গ্রাফিক্স ডিজাইন শিখতে চান? বাসায় বসে কিভাবে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হবেন? চলুন জেনে নেয়া যাক

প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন সবাই? অনেক দিন পর টিউন করছি। গ্রাফিক্স ডিজাইন শিখতেছি তাই আগের মতো সময় পাই না। যদিও এখনও তেমন কিছুই শিখতে পারিনি তবে ব্যসিক জানতে পেরেছি বলা যায়।

গ্রাফিক্স ডিজাইনের প্রতি আমার আকর্ষণ সব সময়ই ছিল। আমার আগের অনেক টিউন ছিল ফটো এডিটর নিয়ে। তাই বুঝতেই পারছেন এই দিকে আমার আকর্ষণ। আমার করা সব ফটো টিউন ছিল সাধারণদের ব্যবহারকে চিন্তা করে। প্রোফেশনালদের এডিট করার জন্য সত্যি বলতে ঐ সব ছোট সফটওয়্যার তেমন কাজে আসবে না। :(আমি নিজেও আগে ফটোশপের কাজ জানতাম না। তাই ছোট ছোট ঐ সব সফটওয়্যার দিয়ে কাজ চালাতাম।

কিন্তু এখন যেহেতু প্রোফেশনাল ডিজাইনার হিসেবে নিজেকে দেখতে চাচ্ছি তাই প্রোফেশনাল সফটওয়্যার ছাড়া আর কোন বিকল্প পথ নেই। গ্রাফিক্স ডিজাইন শিখতে গিয়ে আমি যে সব সমস্যায় পড়েছি।

কোথায় শিখবো??

কি শিখবো??

ভাল কোন প্রতিষ্ঠান আছে কি??

খরচ কেমন হবে??

আসলেও কি শেখা হবে??

এবার বলছি আমি কিভাবে শুরু করলাম। ভাল প্রতিষ্ঠান হয়তো আছে কিন্তু আমার যাওয়া আসার জন্য ভর্তি হওয়া হয়নি। এছাড়া গ্রাফিক্স ডিজাইন শিখতে খরচটাও অনেক বেশি পড়ে। তাই কিছু বড় ভাই পরামর্শ দিল নিজে নিজে নেট থেকে শিখে নিতে। ব্যাপারটা প্রথমে সহজভাবে নিতে না পারলেও চিন্তা করলাম এছাড়া আসলে আমার কোন উপায় নেই। তাই শুরু করলাম ঘাটাঘাটি।

গ্রাফিক্স জগতটা আসলে বিশাল। বলা যায় শেষ নেই কোন। ওয়েব ডিজাইনার অনেক পাবেন কিন্তু গ্রাফিক্স ডিজাইনার সেই তুলনায় অনেক কম। কারণ কি জানেন? আমার কাছে মনে হয়েছে গ্রাফিক্স ডিজাইন শিখতে সময় বেশি লাগে আর কিছুটা জটিলও বটে। এছাড়া ক্রিয়েটিভিটির ব্যাপারও রয়েছে।

কিভাবে শুরু করবেন গ্রাফিক্স ডিজাইন শেখা? আমি যেভাবে শুরু করেছি তা বলি। সফটওয়্যার হিসেবে শুরু করেছি ফটোশপ আর ইলাস্ট্রেটর। ধীরে ধীরে 3D জগতে যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু আমি শুরু করেছি বেশিদিন হয়নি তাই এখনও এই দুই সফটওয়্যার নিয়ে পুরোপরি শেখা শেষ হয়নি। শেষ থাকলেতো হবে :P।

এখন কথা হলো বাসায় বসে কিভাবে এসব বড় বড় সফটওয়্যার ব্যবহার শিখবেন? বাংলায় টিউটোরিয়াল পাবেন প্রযুক্তি টিমের ওয়েব সাইটে। এছাড়াও অন্যান্য বাংলা ব্লগেও কিছু টিউন আছে। তবে বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে প্রযুক্তি টিমের সাইটে দেখতে পারেন।

আর একটা কথা গ্রাফিক্স ডিজাইন শিখতে ওয়েব সাইট দেখে দেখে প্রথমেই সম্ভব না। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ভিডিও টিউটোরিয়াল।  আল-হেরা নামের এক প্রতিষ্ঠানের ভিডিও আমি দেখেছি কিন্তু প্রফেশনালি শিখতে ঐ রকম টিউটোরিয়াল এ কাজ হবে না। তাহলে উপায়?

