কেমন আছেন সবাই? অনেক দিন পর টিউন করছি। গ্রাফিক্স ডিজাইন শিখতেছি তাই আগের মতো সময় পাই না। যদিও এখনও তেমন কিছুই শিখতে পারিনি তবে ব্যসিক জানতে পেরেছি বলা যায়।
গ্রাফিক্স ডিজাইনের প্রতি আমার আকর্ষণ সব সময়ই ছিল। আমার আগের অনেক টিউন ছিল ফটো এডিটর নিয়ে। তাই বুঝতেই পারছেন এই দিকে আমার আকর্ষণ। আমার করা সব ফটো টিউন ছিল সাধারণদের ব্যবহারকে চিন্তা করে। প্রোফেশনালদের এডিট করার জন্য সত্যি বলতে ঐ সব ছোট সফটওয়্যার তেমন কাজে আসবে না। :(আমি নিজেও আগে ফটোশপের কাজ জানতাম না। তাই ছোট ছোট ঐ সব সফটওয়্যার দিয়ে কাজ চালাতাম।
কিন্তু এখন যেহেতু প্রোফেশনাল ডিজাইনার হিসেবে নিজেকে দেখতে চাচ্ছি তাই প্রোফেশনাল সফটওয়্যার ছাড়া আর কোন বিকল্প পথ নেই। গ্রাফিক্স ডিজাইন শিখতে গিয়ে আমি যে সব সমস্যায় পড়েছি।
কোথায় শিখবো??
কি শিখবো??
ভাল কোন প্রতিষ্ঠান আছে কি??
খরচ কেমন হবে??
আসলেও কি শেখা হবে??
এবার বলছি আমি কিভাবে শুরু করলাম। ভাল প্রতিষ্ঠান হয়তো আছে কিন্তু আমার যাওয়া আসার জন্য ভর্তি হওয়া হয়নি। এছাড়া গ্রাফিক্স ডিজাইন শিখতে খরচটাও অনেক বেশি পড়ে। তাই কিছু বড় ভাই পরামর্শ দিল নিজে নিজে নেট থেকে শিখে নিতে। ব্যাপারটা প্রথমে সহজভাবে নিতে না পারলেও চিন্তা করলাম এছাড়া আসলে আমার কোন উপায় নেই। তাই শুরু করলাম ঘাটাঘাটি।
গ্রাফিক্স জগতটা আসলে বিশাল। বলা যায় শেষ নেই কোন। ওয়েব ডিজাইনার অনেক পাবেন কিন্তু গ্রাফিক্স ডিজাইনার সেই তুলনায় অনেক কম। কারণ কি জানেন? আমার কাছে মনে হয়েছে গ্রাফিক্স ডিজাইন শিখতে সময় বেশি লাগে আর কিছুটা জটিলও বটে। এছাড়া ক্রিয়েটিভিটির ব্যাপারও রয়েছে।
কিভাবে শুরু করবেন গ্রাফিক্স ডিজাইন শেখা? আমি যেভাবে শুরু করেছি তা বলি। সফটওয়্যার হিসেবে শুরু করেছি ফটোশপ আর ইলাস্ট্রেটর। ধীরে ধীরে 3D জগতে যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু আমি শুরু করেছি বেশিদিন হয়নি তাই এখনও এই দুই সফটওয়্যার নিয়ে পুরোপরি শেখা শেষ হয়নি। শেষ থাকলেতো হবে :P।
এখন কথা হলো বাসায় বসে কিভাবে এসব বড় বড় সফটওয়্যার ব্যবহার শিখবেন? বাংলায় টিউটোরিয়াল পাবেন প্রযুক্তি টিমের ওয়েব সাইটে। এছাড়াও অন্যান্য বাংলা ব্লগেও কিছু টিউন আছে। তবে বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে প্রযুক্তি টিমের সাইটে দেখতে পারেন।
আর একটা কথা গ্রাফিক্স ডিজাইন শিখতে ওয়েব সাইট দেখে দেখে প্রথমেই সম্ভব না। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ভিডিও টিউটোরিয়াল। আল-হেরা নামের এক প্রতিষ্ঠানের ভিডিও আমি দেখেছি কিন্তু প্রফেশনালি শিখতে ঐ রকম টিউটোরিয়াল এ কাজ হবে না। তাহলে উপায়?
