টিউটরিয়াল শুরু করার আগে আমার একটি বাস্তব অভিগ্যতার ঘটনা বলে টুইট শুরু করি।
সেইদিন টিক কি বার ও কয় তারিক ছিল তা জনা নাই। আমি আর আমার দাদু ( আমার কলেজ বন্দু IBIT ) একসাতে কলেজে গেলাম পরিক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার জন্য। কিন্ত ভুলে দাদু তার ছবি নিয়ে যায়নি। তার জন্য তাকে ষ্টুডিও তে ১৪০/- টাকা মাসুল দিতে হল। কিন্তু কাজটি নিজে নিজে করলে খরছ হত মাত্র ৭ থেকে ১০ টাকা।
জি হা আজ আপনাদেরকে জানাব কিভাবে PhotoSope এ Passport সাইজের ছবি বানাবেন। তো আর বক বক না করে টুইট শুরুকরি।
জেনেনিন কালার ল্যবের ব্যবহার করা ছবির বিভিন্ন সাইজ।
টুইট এর Source ফাইল গুলো ডাউনলোড করে নিন , যা আপনার কাজকে কনেক সহজ করবে।
ও!! হা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আপনাদের কমেন্ট আমার একান্ত কাম্য।
Step –1:
প্রথমে Passport.jpg নামের ফাইলটা ওপেন করুন। Magic Want Tool দিয়ে ছবির সাদা অংশে সিলেক্ট করুন।
Step –2:
Foreground color (BABDBA) সেট করুন। Paint Bucket Tool দিয়ে ছবির সাদা অংশ ডেকে দিন। সিলেকশন বাতিল করার জন্য Ctrl + D কমান্ড দিন।
Step –3:
Corp Tool সিলেক্ট করুন। Width = 1.5 in , height = 1.9in এবং Regulation = 300 সেট করুন। নিচের ছবির মত Corp করুন।
Step –4:
Ctrl+N কমান্ড দিন। Width = 3.5 inches Height = 5 inches Regulation = 300 সিলেক্ট করুন।
Step –5:
Move Tool দিয়ে Passport.jpg ইমেজটি নতুন ইমেজের উপর ড্রাগ করুন।
Step –6:
Alt প্রেস করে নিচের ইমেজের মত তৈরী করুন।
মিলিয়ে দেখুন নিচের ইমেজের মত হয়েছে কিনা?
আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।
dhonnobad apnake eta shikhanor jonno