হ্যা উপায়তো আছে অবশ্যই। সেটা হচ্ছে ইংরেজি টিউটোরিয়াল। 😀 কি দমে গেলেন নাকি? নাহ ব্যাপারটা এত কঠিন কিছু না। আপনি যদি ইংলিশ মুভি রেগুলার দেখেন তাহলে আমার মনে হয় ইংরেজি ভিডিও টিউটোরিয়াল দেখে শেখা তেমন কঠিন কিছু না। আসলে এখন কিছু শিখতে হলে ইংরেজি জানার বিকল্প নেই। আপনাকে জানতেই হবে। এক্ষেত্রে আমার সুপারিশ হলো ইংরেজি শোনার অভ্যাস গড়ে তুলুন। বিনোদনের মাধ্যমে শিখতে পারলে আরো ভাল। মুভি দেখা এক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। যেমনটা আমার কাজে লেগেছে। তাই বলে হিন্দি মুভি না। 😛

এখন বলি ইংরেজি ভিডিও টিউটোরিয়াল দেখার সময় কি কি সমস্যায় পড়তে পারেন।

  1. ইংরেজি কথা না বুঝা।
  2. ধৈর্য্য না থাকা।
  3. টিউটোরিয়াল না পাওয়া।
  4. প্রচন্ড ইচ্ছা না থাকা।
  5. ভাল একটা পিসি না থাকা।

হুম ইংলিশ টিউটোরিয়াল যখন দেখবেন তখন অবশ্যই তার কথাগুলো বুঝতে হবে। ১০০% না বুঝতে পারলেও কমপক্ষে ৭০%+  বুঝতেই হবে। এছাড়া সামনে আগানো সম্ভব না। আমি কয়েকজনকে ইংলিশ টিউটোরিয়াল দেখিয়েছি তাদের কথা হলো ধুর খালি ইংলিশ প্যাচাল পারে বুঝি না। 😛 আসলে তাদের ঐ রকম শোনার অভ্যাস নেই। আবারও বলছি এই সমস্যা কাটাতে ইংলিশ মুভি দেখার গুরুত্ব অনেক। 😉

এবার আসি ধৈর্য্যের ব্যাপারে। কথাটা খারাপ লাগলেও বলি আপনার যদি পর্যাপ্ত ধৈর্য্য না থাকে তাহলে এই টিউন পড়া এখানেই বাদ দিন। কারন ফাল মেরে আপনি বাসায় বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন না। ভিডিও টিউটোরিয়াল দেখার সময় অনেক সময়ই ধৈর্য্যের বাধ ভেঙ্গে যাবে যেমনটা আমারও হয়। সেক্ষেত্রে আমি যা করি তাহলো কিছুটা সময় বিরতি দেই। গান শুনি বা গেম খেলি। তারপর আবার শুরু করি। 🙂

টিউটোরিয়াল পাওয়াটা আসলে তেমন কঠিন কিছু না। নেট সম্পর্কে যদি আপনার মোটামুটি ধারণা থাকে তাহলে টিউটোরিয়াল অনেক পেয়ে যাবেন।

প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনি যেহেতু বাসায় বসে শিখছেন তাই কেউ বলেও দিবে না এই মনোযোগ দাও। যা করার নিজেকেই করতে হবে। এছাড়া মাঝপথে ছেড়ে দিলেও হবে না।