হ্যা উপায়তো আছে অবশ্যই। সেটা হচ্ছে ইংরেজি টিউটোরিয়াল। 😀 কি দমে গেলেন নাকি? নাহ ব্যাপারটা এত কঠিন কিছু না। আপনি যদি ইংলিশ মুভি রেগুলার দেখেন তাহলে আমার মনে হয় ইংরেজি ভিডিও টিউটোরিয়াল দেখে শেখা তেমন কঠিন কিছু না। আসলে এখন কিছু শিখতে হলে ইংরেজি জানার বিকল্প নেই। আপনাকে জানতেই হবে। এক্ষেত্রে আমার সুপারিশ হলো ইংরেজি শোনার অভ্যাস গড়ে তুলুন। বিনোদনের মাধ্যমে শিখতে পারলে আরো ভাল। মুভি দেখা এক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। যেমনটা আমার কাজে লেগেছে। তাই বলে হিন্দি মুভি না। 😛
এখন বলি ইংরেজি ভিডিও টিউটোরিয়াল দেখার সময় কি কি সমস্যায় পড়তে পারেন।
হুম ইংলিশ টিউটোরিয়াল যখন দেখবেন তখন অবশ্যই তার কথাগুলো বুঝতে হবে। ১০০% না বুঝতে পারলেও কমপক্ষে ৭০%+ বুঝতেই হবে। এছাড়া সামনে আগানো সম্ভব না। আমি কয়েকজনকে ইংলিশ টিউটোরিয়াল দেখিয়েছি তাদের কথা হলো ধুর খালি ইংলিশ প্যাচাল পারে বুঝি না। 😛 আসলে তাদের ঐ রকম শোনার অভ্যাস নেই। আবারও বলছি এই সমস্যা কাটাতে ইংলিশ মুভি দেখার গুরুত্ব অনেক। 😉
এবার আসি ধৈর্য্যের ব্যাপারে। কথাটা খারাপ লাগলেও বলি আপনার যদি পর্যাপ্ত ধৈর্য্য না থাকে তাহলে এই টিউন পড়া এখানেই বাদ দিন। কারন ফাল মেরে আপনি বাসায় বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন না। ভিডিও টিউটোরিয়াল দেখার সময় অনেক সময়ই ধৈর্য্যের বাধ ভেঙ্গে যাবে যেমনটা আমারও হয়। সেক্ষেত্রে আমি যা করি তাহলো কিছুটা সময় বিরতি দেই। গান শুনি বা গেম খেলি। তারপর আবার শুরু করি। 🙂
টিউটোরিয়াল পাওয়াটা আসলে তেমন কঠিন কিছু না। নেট সম্পর্কে যদি আপনার মোটামুটি ধারণা থাকে তাহলে টিউটোরিয়াল অনেক পেয়ে যাবেন।
প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনি যেহেতু বাসায় বসে শিখছেন তাই কেউ বলেও দিবে না এই মনোযোগ দাও। যা করার নিজেকেই করতে হবে। এছাড়া মাঝপথে ছেড়ে দিলেও হবে না।
গ্রাফিক্স ডিজাইনের জন্য ভাল একটা পিসি অবশ্যই দরকার আছে। নাহলে কাজ করে ভাল লাগবে না। সময় লাগবে বেশি। প্রফেশনাল যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের পিসি হাই কনফিগারের হয়ে থাকে। তাই ভাল একটা পিসি জোগাড় করুন।
আমি ইংলিশ ভিডিও টিউটোরিয়াল lynda.com এর চেয়ে ভাল পাইনি বললেই চলে। এখানে যারা টিউটোরিয়াল তৈরি করে সবাই এক একজন বস বলা যায়। অনেক বিস্তারিত টিউটোরিয়াল তৈরি করে। এখন কথা হলো এসব টিউটোরিয়াল দেখতে হলেতো টাকা লাগে আপনি কোথায় পাবেন? হুম এক্ষেত্রে আপনাকে পাইরেসিই করতে হবে। 😛 পাইরেসির ইচ্ছা না থাকলে টাকা দিয়া দেখেন। 😀
আর যদি অল্পতেই শিখতে চান তাহলে এটা
Photoshop CS6 Essential Training
আর যদি অল্পতেই শিখতে চান তাহলে এটা
Illustrator CS6 Essential Training
উপরের সবগুলো যখন শেখা শেষ হবে তখন প্র্যাক্টিসের জন্য অবশ্যই এই টিউটোরিয়ালটা শেষ করবেন।
আর হ্যা এসব দেখার সাথে সাথে এক্সারসাইজ ফাইল দিয়ে নিজে নিজে প্র্যাক্টিস করতেও ভুল করবেন না। সব দেখে শেষ করতে সময় লাগবে অনেক।
এবার কথা হলো এই টিউটোরিয়ালগুলোর ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন? গুগলে সার্চ করলে অনেক ডাউনলোড লিঙ্ক পাবেন কিন্তু সমস্যা হলো সবগুলা লিঙ্কই বিভিন্ন প্রিমিয়াম সার্ভারের। :(তাই এত বড় বড় ফাইল ডাউনলোড করতে অনেক সমস্যা হবে। এক্ষেত্রে টরেন্ট ফাইল বিকল্প হতে পারে।
আপনাদের আরেকটা বুদ্ধি শিখিয়ে দেই। 😛 টেকটিউনস এর প্রবাসী ভাইকে আপনারা ধরতে পারেন। 😛 উনি যদি এই টিউটোরিয়ালগুলো মিডিয়াফায়ারে আপলোড করে দেন তাহলে হয়তো আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। 😀 তাই এই দায়িত্ব আপনাদের।
আমার কাছ থেকেও নিতে পারেন। তবে সেটা সময়, স্থান এবং পাত্র বিবেচনা করে। 😛
ভাল থাকবেন সবাই।
অগ্রিম ঈদ মোবারক। 😀
আপডেট ২০১৬!!!
এই টিউন লিখার পরে অনেক সাড়া পাওয়া যায়। তারপর আমি নিজেই টিউটোরিয়াল করার চিন্তা করি। এখন গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে আমার। একই কোয়ালিটি টিউটোরিয়াল বাংলাতেই শিখতে পারবেন। বিস্তারিত জানা যাবে প্রযুক্তি টিম সাইটে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
“আপনাদের আরেকটা বুদ্ধি শিখিয়ে দেই। 😛 টেকটিউনস এর প্রবাসি ভাইকে আপনারা ধরতে পারেন। 😛 উনি যদি এই টিউটোরিয়ালগুলো মিডিয়াফায়ারে আপলোড করে দেন তাহলে হয়তো আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।”
বিগ সাইজ মানেই প্রবাসী ভাই 😛 শিখতে অনেক আগ্রহ আছে কিন্তু ভয় লাগে 🙁 অনেক সুন্দর করে লিখেছেন