ফটোশপে সহজে এবং কম সময়ে ফেস এডিট করুন

ফটোশপে ছবি সম্পাদনা করতে যে কাজটি অত্যন্ত সূক্ষভাবে করতে হয় তা হল মানুষের মুখের ছবি। মুখের ছবিতে সাধারণত বিভিন্ন প্রকার দাগ ও ভাজ থাকে। সেগুলো এডিট করতে অনেক সময় ব্যয় করতে হয়। এই টিউটোরিয়ালে আমরা কিভাবে কম সময়ে মুখের ছবি সম্পাদনা করতে হয় তা জানব-

তাহলে শুরু করা যাক- প্রথমে একটি ছবি নেয়া যাক (ছবিটি ফটোশপে খুলুন)

এখন আমাদের কাজ হবে ছবি থেকে দাগ দূর করা এবং প্রয়োজনীয় কালার এডিট করা। এখন ছবির কালার/কন্ট্রাস্ট ঠিক করে নিন।  এবার Pen/Quick mask অথবা Quick Selection ও Lasso টুল দিয়ে মুখের অংশ সিলেক্ট করুন (চোখ, ঠোট, ভ্রু ও চুল বাদ দিয়ে)।

Select> Refine Edge এ গিয়ে রেডিয়াস 2 ও ফেদার এর মান 3 বসান। এবার  Ctrl+J প্রেস করে সিলেকশনটি নতুন লেয়ারে নিয়ে আসুন।

এখন Filter>Noise>Median এ ক্লিক করে রেডিয়াস পিক্সেল এর মান দিন। এটা ছবির দাগ অনুসারে কম বেশী হতে পারে (5-15)।

এখন লেয়ারের অপাসিটি কমিয়ে বাড়িয়ে ছবিটিকে বাস্তবমুখী করে তুলতে হবে। লেয়ার অপাসিটি কমিয়ে নিন (75-80) আনুন। ৭৫% রাখলে সামন্য দাগ দেখা যেতে পারে কিন্তু ছবি অনেক বাস্তব মনে হবে (এই ছবির ক্ষেত্রে) । তাই যে দাগগুলো বেশী দৃশ্যমান ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে সে দাগগুলো Patch ও Stamp টুলের সাহায্যে দূর করতে হবে (সব ছবির ক্ষেত্রে নয়)।

কাজ প্রায় শেষ ছবির চেহারা কি পুতুল পুতুল লাগছে বা বেশী মেক-আপ হয়ে গেছে? তাহলে মুখটা ধুয়ে দেই।

Filter>Noise>Add Noise এ গিয়ে উপরের লেয়ারে সামান্য নয়েজ যোগ করুন (১.৫-২)।

দেখুনতো কেমন হয়েছে-

বিভিন্ন ভেরিয়েবলের মান ছবি ভেদে ভিন্ন হবে।

এটা আমার প্রথম পোস্ট। এ টিউনটি আগে করা হয়ে থাকলে বা কোন ভুল-ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level New

আমি Iqbal Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউটোরিয়াল লেখার মান খুবিই সুন্দর। আশা করি আপনি নিয়মিত টিউটোরিয়াল লিখবেন এই টেকটিউনস এ।

অফ-টপিকঃ আপনার প্রোফাইলে এমন নাম কেন? নিজের নাম দিলে চিনতে সুবিধা হয় 🙂

ধন্যবাদ!

Level 0

W/C in TT and continue please

খুবই ভাল টিউন তবে যারা পরিশ্রম করতে না চায় তাদের খুব কাজে লাগবে। আর যারা পরিশ্রম করতে চায় তার spot healing brush tool ব্যবহার করা উচিৎ। ভাই আবার রাগ কইরেন না। চালিয়ে যান আমরা আপনার সাথে আছি।

    @কামরুল: spot healing brush tool দিয়ে মুখের চামড়ার সূক্ষ অমসৃণ অংশগুলো এডিট করা খুবই কঠিন। ছোটখাট দাগ হলে হিলিং ব্রাস ব্যবহার করা যেতে পারে।

বাহ ! খুবই দারুন হয়েছে ! আশা করি কান্টিনিউ করবেন ! 🙂

চমৎকার!

অসাধারন

এটা কি CS 5 এর জন্য?

Level 2

প্রথম টিউনে ফাটাইয়া দিছেন। ছাইড়া যাইয়েন না, আমাদের সাথেই থাইকেন।

    @B.M.BILLAL: ভাল কনটেন্ট পেলে অবশ্যই লেখার চেষ্টা করব। মন্তব্যের জন্য ধন্যবাদ

ভাল লাগল

অনেক সুন্দর হয়েছে। কিন্তু আপসোস আমি এখন ও পুরান যুগে আছি…মানে আমি ফটোশপ ৭ ব্যবহার করি।

Level 0

এত সহজে যে করা যাই তা জানা ছিলনা। আসলে জানলে সবকিছু সহজ!! ধন্যবাদ।

Level 0

বাহ্, আমার ভাই খুব ভাল লেগেছে, আমি এখনো photoshoper student. শিখছি এক কি দের মাস হল। এমন post এর আশায় অপেক্ষায় থাকলাম।

Level 0

নতুন কিছু শিখলাম

REally nice and cool.

সুন্দর উপস্থাপনা।

Level 0

সুন্দর Post ,সুন্দর উপস্থাপনা।

Level 0

খুব ভাল হইছে।

Level 2

nice

ভাই ছবির কাজ শিখতে চাই এমন কোন সাইড/পেজের লিংক দিলে উপকৃত হতাম।