গ্রাফিক্স ডিজাইনের জন্য ভাল একটা পিসি অবশ্যই দরকার আছে। নাহলে কাজ করে ভাল লাগবে না। সময় লাগবে বেশি। প্রফেশনাল যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের পিসি হাই কনফিগারের হয়ে থাকে। তাই ভাল একটা পিসি জোগাড় করুন।

ইংরেজি ভিডিও টিউটোরিয়াল

আমি ইংলিশ ভিডিও টিউটোরিয়াল lynda.com এর চেয়ে ভাল পাইনি বললেই চলে। এখানে যারা টিউটোরিয়াল তৈরি করে সবাই এক একজন বস বলা যায়। অনেক বিস্তারিত টিউটোরিয়াল তৈরি করে। এখন কথা হলো এসব টিউটোরিয়াল দেখতে হলেতো টাকা লাগে আপনি কোথায় পাবেন? হুম এক্ষেত্রে আপনাকে পাইরেসিই করতে হবে। 😛 পাইরেসির ইচ্ছা না থাকলে টাকা দিয়া দেখেন। 😀

আমার দেখা কিছু সেরা টিউটোরিয়াল।

ফটোশপের জন্যঃ-

আর যদি অল্পতেই শিখতে চান তাহলে এটা

Photoshop CS6 Essential Training

ইলাস্ট্রেটরের জন্যঃ-

  1. Illustrator CS6 One-on-One: Fundamentals
  2. Illustrator CS5 One-on-One: Advanced
  3. Illustrator CS5 One-on-One: Mastery

আর যদি অল্পতেই শিখতে চান তাহলে এটা

Illustrator CS6 Essential Training

উপরের সবগুলো যখন শেখা শেষ হবে তখন প্র্যাক্টিসের জন্য অবশ্যই এই টিউটোরিয়ালটা শেষ করবেন।

Deke's Techniques

আর হ্যা এসব দেখার সাথে সাথে এক্সারসাইজ ফাইল দিয়ে নিজে নিজে প্র্যাক্টিস করতেও ভুল করবেন না। সব দেখে শেষ করতে সময় লাগবে অনেক।

এবার কথা হলো এই টিউটোরিয়ালগুলোর ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন? গুগলে সার্চ করলে অনেক ডাউনলোড লিঙ্ক পাবেন কিন্তু সমস্যা হলো সবগুলা লিঙ্কই বিভিন্ন প্রিমিয়াম সার্ভারের। :(তাই এত বড় বড় ফাইল ডাউনলোড করতে অনেক সমস্যা হবে। এক্ষেত্রে টরেন্ট ফাইল বিকল্প হতে পারে।

আপনাদের আরেকটা বুদ্ধি শিখিয়ে দেই। 😛 টেকটিউনস এর প্রবাসী ভাইকে আপনারা ধরতে পারেন। 😛 উনি যদি এই টিউটোরিয়ালগুলো মিডিয়াফায়ারে আপলোড করে দেন তাহলে হয়তো আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। 😀 তাই এই দায়িত্ব আপনাদের।

আমার কাছ থেকেও নিতে পারেন। তবে সেটা সময়, স্থান এবং পাত্র বিবেচনা করে। 😛

 

ভাল থাকবেন সবাই।

অগ্রিম ঈদ মোবারক। 😀

 

আপডেট ২০১৬!!!

এই টিউন লিখার পরে অনেক সাড়া পাওয়া যায়। তারপর আমি নিজেই টিউটোরিয়াল করার চিন্তা করি। এখন গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে আমার। একই কোয়ালিটি টিউটোরিয়াল বাংলাতেই শিখতে পারবেন। বিস্তারিত জানা যাবে প্রযুক্তি টিম সাইটে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“আপনাদের আরেকটা বুদ্ধি শিখিয়ে দেই। 😛 টেকটিউনস এর প্রবাসি ভাইকে আপনারা ধরতে পারেন। 😛 উনি যদি এই টিউটোরিয়ালগুলো মিডিয়াফায়ারে আপলোড করে দেন তাহলে হয়তো আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।”
বিগ সাইজ মানেই প্রবাসী ভাই 😛 শিখতে অনেক আগ্রহ আছে কিন্তু ভয় লাগে 🙁 অনেক সুন্দর করে লিখেছেন

lynda.com থেকে কি ভিডিও টিউটরিয়াল ডাউনলোড করা যায়?

