ফটোশপে ছবি সম্পাদনা করতে যে কাজটি অত্যন্ত সূক্ষভাবে করতে হয় তা হল মানুষের মুখের ছবি। মুখের ছবিতে সাধারণত বিভিন্ন প্রকার দাগ ও ভাজ থাকে। সেগুলো এডিট করতে অনেক সময় ব্যয় করতে হয়। এই টিউটোরিয়ালে আমরা কিভাবে কম সময়ে মুখের ছবি সম্পাদনা করতে হয় তা জানব-
তাহলে শুরু করা যাক- প্রথমে একটি ছবি নেয়া যাক (ছবিটি ফটোশপে খুলুন)
এখন আমাদের কাজ হবে ছবি থেকে দাগ দূর করা এবং প্রয়োজনীয় কালার এডিট করা। এখন ছবির কালার/কন্ট্রাস্ট ঠিক করে নিন। এবার Pen/Quick mask অথবা Quick Selection ও Lasso টুল দিয়ে মুখের অংশ সিলেক্ট করুন (চোখ, ঠোট, ভ্রু ও চুল বাদ দিয়ে)।
Select> Refine Edge এ গিয়ে রেডিয়াস 2 ও ফেদার এর মান 3 বসান। এবার Ctrl+J প্রেস করে সিলেকশনটি নতুন লেয়ারে নিয়ে আসুন।
এখন Filter>Noise>Median এ ক্লিক করে রেডিয়াস পিক্সেল এর মান দিন। এটা ছবির দাগ অনুসারে কম বেশী হতে পারে (5-15)।
এখন লেয়ারের অপাসিটি কমিয়ে বাড়িয়ে ছবিটিকে বাস্তবমুখী করে তুলতে হবে। লেয়ার অপাসিটি কমিয়ে নিন (75-80) আনুন। ৭৫% রাখলে সামন্য দাগ দেখা যেতে পারে কিন্তু ছবি অনেক বাস্তব মনে হবে (এই ছবির ক্ষেত্রে) । তাই যে দাগগুলো বেশী দৃশ্যমান ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে সে দাগগুলো Patch ও Stamp টুলের সাহায্যে দূর করতে হবে (সব ছবির ক্ষেত্রে নয়)।
কাজ প্রায় শেষ ছবির চেহারা কি পুতুল পুতুল লাগছে বা বেশী মেক-আপ হয়ে গেছে? তাহলে মুখটা ধুয়ে দেই।
Filter>Noise>Add Noise এ গিয়ে উপরের লেয়ারে সামান্য নয়েজ যোগ করুন (১.৫-২)।
দেখুনতো কেমন হয়েছে-
বিভিন্ন ভেরিয়েবলের মান ছবি ভেদে ভিন্ন হবে।
এটা আমার প্রথম পোস্ট। এ টিউনটি আগে করা হয়ে থাকলে বা কোন ভুল-ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি Iqbal Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার টিউটোরিয়াল লেখার মান খুবিই সুন্দর। আশা করি আপনি নিয়মিত টিউটোরিয়াল লিখবেন এই টেকটিউনস এ।
অফ-টপিকঃ আপনার প্রোফাইলে এমন নাম কেন? নিজের নাম দিলে চিনতে সুবিধা হয় 🙂
ধন্যবাদ!