আসসালামুয়ালাইকুম
ভাল আছেন নিশ্চয়ই।। বেশ কিছু দিন পর আবার টিউন করতে বসলাম।। ভাবছিলাম আজ কি নিয়ে টিউন করব।। সব সফটওয়্যার ই তো আপনাদের দিয়ে দিছি।। কিছু কিছু এখন ও বাদ আছে আর তার মধ্যে থ্রীডি ডিজাইন হচ্ছে অন্যতম।।
দিন দিন তো থ্রিডি ডিজাইনের কদর বারতেছে।। এটা সিনেমা, পণ্য ডিজাইন, বিজ্ঞাপন, ইত্যাদি তে বহুল ব্যাবহার করা হয়।। সে সব বড় বড় কাজে আমরা অভিজ্ঞ না হলেও সাদ্ধের মধ্যে অনেক কাজ ই করা সম্ভব।। সেজন্যই আপনাদের জন্য কিছু সফটওয়্যার দিচ্ছি দেখেন আপনাদের পছন্দ হয় কি না।।
তবে চলুন দেখে আসি থ্রিডির জন্য সেরা সেরা সফটওয়্যার এর তালিকাতে কি কি আছে>>>>
একটি ফ্রি এবং ওপেন সোর্স 3D মডেলিং এবং অ্যানিমেশন অ্যাপ্লিকেশন যা মডেলিং জন্য ব্যবহার করা হয়ে থাকে।। 3D মডেলিং এর অনেক বড় বড় কাজ ও এই সফট দিয়ে করা হয়ে থাকে।। বিভিন্ন প্রকার ইফেক্ট ও ব্যাবহার করা যায় এর মাধ্যমে।।
কি ভাই, ছবি দেখেই পসন্দ হয়ে যাচ্ছে সফটওয়্যার টি তাই না? তাহলে আর দেরি না করে ডাউনলোড করতে সুরু করে দিন মাত্র ৩৬ মেগাবাইটের এই সফটওয়্যার টি ।।
সহজে এবং কম পরিশ্রমে ছোটো ছোটো কাজ গুল করার জন্য ছোট্ট একটি সফটওয়্যার art of illusion. কঙ্কাল নকসা, অঙ্গ বিন্যাস সহ বিভিন্ন কাজের জন্য সফটওয়্যার টি পরিশ্রমই বলা যায়।।
এবার সফটওয়্যার টির সামান্য কিছু ছবি দেখুন
আরেকটি কথা, এটা চালাতে হলে পিছিতে জাভা ইন্সটল থাকা লাগবে যাদের নেই তারা আগে জাভা ইন্সটল করে নেন।।
সাইজ মাত্র ১ মেগাবাইট !!! সাইজ ছোটো হলেও কাজ কিন্তু ছোটো না।। আগে ডাউনলোড করে ব্যাবহার করেন তারপর এর কদর বুজতে পারবেন।।
দারুন দারুন ইফেক্ট সহ সাবলীল কাজের জন্য seamless3d একটা কাজের মতই সফটওয়্যার আমি মনে করি।।
এই সফট যদি ইন্সটল করতে প্রবলেম করে তবে আপনার । .NET সেট আপ থাকতে হবে।। আমি windows 7 এ ব্যাবহার করেছি কন সমস্যা হই নি।। windows xp তে সম্ভাবত .net লাগতে পারে তাই যাদের প্রবলেম হবে তারা । ডট নেট ডাউনলোড করে নিন।।
BRL-CAD একটি শক্তিশালী ক্রস প্ল্যাটফর্ম এবং গঠনমূলক জ্যামিতির কঠিন কঠিন মডেলিং নিয়ন্ত্রণ করে থাকে।। বিভিন্ন প্রকার যান্ত্রিক সরঞ্জাম এবং মহাকাশের ইন্টারেক্টিভ জ্যামিতি রেন্ডারিং ও জ্যামিতিক বিশ্লেষণ, নেটওয়ার্ক বিতরণ, ইমেজ ও সংকেত প্রক্রিয়াকরণ হাতিয়ারসমূহ জন্য যে ধরনের গ্রাফিক ব্যাবহার করা হয়ে থাকে সে সমস্ত কাজ এই সফটওয়্যার এর মাধ্যমে করা যায়।। এছারাও প্রায় সব রকম থ্রিডি তে ব্যাবহার করা যায়।।
নিচে কিছু ছবি দেখুন সফটওয়্যারটির।।
3D ক্যানভাস একটি বাস্তব 3D মডেলিং এবং অ্যানিমেশন টুল যা একটি স্বজ্ঞামূলক 3D মডেলিং তৈরি করে থাকে ।। ড্র্যাগ এবং ড্রপ পদ্ধতির প্রয়োগ, কমপ্লেক্স মডেল সহজ করে, 3D প্রিমিটিভের সাহায্যে বিভিন্ন মডেল নির্মাণ করা যায় এবং 3D ক্যানভাস 'অবজেক্ট বিল্ডিং টুল ব্যবহার করে মডেলিং টুল বিকৃত ও পরিবর্তন করা যায়।। যা খুবই মানানসই দেখাই।।
এই সব কিছু করতে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।।
আজ এই পর্যন্তই।। ভাল থাকুন সবাই।। আল্লাহ্ হাফেজ।।
আমি kazi Kowshik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 281 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hahahah, matha to pura aolaiya gache……………………. ki korbo, ki bolbo kichui bujtachina !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!