ভাই youtube এ তো সার্চ দিলে অনেক ভিডিও পাওয়া যায় ঐই গুলো কতটুকু কার্যকর হবে

“এবার আসি ধৈর্য্যের ব্যাপারে। কথাটা খারাপ লাগলেও বলি আপনার যদি পর্যাপ্ত ধৈর্য্য না থাকে তাহলে এই টিউন পড়া এখানেই বাদ দিন। কারন ফাল মেরে আপনি বাসায় বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন না। ভিডিও টিউটোরিয়াল দেখার সময় অনেক সময়ই ধৈর্য্যের বাধ ভেঙ্গে যাবে যেমনটা আমারও হয়। সেক্ষেত্রে আমি যা করি তাহলো কিছুটা সময় বিরতি দেই। গান শুনি বা গেম খেলি। তারপর আবার শুরু করি। ”
ভাইয়া এ কথাগুলো আমার ক্ষেত্রে 100% কার্যকর । আমি ওয়েব ডিজাইনিং ও ডেভেলপিং এর কাজ শিখতেছি । কাজ শিখার সময় যখন একঘেয়েমি লাগে তখন গান শুনি বা গেমস খেলি । এতে আবার কাজে মনোযৈগ দিতে পারি ।
আর আপনার টিউনটি অনেক সুন্দর হয়েছে । আপনার পরবর্তী টিউনগুলোর অপেক্ষায় থাকলাম ।

ভাই আপনার সাথে শুরু করে দিলাম….. ইনশাল্লাহ।

ধন্যবাদ হাসান যোবায়ের ভাই আপনার সুন্দর পোষ্টের জন্যে। আমি একটি ওয়েব সাইটের ঠিকানা দিচ্ছি, এদের ভিডিও ট্রেনিংগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

লিংক: http://www.totaltraining.com/

এদের ভিডিও ট্রেনিংগুলো পেতে হলে আপনাকে অর্থ খরচ করতে হবে। তবে বিকল্প হিসাবে টরেন্ট আছে না। ওখানে সার্চ দিলেই আশাকরি আপনার কাঙ্খিত টিউটোরিয়াল পেয়ে যাবেন।

চমৎকার টিউন!
নতুনদের এবং যারা শিখতে চায় তাদের অনেক কাজে আসবে।
শেয়ার করার জন্য ধন্যবাদ! 🙂
শুভকামনা!

চমৎকার দিকনির্দেশনামূলক টিউন। 🙂
আমি অনেক আশা নিয়ে ইলাস্ট্রেটর ডাউনলোড দিয়েছিলাম। কিন্তু ডাউনলোড শেষে ইন্সটল দেওয়ার পর দেখি সেটা চলে না, অবশেষে অনেক কায়দা করে চালানোর পর এক ঘণ্টা ঘেঁটেই আনইন্সটল দিয়ে দেই। আমার মত নতুন ব্যবহারকারীদের জন্য এটা সুবিধাজনক না। 😐

আর টিউটোরয়ালের জন্য পাইরেসি করা লাগে নি, ওপেনসোর্স সফটওয়্যারের টিউটোরিয়ালও যে ওপেন হয় সেটা বুঝতে বেশ সময় লেগেছে 😛
পরে গিম্প/ইঙ্কস্কেপের জন্য স্ক্রিনকাস্টার্স ও ব্লেন্ডারের জন্য Nystic খুঁজে পাই। 😀

ধন্যবাদ।

ধন্যবাদ হাসান যোবায়ের ভাই আপনার সুন্দর পোষ্টের জন্যে।
মনে লয় শিখি…
ভাই আমার কাছে Lynda.com এর ”Photoshop CS5 Essential Training” টিউটোরিয়াল পুরাটাই আছে কিন্তু Exercise file টা নাই। যদি কেউ অনুগ্রহ করে দিতেন অনেক উপকার হয়।

