ালের এই চেইন টিউনের প্রতি পর্বে ৫টি করে ভিডিও শেয়ার করা হবে। প্রতিটা ভিডিও ৫-১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ। একেবারে বিগেনার লেভেল থেকে শুরু করা এই ভিডিও ধীরে ধীরে এডভান্স লেভেলের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে শেষ করবো ইনশাল্লাহ। অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল হবে। যাকে বলে A টু Z। 🙂
যেহেতু এটা আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল তাই অনেক ভুল ভ্রান্তি থাকবে এবং থাকাটাই স্বাভাবিক তাই মন্তব্য করে ভুলগুলো বা আরো কিভাবে ভাল টিউটোরিয়াল তৈরি করা যায় তা পরামর্শ দিলে উপকৃত হই। এছাড়া আপনাদের রেসপন্স থেকেই বুঝতে পারবো আমার টিউটোরিয়াল আসলেই দরকার কিনা।
ভিডিও টিউটোরিয়াল গুলো টিউটোহোস্টের ব্যানারে প্রকাশিত হবে। অর্থাৎ স্পন্সর করেছে টিউটোহোস্ট।
আমার প্রথম টিউটোরিয়ালে আমি শেয়ার করেছি কিভাবে ইমেজ ওপেন করতে হয় এবং Brige এর ব্যবহার।
এই পর্বে কাস্টম ওয়ার্কস্পেস কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।
এই পর্বে ট্যাবগুলো কিভাবে সাজানো যায় এবং ব্যাকগ্রাউন্ড ইন্টারফেসের কালার কিভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়ে আলোচনা করবো।
এই পর্বে আলোচনা করা হয়েছে Zoom টুল নিয়ে। অর্থাৎ বিভিন্ন মাধ্যমে কিভাবে ইমেজ জুম করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ধীরে ধীরে চেষ্টা করছি টিউটোরিয়ালগুলো বড় করার। প্যানেলগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া হলো এই পাঁচ পর্ব থেকে।পরের পর্বে থাকবে ইমেজ সাইজ নিয়ে কিছু আলোচনা। এর পর থেকেই গুরুত্বপূর্ণ অংশ যেমন লেয়ার নিয়ে আলোচনা করবো। যাদের নেট স্পীড ভাল তারা অবশ্যই চেষ্টা করবেন 720p অর্থাৎ HD প্রিন্ট ভিডি দেখতে বা ডাউনলোড করতে। 🙂 আর হ্যা আপনি যেখানে খুশি এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। কোন অনুমতি নেয়ার প্রয়োজন নেই।
সব শেষে আমার ফেসবুক ফ্যানপেজের সাথে পরিচয় করে দিচ্ছি। নিয়মিত আমার সকল পোস্টের আপডেট পেতে আমার ফ্যানপেজে জয়েন করুন। আপনাদের যদি কোন উপকার করে থাকি তাহলে আমার ফ্যানপেজে একটা লাইক আশা করতেই পারি। 😀 আশা করি নিরাশ করবেন না। 😛
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
Oshadaron Vhai, ami boraborer mot apnar kothain vokto.