আশা করি সবাই ভাল আছেন। আজকে আমরা দেখব কীভাবে ইঙ্কস্কেপে কাট-আউট ইফেক্ট তৈরি করা যায়। পোস্টটির প্রতিটি ধাপ যেভাবে দেখানো হয়েছে সেভাবে করলে আপনি খুব সহজেই কাট-আউট ইফেক্ট তৈরি করতে পারবেন। ইঙ্কস্কেপ সম্পর্কে জানতে এবং ডাউনলোড করতে চাইলে প্রথম পর্বটি দেখার অনুরোধ রইল।
কাট-আউট ইফেক্ট:
এই ইফেক্টটির মাধ্যমে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে এমনভাবে লেখা লিখব যাতে মনে হয় লেখাটি খোদাই করা হয়েছে বা ইমেজ থেকে অংশ কেটে ফেলা হয়েছে। ইফেক্টটি দেখতে নিচের মত হবে:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
কাট-আউট ইফেক্ট শেখার লক্ষ্য ও উদ্দেশ্য:
- Path এর Difference সম্পর্কে ধারণা লাভ
- Clipping সম্পর্কে জানা
- ব্লারিংয়ের মাধ্যমে শ্যাডো ইফেক্ট তৈরি
টিউটোরিয়ালের কয়েকটি ধাপ:
- ১ম ধাপ: টেক্সট এডিটিং ও ডুপ্লিকেটিং
- ১য় ধাপ: আয়তাকার টেক্সট ব্যাকগ্রাউন্ড তৈরি ও গ্রেডিয়েন্ট ফিল দেওয়া
- ৩য় ধাপ: মাঝারি আকারের আয়ত অঙ্কন এবং এর থেকে টেক্সট অংশ বিচ্ছিন্ন করা
- ৪র্থ ধাপ: আরেকটি বড় আকারের আয়ত আঁকা এবং এর থেকেও টেক্সট বিচ্ছিন্ন করা
- ৫ম ধাপ: ব্যাকগ্রাউন্ড ইমেজ আনা এবং সবচেয়ে বড় আয়তের সাথে ক্লিপিং
- ৬ষ্ঠ ধাপ: লেয়ারগুলো সঠিকভাবে বসানো
- ৭ম ধাপ: বিটম্যাপ ফরম্যাটে ছবি সংরক্ষণ
তাহলে শুরু করা যাক 🙂
➡ ১ম ধাপ: টেক্সট এডিটিং ও ডুপ্লিকেটিং
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- টেক্সট এডিটরে ক্লিক করুন তারপর ক্যানভাসের যেকোন জায়গায় ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- ফন্ট সিলেকশন করতে হবে তাই ডাউন অ্যারোতে ক্লিক করুন এবং মোটা ফন্ট সিলেক্ট করুন [এখানে Impact সিলেক্ট করা হল, লেখার সাইজ যত ইচ্ছা তত দিতে পারেন। আমি 144px সিলেক্ট করলাম]:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- কিছু লিখুন, তারপর Select বাটনে ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- লেখাটি সিলেক্টেড অবস্থায় Ctrl+D চাপুন, এতে লেখাটি ডুপ্লিকেট হবে। তারপর একে Ctrl চেপে সোজা নিচে নামান:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
এই ধাপ শেষ।
➡ ২য় ধাপ: আয়তাকার টেক্সট ব্যাকগ্রাউন্ড তৈরি এবং গ্রেডিয়েন্ট ফিল দেওয়া:
- কালার প্যালেট থেকে সাদা ও কালো বাদে একটি রঙয়ের উপর ক্লিক করুন, তারপর Create Squares & Rectangles টুলে ক্লিক করে লেখাটি যাতে ঢেকে যায় এমন একটি আয়ত আঁকুন; তবে খেয়াল রাখতে হবে আয়তটি যেন লেখাটির সাথে মিলে যায়:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- আয়তটি সিলেক্ট থাকা অবস্থায় কালার প্যালেট থেকে 50% Gray রঙ সিলেক্ট করুন, তারপর Gradient Tool এ ক্লিক করুন, এবং দেখে নিন Linear Gradient সিলেক্ট করা আছে কিনা; সিলেক্ট করা না থাকলে Linear Gradient বাছাই করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- আয়তের নিচের লম্বা বাহুর উপর ক্লিক করে Ctrl চেপে সোজা অপর বাহু পর্যন্ত টানুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- গ্রেডিয়েন্ট মোডে থাকা অবস্থায় সাদা রঙ সিলেক্ট করুন, তারপর ছবিতে দেখানো গোলাকার নোডটি ধরে একটু উপরে উঠিয়ে দিন [যদি দরকার হয়]:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- এই আয়তের কাজ শেষ তাই একে সিলেক্ট করে দূরে সরিয়ে দিন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
এইভাবে ২য় ধাপ সম্পূর্ণ হল।
➡ ৩য় ধাপ: মাঝারি আকারের আয়ত অঙ্কন এবং টেক্সট দিয়ে অভ্যন্তরীণ অংশ বিচ্ছিন্নকরণ
