আমি ফটোশপের যতগুলো অপশন নিয়ে কাজ করেছি, তার মধ্যে Photoshop Action টা আমার কাছে জোস্ লেগেছে!!! এটা আপনাকে একটা ভিন্ন স্বাদ দিবে। অনলাইন থেকে আপনি অনেক Action ডাউনলোড করতে পারবেন, তবে এগুলো আপনার মনের মত কাজ করবে বলে আমার মনে হয় না (আমার ভাল লাগেনি! আপনার কছে ভাল লাগলে কমেন্ট করে জানাবেন)।
অনেক সময় আমরা ফটোশপে একই কাজ বার-বার করতে-করতে হয়রান হয়ে যাই। আর যখন আপনাকে গ্রুপ ছবি নিয়ে কাজ করতে হবে, তখন তো কথাই নেই!!! টেনশনে বলেও ফেলতে পারেন- “ধুত, ফটোশপ ভাল না! 😉
এই সমস্যার হাত থেকে কেবল মাত্র Photoshop Action-ই আপনাকে রক্ষা করতে পারবে! Action ব্যাবহারে আপনার সময় বাঁচবে এবং Photoshop-এর কাজ গুলো অনেক সহজ মনে হবে।
তাহলে চলুন শুরু করা যাক...
~*১ম ধাপ*~
প্রথমে আমি আপনাদের Action প্যালেটের সাথে পরিচয় করিয়ে দেব। ফটোশপে যারা কাজ করেন তারা নিশ্চই বিভিন্ন PALETTE-এর সাথে পরিচিত, যেমন- LAYERS PALETTE, HISTORY PALETTE ইত্যাদি। ফটোশপ ওপেন করলে ডান পাশে যে প্যালেট বক্স দেখা যায় সেখানেই এই প্যালেট গুলো সজ্জিত অবস্থায় থাকে। [এখানে আমি Photoshop CS5 নিয়ে কাজ করছি]
বিঃদ্রঃ আপনার ক্ষেত্রে উপরের ছবির মত প্যালেট গুলো সাজানো নাও থাকতে পারে, তবে এতে ভয়ের কিছু নেই! আপনি চাইলেই আইকন গুলোর উপর মাউস পয়েন্টার চেপে ধরে ড্রাগ-ড্রপ করে আপনার ইচ্ছা মত প্যালেট গুলো সাজিয়ে নিতে পারেন।
প্যালেট বক্সে যদি Action Palette দেখা না যায় তবে Menu Bar থেকে Windows>Actions সিলেক্ট করুন অথবা কীবোর্ড থেকে Alt+F9 চাপুন।
এখন দেখুন প্যালেট বক্সে Action Palette দেখা যাচ্ছে। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দ্বিতীয় ধাপে যাওয়া যাক...
~*২য় ধাপ*~
এবার আমরা দেখবো কি করে Photoshop Action তৈরি করা যায়।
>> প্রথমে ফটোশপে যে কোন একটি ছবি ওপেন করুন, ছবি ওপেন করতে (File>Open... সিলেক্ট করুন অথবা কীবো্র্ড থেকে Ctrl+O একত্রে চাপুন, এবার যে কোন একটি ছবি সিলেক্ট করে OK চাপুন)।
>> এবার আপনাকে একটি এ্যাকশন সেট তৈরি করতে হবে। মনে রাখবেন একটি এ্যাকশন সেটের মধ্যে অনেকগুলো এ্যাকশন থাকতে পারে, অর্থাৎ কতগুলো নতুন এ্যাকশন নিয়েই একটি এ্যাকশন সেট তৈরি হয়। এজন্য আপনাকে Action Palette সিলেক্ট করে এর উপরের দিকে ডানপাশে ▼ “Arrow” -তে (নিচের চিত্রে লাল বৃত্ত দ্বারা দেখানো হয়েছে) ক্লিক করুন। দেখবেন আরও অপশন আসবে, এখান থেকে “New Set...” সিলেক্ট করুন।
আপনি চাইলে Action Palette-এর নিচের আইকনে ক্লিক করেও নতুন সেট তৈরি করতে পারবেন। তবে “More Options...” থেকে করার অভ্যাস করাই ভাল। এতে অনেকগুলো অপশন নিয়ে কাজ করার অভিজ্ঞতা হবে।
এবার আপনার সেটের একটা নাম দিন। আপনি চাইলে যে কোন নাম দিতে পারেন, যেমন আমি এখানে দিয়েছি “Rotate 90° CW”।
>> আমি আপনাদের আগেই বলেছি যে একটি এ্যাকশন সেটের মধ্যে অনেকগুলো এ্যাকশন থাকতে পারে, এজন্য আমরা একটি নতুন একশন তৈরি করবো, যার কাজ হল- আমারা ফটোশপে যে প্রসেস/কাজ করবো সেগুলো রেকর্ড করা। এজন্য আপনাকে Action Palette –এর More Options থেকে “New Action...” সিলেক্ট করতে হবে।
অথবা এই আইকনটিতে ক্লিক করুন...