ভাই আপনার নিজের ছবিটা পরিবর্তন করেছেন যে , দেখে মনে হচ্ছে আপনার নামে অন্যকেউ টিউন করেছে। খুব ভাল হয়েছে ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাকে
profile picture চেইন্জ করছেন 😛
প্রথমে চিনতে পারিনাই , পরে নাম দেখে মনে পরলো এটা তো হাসান ভাই ..:D
আইটেকবাংলা ফোরামের নামটা ভুলেগেছিলাম ……. ধন্যবাদ ফোরামের নামটা দেয়ার জন্য

Level 0

lynda এর টিউটোরিয়াল আপনার কাছে আছে?

গ্রেট একখান টিউন। কাল বিকালে টিউটোগুলা নিয়া আইসেন।

Vai ami suru korao abar sara diyasi, karon dharabahik tutorials hothao painai.

আমার ৩ডি এর বেসিক + ম্যক্স + মায়া ইত্যাদি নিয়ে টিউন করার ইচ্ছে আছে। আসলে বাংলা ভাষার টিউটিরিয়াল দেখে অবাক হয়ে যাই।
৩ডি মুভি গুলোতে দেখে থাকবেন। কীট পতঙ্গর মধ্যেও মেইল ফিমেইলের কি চমৎকার ব্যবহার তার থেকেও বড় কথা পুরো সিস্টেমটাই ট্যাকনিক্যাল। যেমন ধরুন একজন পারফেক্ট পুরুষের নভি=দুই হাতের কনুই (একই সরল রেখায় হবে)। কনুই একটু উপরে থাকবে মেয়ে, ডাইনি কিবাং বিদঘুটে কোনো ফিমেইল/দৈত্যের/ক্লিব ক্ষেত্রে। এরকম ভুরি ভুরি জিনিস মাথায় রেখে আন্তর্জাতিক মানের গ্রাফিক্স, টু-ডি কিংবা থ্রিডির কাজ করতে হয়। কিন্ত এ বিষয়গুলোর বাংলা কোনো ভালো বই কিংবা টিউটেরিয়াল আজও দেখিনি।
অনেক সুন্দর টিউন। আপনাকেও ঈদ মোবারক

eeh সবাই খালি হাসান ভাই এর PROFILE PIC এর কথা কয়, ওই আমারডা কেমুন??? :p

thanks for you tune, I am Tutul Biswas from khulna city of bangladesh. I am working in a Digital Printing media Company. I am working as a Graphics Designer since 05 years. techtunes amar valo lag_e. But, ki vabe je shomoy kore tune korbo ta ar vebe pai na. ok Bhaia, Keep it up. I am also a student of B.B.S (2nd year)

ভাই কিছুদিন আগে আমি আপনার কাছে টিউন রিকুয়েস্ট করেছিলাম, ধন্যবাদ আপনাকে সুন্দর টিউনটি করার জন্য। আশাকরি এটি ধারাবাহিক হবে, এবং আমরা আপনার কাছ থেকে অনেক শিখতে পারব।

ফাইনাল পরিক্ষা চলছে, কাল সকালেও পরিক্ষা । টিউন পড়ে এখনি মনে হচ্ছে এখনি শুরু করে দিই। সেই কথা- ধর্জ ধরতে হবে। তাই ধরলাম। প্রবাসী ভায়ের কাছে অনুরোধ রইল ভিডিও ফাইল গুলো আপলোড করে দেয়ার জন্য। চমৎকার টিউনের জন্য ধন্যবাদ। যদি পারেন তাহলে আপনি ধারাবাহিকভাবে এটার উপর টিউন করতে পারনে। তাহলে সবাই উপকৃত হবে। আর আপনার কাছে ডাউনলোড করা ফাইল গুলো যদি ব্যক্তিগতভাবে দেন তাহলে কৃতজ্ঞ থাকব।

অনেকদিন পর লগিন করলাম কমেন্ট করার জন্য! চরম হয়েছে ভাই……… লিন্ডা বা পিএসডি.টুটস এর লিঙ্ক গুলো কাল্কেক্ট করে দেন সবার জন্য… অনেকে বুঝেনা কোনটা ডাউনলোড করলে ভাল জবে… আবার ২-৬গিগা তো আর টেস্ট করার জন্যও ডাউনলোড করা যায়না………!!