- আবারও সাদা ও কালো রঙ বাদে একটি রঙ বাছুন, squares & rectangles টুলে ক্লিক করুন এবং লেখাটির উপরে মাঝারি আকারের একটি আয়ত আঁকুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- সিলেক্ট বাটনে ক্লিক করুন এবং lower selection to bottom বাটনে ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- প্রথমে লেখাটিকে সিলেক্ট করুন তারপর Shift বাটন চেপে আয়তটি সিলেক্ট করুন [অবশ্যই প্রথমে টেক্সট তারপর আয়ত সিলেক্ট করবেন]:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- Path এ ক্লিক করুন এবং তারপর Difference বাটনে ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- Difference করার পর নিচের ছবির মত দেখবেন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- এবার এই আয়তকেও সরিয়ে দিন কারণ এটার কাজও শেষ:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
➡ ৪র্থ ধাপ: আরেকটি বড় আকারের আয়ত অঙ্কন এবং টেক্সট বিচ্ছিন্নকরণ
- আগের পদ্ধতিতেই কালো ও সাদা বাদে একটি রঙ সিলেক্ট করুন এবং squares & Rectangles টুল দিয়ে বড়সড় একটি আয়ত আঁকুন যাতে ডুপ্লিকেট করা লেখাটিও ঢেকে যায় :
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- আগের আয়তের মতই, প্রথমে আয়তটিকে সিলেক্ট করে End চাপুন; এতে আয়ত নিচে চলে যাবে তারপর প্রথমে লেখা ও Shift চেপে আয়তটি সিলেক্ট করুন এবং সবশেষে Path এ গিয়ে Difference এ ক্লিক করুন। সব কাজ ঠিকমত করলে নিচের ছবি দেখা যাবে:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
আপাতত এই ধাপ এই পর্যন্তই।
➡ ৫ম ধাপ: ব্যাকগ্রাউন্ড ইমেজ নির্বাচন এবং বড় আয়তের সাথে সেটিং
- এবার আপনার ডেস্কটপ বা ইন্টারনেট থেকে একটি হাই রেজোলিউশন ছবি ড্র্যাগ করে ক্যানভাসে ছেড়ে দিন: [এসব ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাবস্ট্র্যাক্ট এবং হাই রেজোলিউশন হলে ভাল হয়, যদি না থাকে তবে এখানে ক্লিক করুন এবং মনের মত একটি ছবি সেভ করে তারপর ইঙ্কস্কেপের ক্যানভাসে ড্র্যাগ করুন]
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- বাইরে থেকে ছবি আনতে চাইলে নিচের মত একটি ডায়লগ বক্স ওপেন হবে। OK বাটনে ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করুন এবং কি-বোর্ডের End কি চাপুন অথবা ছবিতে দেখানো Send back বাটনটিতে ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- ডিফারেন্স করা সবচেয়ে বড় আয়তটি ব্যাকগ্রাউন্ড ইমেজের মাঝামাঝি আনুন এবং Edit Path by Nodes টুলটিতে ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- এবার যে কাজ করতে হবে সেটা হল, ডিফারেন্স করা বক্সটি ব্যাকগ্রাউন্ড ইমেজের মত বড় বা ছোট করে নিতে হবে। তাই আয়তের একই বাহুর দুটি নোডের চারিদিকে লেফট মাউজ বাটন ধরে একটি ড্র্যাগিং বক্স আঁকুন এবং ছেড়ে দিন, তাহলে দেখবেন যে দুটি নোড সিলেক্ট হয়েছে:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- এবার সিলেক্টেড নোডগুলির যেকোন একটি নোডের উপর লেফট ক্লিক করে Ctrl চেপে কিছুটা নামান অথবা বাড়ান:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- একটি বাহুর কাজ শেষে হলে একই ভাবে অন্যান্য বাহুগুলোর কাজ করে ফেলুন, কাজ শেষে ঠিক এইরকম হবে:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- এবার আয়তটি সিলেক্ট করুন এবং Shift চেপে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- Object এ যান, Clip এ কার্সর রাখুন এবং Set বাটনে ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- ঠিকভাবে কাজটি করতে পারলে এইরকম ছবি পাওয়া যাবে:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