এবার,
Name: এর ঘরে আপনার এ্যাকশনের একটা নাম দিন, যেমন আমি দিয়েছি “Rotating...”।
Set: এর ঘরে আপনার তৈরি করা সেটটি ড্রপ-ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিন।
Function Key: থেকে আপনার পছন্দ মত যে কোন একটি সিলেক্ট করে দিন, সাথে Shift বা Control যে কোন একটি অথবা আপনি চাইলে দুইটি চেক বক্সেই টিক দিতে পারেন। [এটি হল আপনার সর্টকাট কী, অর্থাৎ আপনি যদি F9 সিলেক্ট করে Control-এ টিক দেন, তাহলে কীবোর্ড থেকে Ctrl+F9 চাপলেই আপনার এ্যাকশনটি প্লে হয়ে যাবে।]
Color: এর ঘর যেমন আছে তেমনই রেখে (মূলত আমি Color-এর কাজটি বুঝিনি) Record বাটনে ক্লিক করুন। আপনার রেকর্ড শুরু হয়ে যাবে।
রেকর্ড হচ্ছে বলে আবার তারাহুড়ো করবেন না যেন! 😉 এতে আপনার কোন মেমোরী লস হবে না। এটি শুধু আপনার ছবির উপর যে কাজ বা আপনি যে ইফেক্ট দিবেন তাই রেকর্ড করবে।
>> এ্যাকশন তৈরির জন্য Menu Bar থেকে “Image>Image Rotation>90° CW” সিলেক্ট করুন। দেখবেন আপনার ছবিটি 90° ঘুরে গেছে।
>> এবার Recording বন্ধ করবো, তাই Action Palette এর More Option ▼ থেকে “Stop Recording” সিলেক্ট করুন অথবা নিচের ছবিতে দেওয়া আইকনে ক্লিক করুন...
~*৩য় ধাপ*~
এ ধাপে আমরা শিখবো, এ্যাকশন তৈরির পর তা পরবর্তীতে ব্যাবহারের জন্য কি করে Save করে রাখা যায়।
>> সবগুলো প্রসেস ঠিক-ঠাক ভাবে সম্পন্ন হলে আমাদের তৈরি কৃত এ্যাকশনটি সংরক্ষনের জন্য প্রস্তুত। এ্যাকশনটি সেভ করতে Action Palette এর More Option ▼ থেকে “Save Actions...” সিলেক্ট করে আপনার পছন্দ মত ড্রাইভে সেভ করুন।
ভ্যাস কাজ শেষ। কি কিছুই বুঝলেন না, তাই না?:o তাহলে চলুন একটা লাফ দিয়ে সবাই ৪র্থ ধাপে চলে যাই আসল ব্যাপারটা বোঝার জন্য। J
~*৪র্থ ধাপ*~
এ ধাপে আমরা জানবো কি করে এ্যাকশন কাজ করে...