Photoshop CS6 Essential Training ” abong baki char tar modde difference ki? amar kache essential ta ache . oita diye ki professional design shekha jabe?

Level 0

hasan bhai i want to be a logo designer, pls tell me what to do?

Level 0

i little bit know illustrator cs5 only

দুঃখিত যোবায়ের ভাই, অনেক দেরিতে হলেও এই টিউনটার প্রশংসা না করে পারলাম নাহ। সত্যিই খুব ভাল হইছে।

যোবায়ের , দেরিতে হলেও এই টিউনটার প্রশংসা না করে পারলাম নাহ। সত্যিই খুব জটিল হইছে।
ধন্যবাদ।

Level 0

যোবায়ের ভাই, খুব ভাল টিউন… ধন্যবাদ

টরেন্টে ৩.০২ জিবি ফাইল পেয়েছি, ডাউনলোড শুরু করলাম। আশা করি ২ দিনের মধ্যে শেষ হবে।

Level 0

onek sundor tune korsen, ami lynda r web design ar development er tutorial gulo dekhtesi basay bose ar amar mone hoy egulo dekle kothao vorti howa dorkar nei, apnake dhonno badh.

Level 0

ekta sotto kotha bolte vule gesilam, graphics designer ra http://www.psd.tutsplus.com site ta vitis korte paren, onek besi information paben je kono bangla blog er ceye ar web designer / developer ra net.tutplus.com dekte paren. asa kori onek besi sikte parben.

    @listener: হুম এই সাইটটা আমিও ভিজিট করি। এডভান্স লেভেল ছাড়া এই সাইট ভিজিট করে কেউ বুঝবে না। তাই ব্যসিক শিখতে lynda.com ই সেরা মনে হয় আমার কাছে। 🙂

লিন্ডার গ্রাফিক+ওয়েব ডিজাইন নিয়ে টিউটোরিয়াল গুলো কিছুদিন আগে কিনলাম। যদিও সরাসরি কিনা হয়নাই। একজনকে গ্রাফিক+ওয়েব ডিজাইন শিখাবো আর উনি আমাকে এই টিউটোরিয়াল গুলো দিছেন! 😀 নাউ, ধুমছে রিভাইস দিতেসি!!! 😀

ka bole Techtunes e valo tne hoina…
kotto sundor tune hoise.
Jara bangla boi panna tader boli,adobe photoshop r 3d Max,Illustrator er upor kichu boi piasilam,man oto valo bola jabena but basic jante hole agulai lav ache.karon prothomei english tutorial korte gale agroho oto thakena.Hate ekta bangla boi paile onek easy lage.
photoshop er boita ovineta “Bappi ashraf” er lakha
r 3d Max er boita tar boner lekha nam mone nai,but prokashoni ektai.
ei prokashoni thake graphics er aro boi chilo.Jahatu 2 year age nisi tai ekhon paoa jabe kina bolte parbona but Dhakai jara thaken tara khoj korte paren.

অনেক কাজের । অনেক ধন্যবাদ।

Hasan Jubair vi@ apnak Adobe photoshoer upor tune korar jonno onk thx…… Assa vi amr kasa Photoshope r jonno Bangla writter mona hoy Mahabubul alom best……… ar kawo jodi Graphic ar upor course korta chai tahola Amr jana mota Bangladesh koria Techniacal is best …. oi khana 6 monther course korai….. khuvi valo … ami oi khana thaka Graphic shikci……. shotti kotha bolta ki akhon Roda amr lef let dakhi onk graphic shikhar jonno…….. bi BKTTC oi khana khub valo shikhai…. ar aiter chartificate hossa Public … tai ai chartificate aro apna onk dam paba…. jodi kisu bul kotha boli tahola shovi khoma korban… ar vi ami jodi graphic ar upor tune korta chi kiba korvo ta ami bujta parci na…. jodi paran Tectune kiba tune post korta hoy ar jodi kono tune thakan ba na thaka pls akta tune koiran…… hassan vi amr profile pic dibo kiva aktu janayn.. thx apner tuotrial ar jonno……………..