এই ধাপ ঠিক এই পর্যন্তই।
➡ ৬ষ্ঠ ধাপ: লেয়ারগুলো সঠিকভাবে বসানো
- এডিট করা ব্যাকগ্রাউন্ডটির উপর কালো রঙয়ের আয়তটি স্থাপন করুন। এমনভাবে বসান যাতে লেখাদুটির কেটে যাওয়া অংশ একই বরাবর অবস্থান করে:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- কালও রঙয়ের আয়তটি সিলেক্ট করা অবস্থায় নিচের দিকে Fill এর পাশে কালো রঙয়ের স্ট্রাইপ দেখবেন, সেটাতে ক্লিক করুন তাহলে ডানপাশে একটি Fill & Stroke ডায়লগ বক্স ওপেন হবে সেটার Blur এর পাশের বক্সে লিখুন 0.6:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- এবার Lower Selection to bottom এ ক্লিক করে কালো রঙয়ের আয়তটি নিচে পাঠিয়ে দিন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- এখন ব্যাকগ্রাউন্ডটিকে Alt চেপে ধরে হাল্কা উপরে/ডানে/বামে/নিচে যেদিকে খুশি নাড়াতে পারেন অবশ্যই আপনি শ্যাডো ইফেক্টের ডিরেকশন যেদিকে চান:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- ধূসর বর্ণের গ্রেডিয়েন্ট দেওয়া আয়তটির কথা ভুলে যান নি তো? ওটাকে নিয়ে এসে লেয়ার দুটির ওপরে বসান:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- এবার ধূসর বর্ণের আয়তটি সিলেক্ট থাকা অবস্থায় Lower selection to bottom বাটনে ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- কাজ প্রায় শেষ। তবে এবার সবগুলো লেয়ারকে Ctrl+A শর্টকাটের মাধ্যমে সিলেক্ট করুন এবং Ctrl+G চেপে লেয়ারগুলিকে একটি গ্রুপে পরিণত করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ইফেক্টটি পেয়ে গেলেন!। এবার সংরক্ষণের পালা।
➡ ৭ম ধাপ: ইমেজ বিটম্যাপে সংরক্ষণ
প্রথম পর্বে svg সংরক্ষণ দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন। এখানে শুধু বিটম্যাপ অর্থাৎ .png তে সেভ করা নিয়ে আলোচনা করা হল।
- File এ ক্লিক করুন এবং Document Properties এ যান:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- Resize page to content এর পাশে একটা + চিহ্ন দেখবেন সেটাতে ক্লিক করবেন তারপর Resize Page to Drawing or selection বাটন দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন এবং ক্লিক করার পর ডায়লগ বক্সটি ক্লোজ করে দিন [এতে ছবি রিসাইজ করে ক্যানভাসের সমান করা লাগবে না বরং ক্যানভাস সাইজ-ই আপনার আঁকা কন্টেন্টের আকারের সমান হবে তাই এক্সপোর্ট করা ইমেজটি একদম পারফেক্ট হবে]:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- আবার File এ যান, Export Bitmap এ ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- নতুন উইন্ডো এলে Browse এ ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- আপনার বানানো ছবির নাম দিন এবং Save বাটনে ক্লিক করুন:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
- এক্সপোর্ট করা ইমেজটি ওপেন করা হল:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন এই নমুনাটি:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
সবার কাজের সুবিধার্থে আমি আমার আঁকা svg ফাইলটি আপলোড করে দিলাম। সেটা Inkscape এ ওপেন করে লেয়ারগুলো আলাদা করে দেখতে পারেন। ডাউনলোড করতে হলে ডাউনলোড ছবির উপর ক্লিক করুন। ডাউনলোড বাটনটিও এই কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
একই ইফেক্ট দিয়ে বানানো কিছু ছবি:
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%201%201'%3E%3C/svg%3E)
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে। আল্লাহ্ হাফেয। 🙂
চালাই যান!!!!!!!!! আমরা আছি আপনার সাথে।সুন্দর টিউন !!!!!!!