>> ২য় ধাপে তৈরি করা এ্যাকশন/এ্যাকশন সেটটি যদি এখনও আপনার এ্যাকশন প্যালেটে থেকে থাকে, অর্থাৎ আপনি যদি সেটি ডিলিট না করেন (সম্ভাবত আপনি ডিলিট করেন নি!) তবে কেবল মাত্র Ctrl+F9 চাপুন অথবা চিত্রের আইকনে ক্লিক করুন...
দেখবেন এ্যাকশনটি পুনরায় প্রসেসিং করছে, অর্থাৎ ছবিটি আবারও ৯০° ঘুরে যাবে।
>> যদি এ্যাকশন প্যালেটে আপনার এ্যাকশন সেটটি না থাকে বা ডিলিট করে ফেলেন বা অন্য কোন PC তে প্রথম এটি নিয়ে কাজ করতে চান তবে More Option ▼ থেকে “Lode Actions...” সিলেক্ট করে আপনার সেভ করা “Rotate 90° CW.atn” ফাইলটি ওপেন করুন। এবার Ctrl+F9 চাপুন।
>> এবার উপরের ধাপ গুলো অনুসরণ করে আরো একটি Action Set তৈরি করুন “Rotate 90° CCW” নামে। এক্ষেত্রে সব ঠিক রেখে শুধু মাত্র ইফেক্টের যায়গায় Image>Image Rotation>90° CCW অপশনটি সিলেক্ট করবেন। আর Function Key: এর ঘরে F10 সিলেক্ট করে দিন।
এবার দুটি Action Set-কে Action Palette-এর মধ্যে পর-পর রেখে (চিত্রের মত) একবার Ctrl+F9 আরেক বার Ctrl+F10 চাপুন, তাহলেই আসল পার্থক্যটা বুঝতে পারবেন।
~*৫ম ধাপ*~
এ ধাপে আমরা শিখবো কিভাবে তৈরিকৃত Action টিকে পুনঃরেকর্ড করা যায়...
>> ধরুন আমরা “Rotate 90° CCW” তে আরও কিছু রেকর্ড যুক্ত করবো। তাহলে এর শেষের Record টি সিলেক্ট করে More Options থেকে Start Recording সিলেক্ট করলে পুনরায় রেকর্ড শুরু হয়ে যাবে।
>> এবার কিছু ইফেক্ট দিন। যেমন- Menu Bar থেকে “Image>Adjustments>Brightness/Contrast...” সিলেক্ট করে মান গুলো বাড়িয়ে কমিয়ে OK চাপুন। দেখবেন Action Set-টিতে “Brightness/Contrast” নামে নতুন একটি রেকর্ড যুক্ত হয়েছে। এখন আপনি চাইলে Recording বন্ধ করে দিয়ে অন্য আরেকটি ছবির উপর ইফেক্ট টি প্রয়োগ করে দেখতে পারেন।
~*৬ষ্ঠ ধাপ*~
এ ধাপে আমরা শিখবো, কি করে কোন ইফেক্টকে রি-সেটিং করা যায়...
>> Rotate 90° CCW নামক এ্যাকশনটি পরবর্তীতে চালানোর সময় আপনি একটি সমস্যার সম্মুখীন হবেন, আর তা হল- আপনি চাইলেই Brightness/Contrast এর মান পরিবর্তন করতে পারবেন না! অর্থাৎ আপনি রেকর্ডিংয়ের সময় যে Brightness/Contrast সেটিং করে দিয়েছিলেন, সেটিই সব ছবির উপর পরবে! তাহলে উপায়???
উপায় তো একটা আছেই!!! আচ্ছা এমন যদি হয়, যে Brightness/Contrast ইফেক্টের সময় আপনার কছে সেটিং চাইবে? হুম, এমনটিই হবে, এজন্য শুধু নিচের ছবির আইকনে মাউস ক্লিক করে মার্ক করে দিন। এবার এ্যাকশনটি প্লে করে দেখুন মজাটা!!!
