Photoshop এ কিভাবে Passport সাইজের ছবি করতে কম বেশি সবাই জানেন কারন এটা নিয়ে আগেও একটা টিউন করা হয়েছে।
আজকে আমরা দেখবো কিভাবে Photoshop এ কি-বোর্ড এর যেকোন একটি কি চেপে নুতন Passport সাইজের ছবি 3R পেজ এ অটোমেটিক সাজানো যায়।
এতে লাভ কি?
যাদের ষ্টুডিও আছে হইতো তাদের অনেক লাভ।কারন এতে করে তাদের অনেক সময় বাচবে।এবং ল্যাব এ প্রিন্ট করতে গেলে 3R পেজ এ সাজিয়ে নিয়ে যেতে হয়।
তবে চলুন দেখা যাক।
১. প্রথমে একটি ছবি আনুন।
২. এবার crope tool সিলেক্ট করে Width-1.6, Height-2, এবং Resolution-300 করে দিন।এটা Passport সাইজের মাপ অনেক এ 1.6/1.8/300 দেই।আপনি যেইটা দেন সেইটা দিন।
৩. এবার action এ ক্লিক করুন।যদি আপনার photoshop এ action box না থাকে তবে window মেনুতে ক্লিক করে action এ ক্লিক করুন তবে action box চলে আসবে।এবার action ক্লিক করার পর create new action এ ক্লিক করতে হবে।এবার একটি box আসবে সেই খানে name এ আপনার ইচ্ছা মত নামদিন।আর আপনি কোন কি চাপ দিয়ে কাজটি করতে চান তা সিলেক্ট করুন।আমি f4 সিলেক্ট করলাম।এবার record এ ক্লিক করুন।
৪.এবার crop সিলেক্ট করুন আপনার ছবিতে যান মাউস পয়েন্টার এর সাহায্যে আপনার ছবি কতটুকু রাখবেন তা সিলেক্ট করে Enter চাপ দিন।
৫. মনে রাখবেন এখন photoshop এ অন্য কোন কাজ করবেন না কারন আপনি যা করছেন তাই record হচ্ছে।
কি-বোর্ড এর Ctrl+N চাপ দিন।নতুন পেজ আনার জন্য।নতুন পেজ আসলে Width-3.5, Height-5, এবং Resolution-300 করে এবং Width এর পাশে যদি pixcls দিয়া থাকে তবে সেইটা inches করে দিন এবার ok তে ক্লিক করুন।তাহলে নতুন পেজ চলে আসবে।
৬.এবার আগের ছবিটি তে যান এ এবং ctrl+A দিয়ে সব সিলেক্ট করুন।এবার নতুন পেজ এ এসে ctrl+V চাপুন তাহলে একটি ছবি চলে আসবে সেই টাকে move টুল এর সাহায্যে সরান move tool আনতে কি-বোর্ড থেকে শুধু V চাপ দিন।এবার ছবিটি এক কোনায় নিয়ে যান কারণ এখনো ৩টি ছবি আনতে হবে।
৭. আবার ctrl+V এবং ছবিটি কে সাজান এই ভাবে আরো দুটি ছবি আনুন ctrl+V চেপে। নিচের ছবির মত করে সাজান।
৮.এবার যাদের ষ্টুডিও আছে তাদের অনেক সময় ছবিটির সিরিয়াল ছবিটির নাম এবং তাদের ষ্টুডিওর নাম দিতে হয়।এইসব দেয়ার জন্য এবার Horizontal Type Tool সিলেক্ট করে নতুন ছবিটি তে যান এবং যেইটুকু ধরে লিখবেন তা সিলেক্টকরুন।
৯.এবার আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে Enter চাপ দিন।এরপর stop recording এ click করুন বাস খেল খতম। 😀
এবার নতুন একটা ছবি আনুন এবং Background ও যা যা কাজ করার আছে করুন এবার Passport সাইজের মাপ দিয়ে আপনার সেটকৃত কি যেমন আমি F4 দিছিলাম,, তাই চাপ দিন এবং দেখুন কি হয়।
আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এতো নাইস টিউন…। ভালো লাগল ভাই, ধন্যবাদ