ভাইয়া, আমি কি লিন্ডা থেকে ডাউনলোড ছাড়া ভিডিও টিউটোরিয়াল দেখতে পাব না। তাহলে লিন্ডার ফটোশপের ও ওয়েবপেজ ডিজাইনের(HTML,CSS,PHP,MYSQL) টিউটোরিয়াল কিনতে পারবো?

অনেক ভাল লিখেছেন ভাইয়া, কাজের জিনিস।

Level 0

ভাইয়া একটা সত্যি কথ বলি । আমার কিন্তু লিন্ডা ডট কমের চেয়ে আপনার টিউন গুলো সুন্দর ও বিস্তারিত মনে হয় । যদিও লিন্ডা ডট কমের ভিডিও গুলা অনেক ফাস্ট আর সুন্দর এবং সাবটাইটেল সহ দেওয়া হয় । তারপরেও আপনার টিউটরিয়ালগুলো কেই গ্রাফিক্স শেখার জন্য এগিয়ে রাখব ।

    @sh0v0n: অনেক ধন্যবাদ ভাই। তারা হচ্ছে প্রফেশনাল ভিডিও তৈরি করে তাই সাউন্ড সহ সব কিছুই অনেক ভাল।
    আমি চেষ্টা করবো আরো ভাল করার। সাথেই থাকুন। 🙂

@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): আপনার টিউনে কমেন্ট করার জন্যই একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম। 😀 অনেক সুন্দর হয়েছে টিউনটি। আপনি বলেছেন আপনার কাছ থেকে সরাসরি Lynda.com এর টিউটরিয়াল গুলো নেওয়ার জন্য স্থান-কাল-পাত্র বিবেচ্য। আমি ঢাকায় থাকি, শান্তিনগর এলাকায়। আপনি কোথায় থাকেন জানালে বুঝতে পারতাম আমার পক্ষে আপনার কাছ থেকে সরাসরি টিউটো সংগ্রহ করা সম্ভব কি না।
আবারো বলছি, টিউনটা আমার খুবই পছন্দ হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর টিউনের জন্য।

Level 0

aj ami photosop er dvd ta anlam sora sori dekha korlam jubair byer sate

Level 0

http://creativeit-inst.com/learning_center.php
এ লিংকে গেলে খুব সহজে বাসাতে বসে গ্রাফিকস শেখা যাবে আশা করি।

এখন থেকে বাংলায় গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। ফ্রী সকল বাংলা টিউটোরিয়াল দেখতে পাবেন প্রযুক্তি টিম ওয়েব সাইটে। পাশাপাশি ডিভিডি সংগ্রহ করারও সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

http://www.projuktiteam.com/

Level 0

যোবায়ের ভাই
যারা সফ্ট্রয়্যার তৈরি করে, তাদের কি কি শিখতে হয় ?

Level 0

bro can u tell us where u live. please give ur phone number

গ৾াফিক্স এর সমস্ত কাজ কি ল৽াপটপ দিয়ে শেখা ও করা যাবে? প্লিজ জানান….

আপনি কি প্রযুক্তি টিমের সাথে যুক্ত?
প্রযুক্তি টিম এ যেসব টিউটোরিয়াল দেয়া আছে ওগুলোই তো মনে হয় গ্রাফিক্স ডিজাইনের জন্য যথেষ্ট।

টি টি তে ৮ বছর আগের টিউন, আহহ । Graphic Design

Graphic Design Ki নিয়ে কিছুটা লেখার চেষ্টা