~*৭ম ধাপ*~
এ ধাপে আমরা শিখবো, কি করে কোন ইফেক্টের পূর্বে কমেন্ট যুক্ত করতে হয়...
>> আপনি চাইলে যে কোন ইফেক্ট বা রেকর্ডের পূর্বে কমেন্টসও যুক্ত করতে পারবেন। যেমন- Brightness/Contrast ইফেক্টের পূর্বেই আপনাকে বলে দিবে যে- “Set your Brightness & Contrast” তারপর আপনার সামনে Brightness/Contrast... সেটিং মেনুটি আসবে। এতে আপনার বা যারা পরবর্তীতে এই এ্যাকশনটি ব্যাবহার করবে, তারা বুঝতে পারবে যে এখন Brightness/Contrast সেট করতে হবে!
এজন্য Action Palette –এর More Options থেকে “Insert Stop...” সিলেক্ট করতে হবে। তাহলে নিচের ডায়লগ বক্সটি আসবে। এতে Message: এর ঘরে আপনার প্রয়োজনীয় তথ্য/Comments দিন এবং Allow Continue-তে টিক মার্ক দিয়ে OK করে বেরিয়ে আসুন।
লক্ষ করলে দেখবেন যে এ্যাকশন সেটের একদম নিচে “Stop” নামে একটা Record যুক্ত হয়েছে! এবার এটিকে আপনার ইচ্ছামত মানে আপনি যে ইফেক্টের পূর্বে কমেন্ট Show করতে চান সেখানে বসিয়ে দিন। এজন্য মাউসের সাহায্যে নিচের মত ড্রাগ-ড্রপ করে যায়গামত বসিয়ে দিন। যেমন- আমি এখানে Brightness/Contrast এর পূর্বে বসিয়ে দিব...
~*৮ম ধাপ*~
এ ধাপে আমরা মেনু আইটেম যুক্ত করার নিয়ম জানবো...
>> ধরুন কোন ছবির উপর ইফেক্ট প্রয়োগের পর তা Save As করতে চান। এজন্য আপনি চাইলে “Save As...” মেনু আইটেমটি এ্যাকশন সেটে যুক্ত করতে পারবেন। যার জন্য আপনার কাছে “Save As...” ডায়লগ বক্স আসবে এবং পারমিশন চাইবে ফাইলটি কোথায় পুনঃসেভ করবেন।
>> এজন্য আপনাকে Action Palette –এর More Options থেকে “Insert Menu Item...” টি সিলেক্ট করতে হবে। তাহলে নিচের মত একটি ডায়লগ বক্স আসবে।
এখন ডায়লগ বক্সটি থাকা অবস্থায় যে কোন একটি মেনু আইটেম সিলেক্ট করুন। যেমন- আমি এখানে “Save As...” সিলেক্ট করেছি। এবার OK করে বেরিয়ে আসুন। এখন যদি এ্যাকশনটি প্লে করেন তাহলে দেখবেন...
১. ছবিটি 90° ঘুরে গেছে
২. এর উপর Brightness/Contrast ইফেক্ট পরেছে এবং
৩. সবশেষে ছবিটি Save As করার জন্য Diaglog Box আসবে।
~*৯ম ধাপ*~
কোন এ্যাকশন বা এর রেকর্ড ডিলিট করার জন্য উক্ত Action/Record সিলেক্ট করে Action Palette –এর More Options থেকে “Delete” সিলেক্ট করে OK করতে হবে। এছাড়াও নিচের আইকরে ক্লিক করেও কাজটি করা যায়...
এর বাইরে ফটোশপ এ্যাকশনের আর কোন অপশন সম্পর্কে আমার কোন ধারণা নেই। যদি থাকে তহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেননা আমি আরও শিখতে চাই!
তাহলে নতুন নতুন এ্যাকশন শুরু করে দিন আর আপনার বন্ধুদের চমকে দিন ফটোশপে বিদ্যুৎ গতীর কাজ দেখিয়ে!!! 😉
আমি সাগর সুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 106 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হইছে কিন্তু পিকচার টা যা দিলেন 😀