চলুন শুরু করা যাক কিভাবে Photoshop দিয়ে লাভ তৈরী করবেন। প্রথমে আপনি Photoshop opn করেন।এর পর একটি picture opn করেন।যেই picture লাভ এর ভিতরে দিবেন সেই picture opn করবেন। আমি একটি picture দিছি আপনি যদি লাভ এর ভিতরে আপনার নিজের ছবি দিতে চান তবে নিজের ছবি ওপেন করবেন।
১. ১ম Custom Shape Tools এ ক্লিক করুন।এরপর Custom Shape Tools ক্লিক করুন।নিচের ছবি দেখেন।
২. এর পর নিচের Shape এ ক্লিক করুন।এরপর এইখান থেকে লাভ সিলেক্ট করুন। আপনি যদি অন্যকোন Shape দিতে চাইলে সেই Shape সিলেক্ট করুন।যেহেতু আমরা লাভ বানাবো তাই লাভ সিলেক্ট করুন।
৩. এরপর paths এ ক্লিক করেন।ও অনেক এর আবার paths থাকে না যদি না থাকে তবে আপনি window তে ক্লিক করেন এই লিস্ট থেকে paths এ ক্লিক করেন।তবে আপনার paths বার চলে আসবে।
৪.এরপর paths এ ক্লিক করুন এরপর নিচে Create new path এ ক্লিক করলে paths এ একটি নতুন path যুক্ত হবে path 1 এমন।
৫.এর পর ছবি তে যান।এবং মাউস পয়েন্টার দিয়ে লাভের আকার দিন আপনার ইচ্ছা মত। আপনি বড় আকার দিতে পারেন বা ছোট আকার দিতে পারেন।
৬. এর পর paths এ দেখুন path 1 লিখা টি লাভ এর আকার ধারন করছে। এরপর নিচে যেই খান থেকে নতুন path 1
তৈরী করছেন তার বাম পাশে Load path as a selectionএ ক্লিক করুন ।নিচে ছবি তে দেখানো হল।
৭. এরপর লাভ টি সিলেক্ট হয়ে যাবে।
৮. এরপর Edit মেনুতে ক্লিক করুন এবং copy তে ক্লিক করেন।বা কি-বোর্ড থেকে Ctrl+C চাপ দিলেই হবে। তাহলে আপনার লাভ টি কপি হয়ে যাবে।
৯. এরপর File মেনুতে ক্লিক করুন new তে ক্লিক করুন।বা কি-বোর্ড থেকে Ctrl+N চাপ দিন।ok তে ক্লিক করুন এরপর নতুন পেজ চলে আসবে।
১০. এর পর edit মেনুতে ক্লিক করে paste এ ক্লিক করুন বা কি-বোর্ড থেকে Ctrl+V চাপদিন তাহলে নতুন পেজ এ আপনার copy করা লাভটি চলে আসবে।
১১. এবার লাভ এ কাজ করার পালা।কাজ করার সুবিধার্থে লাভটি কে ছোট করে নেওয়া ভাল।লাভটি কে ছোট করতে হলে প্রথমে Edit মেনুতে ক্লিক করি এর পর Free Transform এ ক্লিক করি।
১২.এরপর এক কোনা ধরে মাউস পয়েন্টার এর সাহয্যে লাভ এর আকার ছোট করি।আকার দেয়া হয়ে গেলে Enter চাপ দেয়।
১৩.এরপর Layers এ ক্লিক করে Layer 1 সিলেক্ট করি।
১৪. এবার Layer মেনু থেকে Layer Style এ ক্লিক করি তারপর Drop Shadow… ক্লিক করি এবার Drop Shadow box আসবে।
১৫. এবার Distance-24, Spread-17, Size-35 দেই।নিচে লাল দাগ দিয়ে দেখানো হল।
১৬.এবার Drop Shadow এর নিচে Inner Shadow তে ক্লিক করি।এই খানে Opacity-98, Distance-28, Choke-42, Size-29দেই। লাল দাগ দিয়ে দেখানো হল।
১৭. এরপর Inner Shadow নিচে Inner Glow তে ক্লিক করি।এই খানে choke-39,Size-29 দেই
১৮. এরপর bevel and emboss এ ক্লিক করি।এইখানে depth-770, দেই Direction এ down দেই size-10, soften-16 দেই।
১৯. এবার bevel and emboss এর নিচে contour এ ক্লিক করি এবার range-80 দেই।এবার ok তে ক্লিক করি
হুম খেল খতম। 😀
এবার লাভটা পুরাপুরি complete 🙂
এবার লাভ টি কে নতুন কোন ছবি তে বসাতে পারেন। তাহলে আপনাকে Tools থেকে move বাটন এ ক্লিক করতে হবে। এরপর লাভটি কে মাউস পয়েন্টার দিয়ে টেনে নতুন যেই ছবি টা ওপেন করেছেন সেইটাই বসাতে হবে।
আপনি যদি নিজের ছবিতে করেন তবে দেখতে হবে ঠিক এই রকম
নিজের ছবি দিয়ে একটু ভাব নিলাম আর কি 😀 কেউ কিছু মনে করিয়েন না 🙁
(lover) যারা আছেন তারা নিজেদের ছবি লাভ এ নিয়ে ভালবাসা বাড়াতে পারেন lol 😀
এবার ছবি টি save করার পালা File মেনুতে ক্লিক করে save এ ক্লিক করি এরপর save box আসলে Format এ ক্লিক করি এই খান থেকে JPEG দিয়ে save এ ক্লিক করি।এবার ছবি টি আপনার কম্পিউটার এ save হয়ে যাবে।
অনেক এ ভাবতে পারে যে আমি কপি পেস্ট করা শিখাচ্ছি কেন? এটা তো সবাই পারে কিন্তু অনেক এ আছে নতুন যারা তেমন কিছুই পারে না।শুধু তাদের জন্য কপি পেস্ট থেকে শুরু করে সেভ করা ছবি সহ দেখিয়ে দিলাম । 🙂
আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks খুব ভাল লাগলো , আপনার টিউনস টা আমার কাজে আসবে ।