সবাইকে আন্তরিক ভালবাসা দিয়া আজকে আবার কিছু লিখতে বসলাম।আশা করি আপনারা সবাই খুব খুব ভাল আছেন। আমি আছি আরকি কোনরকম। এই ছাত্র জীবন টার প্রতি মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। আসলে ছাত্র জীবন টার প্রতি না , লেখাপড়ার প্রতি বিরক্ত লাগে। যদি বাবা বলতো লেখাপড়া তো অনেক করলি এখন কম্পিউটার আর নেট নিয়া পরে থাক সমস্যা নাই। তাহলে হয়ত এতদিন আমি কিছু করতে পারতাম। যাই হোক কপাল আমার এরকমি। আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ ১ টা গ্রাফিক্স এর সফটওয়ার দিব।
তো আমরা অনেকেয় লোগো, স্টাইল প্রভৃতি কাজের জন্য ফটোশপ ব্যাবহার করি। কিন্তু এটার থেকে আলাদা একটা সফটওয়ার এর লিঙ্ক আমি আজ আপনাদের দেব।
অনেক প্রফেশনাল বেক্তিগন এটা ব্যাবহার করেন। আমি মনে করি বিভিন্ন সফটওয়ার সম্পর্কে নিজেকে ধারনায় রাখা দরকার। ফটোশপ এর বিকল্প কিন্তু শক্তিশালী সফটওয়ার হল গিম্প । এটা সম্পূর্ণ বিনামূল্য এ বিতরনের জন্য 😛 ।
এটা ডাউনলোড এর জন্য আর এই সফটওয়ার এর বিভিন্ন ভেরসন পেতে http://www.gimp.org/downloads/ যান।
যদি এটা আগে থেকে কেউ পেয়ে থাকেন ওনার এই টিউন পরার দরকার নাই। আমি এটা কালকে পেলাম তাই আজকে শেয়ার দিলাম। ব্যাবহার করে দেখেন কেমন লাগে । । সবাই ভাল থাকবেন।
আমার facebook আইডিঃ http://www.facebook.com/mathafutajemee
আমি jemeeroy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এটা ইউজ করছি,দারুন একটা জিনিষ।ফটোসপের প্রতিযোগি ফটোসপই।তবে ফটোসপের একটা ভালো বিকল্প হলো গিম্প।মানুষ ফ্রী ডাউনলোড দেখেই ফ্রী মনে করে,এখানে খেয়াল করতে হবে সফটওয়্যারটা ফ্রীওয়্যার কিনা,যদি ফ্রীওয়্যার হয় তবেই সেটা সম্পূর্ণ ফ্রী।গিম্প সফটওয়্যারটা একটি ফ্রীওয়্যার সফটওয়্যার।ভাই গিম্পের যদি কিছু ফ্রীওয়্যার প্লাগিন পান তো লিংক বা টিউন দিয়েন।সবচেয়ে ভালো একয়ের মধ্যে অনেক ফ্রীওয়্যার প্লাগিন হলে দারুণ হইতো।
ধন্যবাদ আপনাকে।গিম্পের মতো আরো কিছু ফটো এডিটিংয়ের এ্যাপসের প্রত্যাশা করছি।